৩২ নিয়ে কিছু সাধারণ জ্ঞান

০১। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা => ৩২টি।

০২। বাংলাদেশ কমনওয়েলথের/ও আই সি’র => ৩২তম সদস্য।

০৩। জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত আছে => ৩২ নং অনুচ্ছেদে।

০৪। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণের সংখ্যা => ৩২টি।

০৫। থার্মোমিটারে বরফের গলনাংক => ৩২ ডিগ্রি ফারেনহাইট।

০৬। অক্সিজেনের এক মোল হচ্ছে => ৩২ গ্রাম।

০৭। Windos-98 অপারেটিং সিস্টেম => ৩২ বিটের।


আরো পড়ুন:


এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!