রসায়ন-০৭

প্রশ্নঃ ফটোস্ট্যাট মেশিনে ব্যবহৃত মৌলিক পদার্থটির নাম কি?
ক. সোডিয়াম
খ. সেলিনিয়াম
গ. মলিবডেনাম
ঘ. রুবিয়াম
উত্তরঃ খ

প্রশ্নঃ Common ore of iron is
ক. Bauxite
খ. Pyrite
গ. Garnet
ঘ. Haematite
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বৈদ্যুতিক ইস্ত্রি এবং হিটারে ব্যবহৃত হয়-
ক. টাংস্টেন তার
খ. নাইক্রোম তার
গ. এন্টিমনি তার
ঘ. কপার তার
উত্তরঃ খ

প্রশ্নঃ গ্যালভানাইজিং হলো লোহার উপর-/Galvanizing-এ কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়?
ক. তামার প্রলেপ
খ. গ্রীজের প্রলেপ
গ. দস্তার প্রলেপ
ঘ. রং-এর প্রলেপ
উত্তরঃ গ

প্রশ্নঃ পিতলের উপাদান হল–
ক. তামা ও টিন
খ. তামা ও নিকেল
গ. তামা ও সীসা
ঘ. তামা ও দস্তা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ থার্মোমিটার পারদ ব্যবহার করা হয় কারণ-
ক. গলনাঙ্ক কম
খ. স্ফুটনাংক বেশি
গ. একমাত্র তরল ধাতু
ঘ. অল্প তাপে আয়তন অনেক বেশি বৃদ্ধি পায়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি সবচেয়ে ভারী ধাতু?
ক. লোহা
খ. পারদ
গ. প্লাটিনাম
ঘ. নিকেল
উত্তরঃ খ

প্রশ্নঃ স্টেইনলেস স্টীলে লোহার সাথে কোন ধাতু মেশানো হয়?
ক. অ্যালমিনিয়াম ও তামা
খ. তামা ও দস্তা
গ. নিকেল ও ক্রোমিয়াম
ঘ. দস্তা ও অ্রালুমিনিয়াম
উত্তরঃ গ

প্রশ্নঃ Soda-lime is-
ক. NaOH.2H2O
খ. NaOH.CaO
গ. NaOH.NaO
ঘ. CaO.NaO
উত্তরঃ খ

প্রশ্নঃ সাত অণূ পানি সহযোগে গঠিত জিংক সালফেটের অণূকে কি বলা হয়?
ক. সবুজ ভিট্রিয়ল
খ. সাদা ভিট্রিয়ল
গ. নীল ভিট্রিয়ল
ঘ. লাল ভিট্রিয়ল
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন ধাতু দিয়ে তার বানানো সহজতর?
ক. টিন
খ. সিসা
গ. তামা
ঘ. দস্তা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘পাঠক’ শব্দটি কোন শ্রেণীর ধাতু থেকে গঠিত?
ক. দেশী
খ. সংস্কৃত মূল
গ. বিদেশী
ঘ. খাঁটি বাংলা
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি ধাতুর বৈশিষ্ট্য নয়?
ক. চাকচিক্য (উজ্জ্বলতা) বেশি
খ. তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা বেশি
গ. নমনীয়তা বেশি
ঘ. ঘনত্ব কম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন ধাতুর গলনাঙ্ক সবচেয়ে কম?
ক. দস্তা
খ. সীসা
গ. লোহা
ঘ. পারদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বৈদ্যুতিক হিটার বা ইস্ত্রিতে কোন ধাতুর তার ব্যবহার করা হয়?
ক. তামা
খ. নাইক্রোম
গ. স্টেনিয়াম
ঘ. প্লাটিনাম
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে?
ক. লিথিয়াম
খ. ইউরেনিয়াম
গ. জার্মেনিয়াম
ঘ. পারদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সংকর ধাতু কাঁসার উপাদান কি কি?
ক. তামা ও টিন
খ. তামা ও লোহা
গ. তামা ও দস্তা
ঘ. তামা ও নিকেল
উত্তরঃ ক

প্রশ্নঃ লোহার গ্যালভানাইজিং বলতে বুঝায়-
ক. লোহার উপর লেডের প্রলেপ দেয়া
খ. লোহাকে ইস্পাতে পরিণত করে তার উপর কালো রং এর প্রলেপ দেয়া
গ. লোহার উপর কপারের প্রলেপ দেয়া
ঘ. লোহাকে বিগলিত জিংকের মধ্যে ডুবিয়ে তার উপর জিংকের প্রলেপ দেয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সবচেয়ে হালকা ধাতু—
ক. হাইড্রোজেন
খ. লিথিয়াম
গ. রেডিয়াম
ঘ. ব্রোমিন
উত্তরঃ খ

প্রশ্নঃ বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি ধাতু দিয়ে তৈরি?
ক. সংকর ধাতু দিয়ে
খ. সীসা দিয়ে
গ. টাংস্টেন ধাতু দিয়ে
ঘ. তামা দিয়ে
উত্তরঃ গ

প্রশ্নঃ সংকর ধাতু পিতলের উপাদান হল/ব্রাস–ধাতুর সংকর।
ক. তামা ও টিন
খ. তামা ও দস্তা
গ. তামা ও নিকেল
ঘ. তামা ও সীসা
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন ধাতুকে পোড়ালে উজ্জ্বল হলুদ বর্ণের শিখা উৎপন্ন করে?
ক. পটাশিয়াম
খ. ক্যালসিয়াম
গ. সোডিয়াম
ঘ. ম্যাগনেসিয়াম
উত্তরঃ গ

প্রশ্নঃ Brass is an alloy of-
ক. Copper & Tin
খ. Copper,Tin & Phosphoras
গ. Zinc & Copper
ঘ. Zinc, Copper,Tin & Phosphoras
উত্তরঃ গ

প্রশ্নঃ লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয়–
ক. তামা
খ. দস্তা
গ. রূপা
ঘ. এলুমিনিয়াম
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন কোন স্থানে সলিড ফিনাইল ব্যবহার করা হয়?
ক. পায়খানায়, প্রসাব খানায়
খ. গোছলখানায়
গ. পুকুরে
ঘ. নালায়
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন ধাতু পানি অপেক্ষা হালকা?
ক. ম্যাগনেসিয়াম
খ. ক্যালসিয়াম
গ. সোডিয়াম
ঘ. পটাসিয়াম
উত্তরঃ গ

প্রশ্নঃ এলুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কি বলে?
ক. ফিটকিরি
খ. চুন
গ. সেভিং সোপ
ঘ. কস্টিক সোডা
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
ক. গ্লিসারিন
খ. ফিটকিরি
গ. সোডিয়াম ক্লোরাইড
ঘ. ক্যালসিয়াম কার্বনেট
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কাপড় কাঁচা সোডার রাসায়নিক সংকেত কি?
ক. NH4OH
খ. CuSO45H2O
গ. Na2CO3.5H2O
ঘ. Na2CO3.10H2O
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ব্রোঞ্জ কোন দুটি ধাতুর সমন্বয়ে গঠিত?
ক. তামা ও লোহা
খ. তামা ও টিন
গ. সিলভার ও দস্তা
ঘ. সিলভার ও এলুমিনিয়াম
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!