সাধারণ বিজ্ঞান, রসায়ন, পানির খরতা:
প্রশ্নঃ হার্ড ওয়াটারকে সফট করতে লাগে
ক. কাপড় ধোয়ার সোডা
খ. ম্যাগনেসিয়াম কার্বনেট
গ. ক্যালসিয়াম অক্সাইড
ঘ. সোডিয়াম বাই কার্বনেট
উত্তরঃ গ
প্রশ্নঃ খর পানি বলতে কি বুঝায়?
ক. যে পানি বিষাদ
খ. যে পানিতে চিনির সরবত তৈরি করা যায় না
গ. যে পানি ঘোলা ও লবনাক্ত
ঘ. যে পানিতে সাবানের ফেনা হয় না
উত্তরঃ ঘ
প্রশ্নঃ পানির খরতার জন্য নিম্নের উপাদানগুলোর মধ্যে কোনটি প্রয়োজন?
ক. OH-
খ. HCO3-
গ. CO3–
ঘ. SO4–
উত্তরঃ খ, ঘ
প্রশ্নঃ Water hardness is mainly due to the presence of the following in water
ক. Iron
খ. Aluminium nitrates
গ. Manganese
ঘ. Calsium & Magnesium salt
উত্তরঃ ঘ
প্রশ্নঃ প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়?
ক. সাগর
খ. হ্রদ
গ. নদী
ঘ. বৃষ্টি
উত্তরঃ ঘ
সাধারণ বিজ্ঞান, রসায়ন, রসায়ন বিজ্ঞানের বিকাশ:
প্রশ্নঃ -ছিলেন একজন রসায়নবিদ ও প্রকৌশলী, তিনি ডিনামাইট আবিষ্কার করেন।
ক. আলফ্রেড বার্নাড নোবেল
খ. জন ডাল্টন
গ. রুডলফ ডিজেল
ঘ. হেনরি ক্যাভেন্ডিস
উত্তরঃ ক
প্রশ্নঃ ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেল কোন দেশের অধিবাসী?
ক. নরওয়ে
খ. সুইডেন
গ. ডেনমার্ক
ঘ. নেদারল্যান্ড
উত্তরঃ খ
প্রশ্নঃ ডিনামাইট আবিষ্কার করেন-
ক. আলফ্রেড বার্নাড নোবেল
খ. উইলিয়াম মারডক
গ. জোসেফ প্রিস্টলি
ঘ. টমাস আলভা এডিসন
উত্তরঃ ক
প্রশ্নঃ নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলে-
ক. তেলের খনির মালিক হিসাবে
খ. উন্নত ধরণের বিস্ফোরক আবিষ্কার করে
গ. জাহাজের ব্যবসা করে
ঘ. ইস্পাত কারখানার মালিক হিসাবে
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের কোন দেশ হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে?
ক. যুক্তরাজ্য ও উত্তর কোরিয়া
খ. চীন ও যুক্তরাষ্ট্র
গ. ফ্রান্স ও রাশিয়া
ঘ. উপরের সবকয়টি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ হাইড্রোজেন বোমার জনক কে?
ক. আন্দ্রে শাখারভ
খ. এডওয়ার্ড টেইলর
গ. মার্টিন কুপার
ঘ. গ্রেস হুপার
উত্তরঃ খ
প্রশ্নঃ বিশ্বের কতটি দেশ হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালিয়েছে?
ক. ৫টি
খ. ৪টি
গ. ৬টি
ঘ. ৩টি
উত্তরঃ গ
প্রশ্নঃ ঈস্ট এর সংশ্লিষ্টতা নেই কোন শিল্পে-
ক. মদ্য শিল্পে (Wine industry)
খ. রুটি শিল্পে (Bakery)
গ. সাইট্রিক এসিড উৎপাদন
ঘ. এক কোষীয় প্রোটিন (Single-cell-protein) তৈরিতে
উত্তরঃ গ
প্রশ্নঃ ১৯৩২ সালে যে দুজন বিজ্ঞানী অ্যাটমকে কৃত্রিম উপায়ে ভাগ করেছিলেন, তাদের নাম
ক. স্টেম ফ্লেমিং এবং জন ককক্রফট
খ. স্টেম ফ্লেমিং ও টমাস বুন
গ. আর্নেস্ট ওয়ালটন ও জন ককক্রফট
ঘ. স্টেম ফ্লেমিং ও আর্নেস্ট ওয়ালটন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বর্তমানে (২০১৬) বিশ্বে আবিস্কৃত মৌলিক পদার্থের সংখ্যা কতটি?
ক. ১১১টি
খ. ১০৯টি
গ. ১১৮টি
ঘ. ১১৫টি
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)