রোমান্টিক প্রণয়োপখ্যান :
মধ্যযুগে বাংলা সাহিত্যে মুসলিম কবিগণের সর্বাপেক্ষা উল্লেখ্যযোগ্য অবদান কি? | উঃ রোমান্টিক প্রণয়োপাখ্যান। | |||
মধ্যযুগে ফারসি ভাষা থেকে অনুদিত প্রণয়োপাখ্যানগুলো কি কি? | উঃ ইউসুফ-জুলেখা, লাইলী-মজনু, গুলে বকাওয়ালী, সয়-ফুলমুলুক বদিউজ্জামাল। | |||
মধ্যযুগে হিন্দী ভাষা থেকে অনুদিত প্রণয়োপাখ্যানগুলো কি কি? | উঃ পদ্মাবতী, সতী ময়না লোরচন্দ্রনী, মধুমালতী, মৃগাবতী ইত্যাদি। | |||
গুলে বকাওয়ালী কে রচনা করেন? | উঃ নওয়াজিশ আলী খান। | |||
গুলে বকাওয়ালী অন্য কোন কবি রচনা করেন? | উঃ মুহাম্মদ মুকিম। | |||
সয়ফুলমুলুক বদিউজ্জামাল কাব্যের কাহিনী কি? | উঃ আরবিয় উপন্যাস বা আলেফ লায়লা। | |||
সয়ফুলমুলুক বদিউজ্জামাল কে রচনা করেন? | উঃ আলাওল। রোমান্টিক প্রণয়োপখ্যান | |||
সয়ফুলমুলুক বদিউজ্জামাল অন্য কোন কোন কবি রচনা করেন? | উঃ দেনা গাজী চৌধুরী, ইব্রাহিম ও মালে মোহম্মদ। | |||
সপ্তপয়কর কে রচনা করেন? | উঃ আলাওল। | |||
সপ্তপয়কর কোন কবির রচনার ভাবানুবাদ? | উঃ পারস্যর কবি নিজামী গঞ্জভীর সপ্তপয়কর কাব্যের। | |||
লাইলী মজনু কে রচনা করেন? | উঃ বহরাম খান। | |||
ইউসুফ-জুলেখা কে রচনা করেন? | উঃ শাহ মুহম্মদ সগীর। রোমান্টিক প্রণয়োপখ্যান | |||
ইউসুফ-জুলেখা অন্য কোন কোন কবি রচনা করেন? | উঃ আব্দুল হাকিম, গরীবুল্লাহ, গোলাম সাফাতউল্লাহ, সাদেক আলী ও ফকির মুহাম্মদ। |