০১। বাংলাদেশ সংবিধান => ২টি ভাষায় রচিত [বাংলা ও ইংরেজি]।
০২। নিরাপত্তা পরিষদে বাংলাদেশ এ পর্যন্ত সদস্যপদ লাভ করে => ২ বার [১৯৭৮ ও ১৯৯৯]।
০৩। শহরাঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থা => ২ স্তর বিশিষ্ট (সিটি কর্পোরেশন ও পৌরসভা)।
০৪। সমুদ্র এলাকায় মোট গ্যাসক্ষেত্রে আছে => ২টি [সাঙ্গু ও কুতুবদিয়া]।
০৫। বাংলাদেশর সাথে সমুদ্রতীরবর্তী সীমানা বিদ্যমান => ২টি [ভারত ও মায়ানমার]।
০৬। বাংলাদেশ সুপ্রিম কোর্ট => ২ ভাগে বিভক্ত [আপিল ও হাইকোর্ট বিভাগ]।
০৭। দক্ষিণ এশিয়ায় শান্তিতে ড. মুহম্মদ ইউনুস => ২য় নোবেল বিজয়ী [২০০৬]।
০৮। স্টক একচেঞ্জের সংখ্যা => ২টি [ঢাকা ও চট্টগ্রাম]।
০৯। বাংলাদেশে পূর্ণাঙ্গ টিভিকেন্দ্র => ২টি [ঢাকা ও চট্টগ্রাম]।
১০। রাষ্ট্রায়ত্ত বিমা কোম্পানি => ২টি [জীবন ও সাধারণ বিমা]।
১১। বাংলাদেশের সুন্দরবনে হরিণ দেখা যায় => ২ প্রজাতির [চিত্রা হরিণ ও মায়া হরিণ]।
১২। বাংলাদেশের সাথে ভারতের কোন সীমান্ত সংযোগ নেই => ২টি জেলার [বান্দরবান ও কক্সবাজার]।
১৩। একজন ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারেন => ২ মেয়াদকাল [৫+৫ = ১০ বছর]।
১৪। বাংলাদেশে চালুকৃত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আছে => ২টি [ইসলামিক ইউনিভার্সিীট অব টেকনোলজি এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন্স]।
১৫। মুক্তিযুদ্ধের সময় ঢাকা => ২নং সেক্টরের অধীনে ছিল।
১৬। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরপ্রতিক উপাধি পান => ২ জন মহিলা [সেতারা বেগম ও তারামন বিবি]।
১৭। ২০১২ এশিয়ার কাপের ক্রিকেট ফাইনালে বাংলাদেশ পাকিস্তানের কাছে হারে => ২ রানে।
১৮। সাউথ এশিয়ান (সাফ) গেমস অনুষ্ঠিত হয় => ২ বছর পর পর।
১৯। নিরাপত্তা পরিষদের অস্থায়ী ১০ সদস্য নির্বাচিত হয় => ২ বছরের জন্য।
২০। বান কি মুন এশিয়া থেকে নির্বাচিত => ২য় মহাসচিব [প্রথম- মায়ানমারের উথান্ট]।
২১। কানাডা আয়তনে বিশ্বের => ২য় বৃহত্তম দেশ।
২২। জাতীয় পতাকা অর্ধনমিত করা হয় না => ২টি দেশে [সৌদি আরব ও ইরান]।
২৩। ন্যাটোভুক্ত মুসলিম দেশ => ২টি [তুরস্ক ও আলবেনিয়া]্
২৪। প্রেসিডেন্ট লিঙ্কনের গেটিসবার্গ বক্তৃতা স্থায়ী ছিল => ২ মিনিট।
২৫। জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাইকমিশন [UNHCR] নোবেল পুরস্কার লাভ করে => ২ বার [১৯৫৪, ১৯৮১]।
২৬। জাতীয় পতাকা দিবস => ২ মার্চ।
২৭। জাতীয় উৎপাদনশীলতা দিবস => ২ অক্টোবর।
২৮। আন্তর্জাতিক অহিংসা দিবস => ২ অক্টোবর।
২৯। গঠন অনুসারে শব্দ => ২ প্রকার [মৌলিক শব্দ ও সাধিত শব্দ]।
৩০। ইন্দো-ইউরোপীয় ভাষার শাখা => ২টি [কেন্তুম ও শতম]।
৩১। বাংলা ভাষায় ঞ হরফটির উচ্চারণ => ২ প্রকারের হয় (মিঞা , বঞ্চনা)।
৩২। সনেটের অংশ => ২টি [অষ্টক ও ষটক]।
৩৩। প্রত্যয় => ২ প্রকার [কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়]।
৩৪। সাহিত্যে অলংকার প্রধানত => ২ প্রকার [শব্দালংকার ও অর্থালংকার]।
৩৫। সিগারেটের ধোঁয়ার মধ্যে ক্ষতিকারক পদার্থ => ২টি [নিকোটিন ও কার্বন-মনো অক্সাইড]।
৩৬। হাইড্রোজেন মৌলের অণুতে পরমাণুর সংখ্যা => ২টি (H2)।
৩৭। সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায় => দ্বিগুণ।
৩৮। এক কিলোগ্রাম বা কেজি সমান => ২.২০ পাউন্ড।
৩৯। দিবা ও রাত্রি পরস্পর সমান এরূপ বছরে আসে => ২ বার [২১ শে মার্চ ও ২৩ শে সেপ্টেম্বর]।
৪০। একজন পূর্ণ বয়স্ক লোকের প্রতিদিন পানি গ্রহণ করার প্রয়োজন => ২.৫-৩ লিটার।
৪১। মঙ্গল গ্রহের উপগ্রহ আছে => ২টি [ফোবস এবং ডিমোস)।
৪২। সূর্য চন্দ্র অপেক্ষা বড় => ২ কোটি ৩০ লক্ষ গুণ।
৪৩। শনি হল সৌরজগতের => ২য় বৃহত্তম গ্রহ।
৪৪। কম্পিউটার মেমোরী বা স্মৃতি => ২ প্রকার [স্থায়ী স্মৃতি বা ROM এবং অস্থায়ী স্মৃতি বা RAM)।
আরো পড়ুন:
- সংখ্যা দিয়ে ১১ কে মনে রাখুন
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)
- সংখ্যা দিয়ে ২১ কে মনে রাখুন
- ৩২ নিয়ে কিছু সাধারণ জ্ঞান
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম