জন্ম : ১৫ সেপ্টেম্বর , ১৮৭৬ সালে হুগলির দেবানন্দ পুর।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপরাজেয় কথাসাহিত্যিক হিসেবে পরিচিত । তিনি মোট ৭ টি চদ্মনাম ব্যবহার করতেন । এগুলো হলোঃ অনিলা দেবী , অপরাজিতা দেবী , শ্রী চট্টোপাধ্যায় , অনুরূপা দেবী , পরশুরাম , শ্রীকান্ত শর্মা , সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় ।
তিনি ১৯২৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় হতে ‘ জগত্তারিণী ’ পদকলাভ করেন । ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ডি. লিট উপাধি লাভ করেন । তিনি ১৬ জানুয়ারি ১৯৩৮ সালে মৃত্যুবরণ করেন ।
গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় :
০১ । শরৎচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি ? = বড়দিদি ।
০২ । শরৎচন্দ্রের ‘ শ্রীকান্ত ’ কোন শ্রেণীর রচনা ? = আত্মজৈবনিক ।
০৩ । শরৎচন্দ্রের ‘ শ্রীকান্ত ’ উপন্যাসের কয়টি খন্ড ? = ৪ টি ।
০৪ । শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস কোনটি ? = শ্রীকান্ত ।
০৫ । ‘ পথের দাবী ’ উপন্যাসের রচয়িতা কে ? = শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।
০৬ । মহেশ কোন ধরনের গল্প ? = ছোটগল্প ।
০৭ । ‘ বৈকুন্ঠের উইল ’ গ্রন্থের রচয়িতা কে ? = শরৎচন্দ্রের চট্টোপাধ্যায় ।
০৮ । ‘ বিলাসি ’ গল্পের লেখক কে ? = শরৎচন্দ্রের চট্টোপাধ্যায় ।
০৯ । ‘ গৃহদাহ ’ উপন্যাসের রচনাকাল কত ? = ১৯২০ ।
১০ । শরৎচন্দের কোন উপন্যাসটি সরকার কতৃক বাজেয়াপ্ত হয়েছিল ? = পথের দাবি ।
১১ । অমর কথা শিল্পী নামে কে পরিচিত ? = শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।
১২ । শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি ? = শ্রীকান্ত ।
১৩ । ‘ ষোড়ষী ’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন ধরনের রচনা ? = নাটক ।
১৪ । ‘ দত্তা ’ উপন্যাসটির রচয়িতা কে ? = শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।
১৫ । ‘ রাজলক্ষী ’ চরিত্রের স্রষ্টা কে ? = শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।
১৬ । শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে ? = গৃহদাহ ।
১৭ । ‘ পল্লী সমাজ ’ উপন্যাসের রচয়িতা কে ? = শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।
১৮ । ‘ দেনাপাওনা ’ উপন্যাসের লেখক কে ? = শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।
১৯ । ‘ শেষপ্রশ্ন ’ উপন্যাসের লেখক কে ? = শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।
২০ । ‘ পথের দাবী ’ শরৎচন্দ্রের কোন ধরনের রচনা ? = উপন্যাস ।
২১ । ‘ বাঙালির বিষ ’ কথাটি বলতে শরৎচন্দ্র বুঝিয়েছেন = ক্ষণস্থায়ী ক্রোধ ।
২২ । ‘ মন্দির ’ রচনাটি শরৎচন্দ্রের কোন ধরনের রচনা ? = গল্প ।
২৩ । শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম মুদ্রিত রচনা কোনটি ? = মন্দির ।
২৪ । ‘ হেমাঙ্গিনী ’ ও ‘ কাদম্বিনী ’ কোন বিখ্যাত গল্পের চরিত্র ? = মেজদিদি ।
২৫ । ‘ অচলা ’ শরৎচন্দ্রের কোন উপন্যাসের নায়িকা ? = গৃহদাহ ।
আরো পড়ুন:
- হুমায়ুন আহমেদ
- কাজী নজরুল ইসলাম
- রবীন্দ্রনাথ ঠাকুর
- যাঁদের স্বপ্ন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক
- স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)
- বাংলা নামের উৎপত্তি হয় যেভাবে
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্য
- স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ইবুক