০১। বাংলাদেশের সংবিধানের মূলনীতি- ৪ টি
০২। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয় ৪ টি (বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক )।
০৩। বাংলাদেশে ভূ- উপগ্রহ কেন্দ্র আছে- ৪টি (বেতবুনিয়া,তালিবাবাদ, মহাখালী, সিলেট)।
০৪। বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র-৪টি (ঢাকা, কক্সবাজার, পতেঙ্গা,খেপুপাড়া)।
০৫। সংবিধান দিবস ৪ নভেম্বর।
০৬। বাংলাদেশে যক্ষ্মা হাসপাতালের সংখ্যা ৪ টি।
০৭। বাংলাদেশে প্রথম নোট চালু হয়-৪ মার্চ ,১৯৭২।
০৮। নির্মানাধীন পদ্মা সেতু ৪ লেন বিশিষ্ট।
০৯। বাংলাদেশের সংবিধান গৃহীত হয়-৪ নভেম্বর,১৯৭২।
১০। জাতীয় প্রতীকে ৪ টি তারকা রয়েছে
১১। সংবিধানের ৪ নং অনুচ্ছেদে আমার সোনার বাংলা কে জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে ।
আরো পড়ুন:
- প্রাণী জগত
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)
- সাহিত্য সংস্কৃতি সম্মাননা
- সাধারণ বিজ্ঞান
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম