১৯৪৮ সালের স্বরণীয় ঘটনাসমূহ

০১। ভাষা আন্দোলনের সূত্রপাত হয় => ১৯৪৮ সালে।

০২। গণপরিষদে রাষ্ট্রভাষা বাংলার দাবি জানান (কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত) => ২৩ ফেব্রুয়ারি, ১৯৪৮।

০৩। ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয় => ২ মার্চ ১৯৪৮ সালে।

০৪। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) প্রতিষ্ঠিত হয় => ১৯৪৮ সালের ৭ এপ্রিল (সদর দপ্তর-জেনেভা)।

০৫। মানবাধিকার সনদ স্বাক্ষরিত হয় => ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর (জাতিসংঘের সদর দপ্তরে)।

০৬। মানবাধিকার চুক্তি স্বাক্ষরিত ও স্বীকৃতি হয়েছিল => ১৯৪৮ সালে।

০৭। সার্বজনীন মানবাধিখার ঘোষণা গৃহীত হয় => ১৯৪৮ সালে।

০৮। জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী প্রথম গঠিত হয় => ১৯৪৮ সালের মে মাসে।

০৯। জৈব বৈচিত্র্য সংরক্ষণবাদী সংস্থা (IUCN) প্রতিষ্ঠা লাভ করে => ১৯৪৮ সালে।

১০। ফিলিস্তিনের মাতৃভূমিতে ইসরাইল রাষ্ট্রের জন্ম হয় => ১৯৪৮ সালে।

১১। দুই কোরিয়ার জন্ম হয় => ১৯৪৮ সালে।

১২। উত্তর কোরিয়া স্বাধীনতা লাভ করে => ১৯৪৮ সালে।

১৩। শ্রীলংকা ও মায়ানমা স্বাধীনতা লাভ করে ব্রিটেনের কাছ থেকে => ১৯৪৮ সালে।

১৪। মাদার তেরেসা ভারতের নাগরিকত্ব লাভ করে => ১৯৪৮ সালে।

১৫। সৈয়দ ওয়ালীউল্লাহর ‘লালসালূ’ উপন্যাসের রচনাকাল = ১৯৪৮ সালে।

১৬। ট্রানজিস্টর আবিষ্কৃত হয় => ১৯৪৮ সালে।

১৭। ও.এ.এস (OAS) সনদ কলম্বিয়া গৃহীত হয় => ১৯৪৮ সালে।


আরো পড়ুন:


এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!