রসায়ন-১১

সাধারণ বিজ্ঞান, রসায়ন, পানির খরতা:

প্রশ্নঃ হার্ড ওয়াটারকে সফট করতে লাগে
ক. কাপড় ধোয়ার সোডা
খ. ম্যাগনেসিয়াম কার্বনেট
গ. ক্যালসিয়াম অক্সাইড
ঘ. সোডিয়াম বাই কার্বনেট
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ খর পানি বলতে কি বুঝায়?
ক. যে পানি বিষাদ
খ. যে পানিতে চিনির সরবত তৈরি করা যায় না
গ. যে পানি ঘোলা ও লবনাক্ত
ঘ. যে পানিতে সাবানের ফেনা হয় না
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পানির খরতার জন্য নিম্নের উপাদানগুলোর মধ্যে কোনটি প্রয়োজন?
ক. OH-
খ. HCO3-
গ. CO3–
ঘ. SO4–
উত্তরঃ খ, ঘ

প্রশ্নঃ Water hardness is mainly due to the presence of the following in water
ক. Iron
খ. Aluminium nitrates
গ. Manganese
ঘ. Calsium & Magnesium salt
উত্তরঃ ঘ

প্রশ্নঃ প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়?
ক. সাগর
খ. হ্রদ
গ. নদী
ঘ. বৃষ্টি
উত্তরঃ ঘ

সাধারণ বিজ্ঞান, রসায়ন, রসায়ন বিজ্ঞানের বিকাশ:

প্রশ্নঃ -ছিলেন একজন রসায়নবিদ ও প্রকৌশলী, তিনি ডিনামাইট আবিষ্কার করেন।
ক. আলফ্রেড বার্নাড নোবেল
খ. জন ডাল্টন
গ. রুডলফ ডিজেল
ঘ. হেনরি ক্যাভেন্ডিস
উত্তরঃ ক

প্রশ্নঃ ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেল কোন দেশের অধিবাসী?
ক. নরওয়ে
খ. সুইডেন
গ. ডেনমার্ক
ঘ. নেদারল্যান্ড
উত্তরঃ খ

প্রশ্নঃ ডিনামাইট আবিষ্কার করেন-
ক. আলফ্রেড বার্নাড নোবেল
খ. উইলিয়াম মারডক
গ. জোসেফ প্রিস্টলি
ঘ. টমাস আলভা এডিসন
উত্তরঃ ক

প্রশ্নঃ নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলে-
ক. তেলের খনির মালিক হিসাবে
খ. উন্নত ধরণের বিস্ফোরক আবিষ্কার করে
গ. জাহাজের ব্যবসা করে
ঘ. ইস্পাত কারখানার মালিক হিসাবে
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোন দেশ হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে?
ক. যুক্তরাজ্য ও উত্তর কোরিয়া
খ. চীন ও যুক্তরাষ্ট্র
গ. ফ্রান্স ও রাশিয়া
ঘ. উপরের সবকয়টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ হাইড্রোজেন বোমার জনক কে?
ক. আন্দ্রে শাখারভ
খ. এডওয়ার্ড টেইলর
গ. মার্টিন কুপার
ঘ. গ্রেস হুপার
উত্তরঃ খ

প্রশ্নঃ বিশ্বের কতটি দেশ হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালিয়েছে?
ক. ৫টি
খ. ৪টি
গ. ৬টি
ঘ. ৩টি
উত্তরঃ গ

প্রশ্নঃ ঈস্ট এর সংশ্লিষ্টতা নেই কোন শিল্পে-
ক. মদ্য শিল্পে (Wine industry)
খ. রুটি শিল্পে (Bakery)
গ. সাইট্রিক এসিড উৎপাদন
ঘ. এক কোষীয় প্রোটিন (Single-cell-protein) তৈরিতে
উত্তরঃ গ

প্রশ্নঃ ১৯৩২ সালে যে দুজন বিজ্ঞানী অ্যাটমকে কৃত্রিম উপায়ে ভাগ করেছিলেন, তাদের নাম
ক. স্টেম ফ্লেমিং এবং জন ককক্রফট
খ. স্টেম ফ্লেমিং ও টমাস বুন
গ. আর্নেস্ট ওয়ালটন ও জন ককক্রফট
ঘ. স্টেম ফ্লেমিং ও আর্নেস্ট ওয়ালটন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বর্তমানে (২০১৬) বিশ্বে আবিস্কৃত মৌলিক পদার্থের সংখ্যা কতটি?
ক. ১১১টি
খ. ১০৯টি
গ. ১১৮টি
ঘ. ১১৫টি
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!