প্রশ্নঃ গ্যালভানাইজিং এর কাজে ব্যবহৃত হয় কোন ধাতু?
ক. কপার
খ. সিলভার
গ. অ্যালুমিনিয়াম
ঘ. জিংক
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ইস্পাত সাধারণ লোহা থেকে ভিন্ন, কারণ এতে-
ক. বিশেষ ধরনের আকরিক ব্যবহার করা হয়েছে
খ. সুনিয়ন্ত্রিত পরিমান কার্বন রয়েছে
গ. লোহাকে টেম্পারিং করা হয়েছে
ঘ. সব বিজাতীর দ্রব্য বের করে দেয়া হয়েছে
উত্তরঃ খ
প্রশ্নঃ FeSO4.7H2O
ক. Mohir’s Salt
খ. Epsom Salt
গ. Green Vitriol
ঘ. Blue Vitriol
উত্তরঃ গ
প্রশ্নঃ তামার সাথে নিচের কোনটি মেশালে পিতল হয়?
ক. নিকেল
খ. টিন
গ. সিসা
ঘ. দস্তা (জিঙ্ক)
উত্তরঃ ঘ
প্রশ্নঃ স্টেইনলেস স্টীলের অন্যতম উপাদান–
ক. তামা
খ. দস্তা
গ. ক্রোমিয়াম
ঘ. এলুমিনিয়াম
উত্তরঃ গ
প্রশ্নঃ সর্বাপেক্ষা ভারী তরল কোনটি?
ক. সরিষার তেল
খ. পারদ
গ. নারিকেল তেল
ঘ. পানি
উত্তরঃ খ
প্রশ্নঃ প্লাষ্টার অফ প্যারিস বলা হয়-
ক. শুষ্ক ক্যালসিয়াম সালফেটকে
খ. শুষ্ক ক্যালসিয়াম কার্বনেটকে
গ. দুই অণু পানি সহযোগে গঠিত ক্যালসিয়াম সালফেটের অণুকে
ঘ. দুই অণু পানি সহযোগে গঠিত ক্যালসিয়াম কার্বনেটের অণুকে
ঙ. কোনটিই নয়
উত্তরঃ ঙ
সাধারণ বিজ্ঞান, রসায়ন, পদার্থের অবস্থা ও পরিবর্তন:
প্রশ্নঃ নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন?
ক. লোহা যখন ঘর্ষণের দ্বারা চুম্বকত্ব প্রাপ্ত হয়
খ. পানিকে তাপ দিলে যখন বাষ্পে পরিণত হয়
গ. চিনিকে যখন পানিতে দ্রবীভূত করা হয
ঘ. বহুদিন আর্দ্র বাতাসে এক টুকরা লোহাকে রেখে দিলে যখন মরিচা পড়ে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বায়ু একটি-
ক. মৌলিক পদার্থ
খ. মিশ্র পদার্থ
গ. যৌগিক পদার্থ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্নয় করা যায়?
ক. ঘনীভবন
খ. বাষ্পীভবন
গ. গলনাংক
ঘ. স্ফুটনাংক
উত্তরঃ গ
প্রশ্নঃ সর্বাপেক্ষা হালকা গ্যাস–
ক. অক্সিজেন
খ. হাইড্রোজেন
গ. র্যাডন
ঘ. নাইট্রোজেন
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের কোনটি মৌল নয় আবার যৌগও নয়?
ক. বায়ু
খ. নিকেল
গ. শর্করা
ঘ. গোল্ড
উত্তরঃ ক
প্রশ্নঃ নিচের কোন উক্তিটি সঠিক?
ক. বায়ু একটি যৌগিক পদার্থ
খ. বায়ু বলতে অক্সিজেন ও নাইট্রোজেনকেই বুঝায়
গ. বায়ু একটি মিশ্র পদার্থ
ঘ. বায়ু একটি মৌলিক পদার্থ
উত্তরঃ গ
প্রশ্নঃ নিচের কোনটি রাসায়নিক পবিরর্তন নহে?
ক. দুধকে ছানায় পরিণত করা
খ. লোহাকে চুম্বকে পরিণত করা
গ. লোহায় মরিচা ধরা
ঘ. দিয়াশলাইয়ের কাঠি জ্বালানো
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনো কোনো কঠিন পদার্থ উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হয়। এ প্রক্রিয়াকে বলা হয়-
ক. গলন
খ. উর্ধ্বপাতন
গ. বাষ্পীভবন
ঘ. রাসায়নিক পরিবর্তন
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি মৌলিক পদার্থ?
ক. চিনি
খ. নিয়ন
গ. পানি
ঘ. লবণ
উত্তরঃ খ
প্রশ্নঃ প্রকৃতিতে প্রাপ্ত মৌলিক পদার্থের সংখ্যা-
ক. ৮৯
খ. ৯০
গ. ৯১
ঘ. ৯২
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন পদার্থ প্রকৃতিতে কঠিন, তরলও বায়বীয় এই তিন অবস্থাতেই পাওয়া যায়?
ক. লবণ
খ. পারদ
গ. পানি
ঘ. কর্পূর
উত্তরঃ গ
প্রশ্নঃ কোনটি পদার্থ?
ক. বাতাস
খ. বিদ্যুৎ
গ. তাপ
ঘ. আলো
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি মিশ্র পদার্থ
ক. বায়ু
খ. পানি
গ. কার্বন ডাই অক্সাইড
ঘ. লবণ
উত্তরঃ ক
প্রশ্নঃ সবচেয়ে হালকা কোনটি?
ক. হাইড্রোজেন
খ. লিথিয়াম
গ. রেডিয়াম
ঘ. ব্রোমিন
উত্তরঃ ক
প্রশ্নঃ মৌলিক পদার্থ কোনটি?
ক. পিতল
খ. জল
গ. বাতাস
ঘ. লোহা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোনটি মৌলিক পদার্থ নহে?
ক. ডায়মন্ড
খ. সাদা ফসফরাস
গ. রম্বিক সালফার
ঘ. ফসফিন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোনটি মৌলিক পদার্থ নয়?
ক. সোনা
খ. রূপা
গ. তামা
ঘ. ইস্পাত
উত্তরঃ ঘ
প্রশ্নঃ পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা-
ক. ১০৯
খ. ৯৫
গ. ১৩৬
ঘ. ২০৪
ঙ. কোনটিই নয়
উত্তরঃ ঙ
প্রশ্নঃ পানি এ দুটোর সংমিশ্রণে একটি কম্পাউন্ড-
ক. অক্সিজেন ও হাইড্রোজেন
খ. অক্সিজেন ও নাইট্রোজেন
গ. হাইড্রোজেন ও নাইট্রোজেন
ঘ. অক্সিজেন ও হিলিয়াম
উত্তরঃ ক
প্রশ্নঃ নিচের কোনটি উর্ধ্বপাতিত হয় না?
ক. বেনজিয়ক এসিড
খ. নিশাদল
গ. বেনজিন
ঘ. আয়োডিন
উত্তরঃ গ
প্রশ্নঃ নিচের কোনটি যৌগিক পদার্থ?
ক. সোনা
খ. বালু ও চিনির মিশ্রণ
গ. পানি
ঘ. অক্সিজেন ও হিলিয়াম
উত্তরঃ গ
প্রশ্নঃ নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন?
ক. বরফ গলে পানি হওয়া
খ. তাপ দিয়ে মোম গলানো
গ. লোহায় মরিচা ধরা
ঘ. চিনি পানিতে দ্রবীভূত হওয়া
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)