রসায়ন-১০

প্রশ্নঃ অক্সিজেনের পারমাণবিক ওজন-
ক. ১২
খ. ১৪
গ. ১৬
ঘ. ১৮
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি মৌলিক কণিকা নয়?
ক. প্রোটন
খ. নিউট্রন
গ. ইলেক্ট্রন
ঘ. হাইড্রোজেন পরমাণু
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ একটি ইলেকট্রনে চার্জের পরিমান হল
ক. 1.7×10-8 কুলম্ব
খ. 9×1011 কুলম্ব
গ. 1.609×10-19 কুলম্ব
ঘ. 1.609×10-9 কুলম্ব
উত্তরঃ গ

প্রশ্নঃ পারমাণবিক সংখ্যার আবিস্কারক কে?
ক. Robert Norman
খ. Sir Thomas Browne
গ. Henry Moseley
ঘ. James Clerk Maxwell
উত্তরঃ গ

প্রশ্নঃ ইলেকট্রন হচ্ছে পদার্থের
ক. কণা
খ. ক্ষুদ্র কণা
গ. সাধারণ কণা
ঘ. অতি ক্ষুদ্র কণা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Boron এবং Zirconium নাম দুটি কোন ভাষা থেকে এসেছে?
ক. গ্রীক
খ. ল্যাটিন
গ. আরবি
ঘ. ইংরেজি
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন পরমাণুর চতুর্থ কক্ষের ইলেকট্রনের সংখ্যা
ক. ৯টি
খ. ১৬টি
গ. ১৮টি
ঘ. ৩২টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ভারী পানি (Heavy water) এর সংকেত কি?
ক. 2H2O2
খ. H2O
গ. D2O
ঘ. HD2O2
উত্তরঃ গ

প্রশ্নঃ বস্তু/মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, তাকে বলে-
ক. অণু
খ. পরমাণু
গ. ইলেকট্রন
ঘ. প্রোটন
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন পরমাণুর ভরসংখ্যা হচ্ছে
ক. নিউট্রন ও প্রোটনের সংখ্যার সমষ্টি
খ. প্রোটনের সংখ্যা
গ. নিউক্লিয়াসের বাহিরে অবস্থিত ইলেকট্রনের সংখ্যা
ঘ. নিউট্রন, প্রোটন ও ইলেকট্রনের সংখ্যার সমষ্টি
উত্তরঃ ক

প্রশ্নঃ ইউরেনিয়ামের আইসোটোপ কোনটি?
ক. U234
খ. U235
গ. U238
ঘ. সবগুলোই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি পরমাণুর নিউক্লিয়াসে থকে না?
ক. meson
খ. neutron
গ. proton
ঘ. electron
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সোডিয়াম-এর (Na23) একটি পরমাণুতে রয়েছে-
ক. ১০টি প্রোটন ও ১৩টি নিউট্রন
খ. ১১টি প্রোটন ও ১২টি নিউটন
গ. ১২ টি প্রোটন ও ১১টি নিউটন
ঘ. ১৩টি প্রোটন ও ১০টি নিউটন
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রোটনের-
ক. পজেটিভ চার্জ আছে
খ. পজেটিভ ও নেগেটিভ এই দুই রকম চার্জই আছে
গ. পজেটিভ চার্জ নেই
ঘ. উপরের কোনোটিই সত্য নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ সিলিকনের পারমাণবিক সংখ্যা সংখ্যা কত?
ক. ১০
খ. ১২
গ. ১৪
ঘ. ১৬
উত্তরঃ গ

সাধারণ বিজ্ঞান, রসায়ন, পর্যায় সারণি:

প্রশ্নঃ নিস্ক্রিয় গ্যাস নয়–
ক. অক্সিজেন
খ. নিয়ন
গ. হিলিয়াম
ঘ. আর্গন
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি অণু গঠন করেনা
ক. নিয়ন
খ. আর্গন
গ. ফ্লোরিন
ঘ. ক ও খ উভয়ই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন মৌলটি সবচেয়ে বেশি নিষ্ক্রিয় (Inter)?
ক. H
খ. He
গ. N
ঘ. O
উত্তরঃ খ

প্রশ্নঃ বিজ্ঞানী ডর্ন ১৯০০ রেডিয়ামের তেজস্ক্রিয় বিভাজন হতে আবিষ্কার করেন
ক. রেডন
খ. জেনন
গ. নিয়ন
ঘ. আর্গন
উত্তরঃ ক

প্রশ্নঃ টিউবলাইটে সাধারণত কোন গ্যাস ব্যবহার করা হয়?
ক. নাইট্রোজেন
খ. আরগন
গ. ক্রিপটন
ঘ. সোডিয়াম
উত্তরঃ খ

প্রশ্নঃ সবচেয়ে হালকা গ্যাস কোনটি?
ক. হাইড্রোজেন
খ. হিলিয়াম
গ. নাইট্রোজেন
ঘ. আর্গন
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন মৌলিক গ্যাস সবচেয়ে ভারী?
ক. রেডন
খ. জেনন
গ. নিয়ন
ঘ. আর্গন
উত্তরঃ ক

প্রশ্নঃ হাইড্রোজেন অপেক্ষাকৃত হালকা হওয়া সত্ত্বেও কোন হিলিয়াম দ্বারা বেলুন ভর্তি করা হয়?
ক. হিলিয়াম সহজলভ্য
খ. হিলিয়াম গ্যাসের দাম কম
গ. হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস
ঘ. উপরের সবকটিই
উত্তরঃ গ

প্রশ্নঃ সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতরে কি গ্যাস সাধারণত ব্যবহার করা হয়?
ক. নাইট্রোজেন
খ. হিলিয়াম
গ. নিয়ন
ঘ. অক্সিজেন
উত্তরঃ ক

প্রশ্নঃ ফটোগ্রাফিক ফ্লাশ লাইটে প্রধানত কোন গ্যাস ব্যবহৃত হয়?
ক. He
খ. Ne
গ. Xe
ঘ. Ar
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি নোবেল গ্যাস নহে?
ক. ওজোন
খ. হিলিয়াম
গ. নিয়ন
ঘ. আর্গন
উত্তরঃ ক

প্রশ্নঃ IIA উপশ্রেণীর মৌসমূহের হাইড্রোক্সাইডসমূহ কেমন?
ক. অম্লধর্মী
খ. ক্ষারধর্মী
গ. নিরপেক্ষ
ঘ. উভধর্মী
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি অ্যালকালি মেটাল?
ক. ম্যাগনেশিয়াম
খ. অ্যালুমিনিয়াম
গ. ক্যালশিয়াম
ঘ. সোডিয়াম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ হাইড্রোজেন মৌলের অণুতে পরমাণুর সংখ্যা
ক. এক
খ. দুই
গ. তিন
ঘ. চার
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!