২৭তম বিসিএস: বাংলাদেশ ও আন্তর্জাতিক

০১। নিপোর্ট হলো: জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান।

০২। বাংলাদেশ সংবিধানে নারী-পুরুষ সমান অধিকারের কথা বলা হয়েছ সংবিধানের যে অনুচ্ছেদে: ২৮ (২) নং অনুচ্ছেদে।

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

০৩। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ’বীরপ্রতীক’ উপাধি লাভ করেছেন: ৪২৬ জন।

০৪। বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনষ্টিটিউট অবস্থিত: ঈশ্বরদী।

০৫। রাজারবাগ পুলিশ লাইনে ‘দুর্জয়’ ভাস্কর্যটির শিল্পী: মৃণাল হক।

০৬। রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম: রক্ত সোপান।

০৭। বাংলাদেশ পোষ্টাল একাডেমি অবস্থিত: রাজশাহী।

০৮। প্রস্থাবিত পদ্মা সেতুর দৈর্ঘ: ৬.১৫ কিমি।

০৯। বাংলাদেশে সর্বপ্রথম টেস্টটিউব শিশুর মা হন: ফিরোজা বেগম।

১০। বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্যা।

১১। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি: হামিদুর রহমান।

১২। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি: হুমায়ুন রশীদ চৌধুরী।

১৩। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়: ২ জন মহিলাকে।

১৪। কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয়: ১৯৯৮ সালে।

১৫। সেন্টমার্টিন দ্বীপের আয়তন: ৮ বর্গ কিলোমিটার।

১৬। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয়: ১৯৭৩ সালে।

১৭। স্ক্যানডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয়: নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র।

১৮। মুসলিম প্রধান না হয়েও ইসলামী সম্মেলন সংস্থার সদস্য: উগান্ডা।

১৯। ফ্রাঙ্কলিন রুজভেল্ট ক্ষমতায় ছিলেন: ১২ বছর।

২০। যে দেশের মহিলারর সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে: নিউজিল্যান্ড।

২১। জাতিসংঘের নতুন সদস্যপদ গ্রহণ করা হয়: নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে।

২২। যে মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরুষ্কার পান: আনোয়ার সাদাত।

২৩। বাদশা ফাহাদের পর সৌদি বাদশা হন: আবদুল্লাহ।

২৪। অক্সফাম-এর সদর দপ্তর অবস্থিত: লন্ডনে।

২৫। বিংশ শতাব্দীর শেষভাগে উপনিবেশবাদের নিগড় থেকে মুক্ত হয়: ম্যাকাউ।

২৬। Amnesty International- নোবেল পায়: ১৯৭৭ সালে।

২৭। বাংলাদেশ ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ পদ লাভ করে: ১৯৭৪ সালে।

২৮। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ ক্ষমতায় ছিলেন: ২২ বছর।


আরো পড়ুন:


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!