জন্ম : ২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ , ৭ মে ১৮৬১ সাল । কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে।
রবীন্দ্রনাথের পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন সারদা দেবী । তিনি ছিলেন বাবা মায়ের চতুর্দশতম সন্তান এবং অষ্টম পুত্র । রবীন্দ্রনাথের পূর্ব পুরুষদের আদিবাস ছিল খুলনার পিঠাভোগ ও দক্ষিণডিহি অঞ্ছলে। ঠাকুর পরিবারের আসল পদবি ছিল ” কুশারি “।
মাত্র ২২ বছর বয়সে খুলনার দক্ষিণডিহি গ্রামের মেয়ে ভবতারিণী দেবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্দ হন । পরে ভবতারিণীর নাম পরিবর্তন করে মৃণালিনী রাখা হয় । ১৯১২ সালে ইংল্যান্ড গমনকালে জাহাজে বসে ‘গীতাঞ্জলি’ কাব্য ও অন্যান্য কাব্য থেকে কিছু কবিতা ইংরেজিতে অনুবাদ করে ” Song offerings ” নামে ১৯১২ সালে গ্রন্থকারে প্রকাশ করেন।
“Song offerings” এর ভূমিকা লেখেন ইংরেজি কবি W.B Yeats । ভানুসিংহঠাকুর তার ছদ্মনাম । তার চৈনিক ছদ্মনাম ‘ চু তেন তান ‘। “Song offerings” গ্রন্থের জন্য ১৯১৩ সালে প্রথম এশীয় এবং প্রথম ভারতীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পান । ১৯১৫ সালের ৩ জুন ব্রিটিশ সরকার তাকে ” নাইট বা স্যার ” উপাধি প্রদান করেন এবং ১৯১৯ সালের পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি বর্জন করেন ।
গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী – রবীন্দ্রনাথ ঠাকুর :
০১। ঠাকুর পরিবারের আসল পদবী কি ছিল ? = কুশারী ।
০২। রবীন্দ্রনাথের জন্ম বাংলা কত তারিখে ? = ২৫ বৈশাখ ১২৬৮ ।
০৩। রবীন্দ্রনাথের পূর্ব পুরুষদের আদিবাস কোথায় ছিল ? = খুলনার পিঠাভোগ ও দক্ষিণডিহি অঞ্ছলে ।
০৪। রবীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তী জন্ম – শতবার্ষিকী কখন পালিত হবে ? = ২১৬১ সালে ।
০৫। ‘গীতাঞ্জলি’ কাব্যের ইংরেজি অনুবাদের নাম কি ? = Song offerings .
০৬। ‘ সার্ধশত ’ কথাটির অর্থ কি ? = ১৫০ ।
০৭। রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেন কোন সালে ? = ১৯১৯ সালে ।
০৮। রবীন্দ্রনাথ বাংলা কত সালে মৃত্যুবরণ করেন ? = ২২ শ্রাবণ , ১৩৪৮ বঙ্গাব্দ ।
০৯। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল লাভ করেন ? = নভেম্বর , ১৯১৩ সালে ।
১০। গীতান্জলি কাব্যের ইংরেজি অনুবাদকের নাম কি ? = W.B. Yeats .
১১ । রবীন্দ্রনাথের চৈনিক ছদ্ম নাম কি ? = চু তেন তান ।
১২ । ‘ ভানুসিংহ ঠাকুরের পদাবলি ’ কোন ভাষায় লিখিত ? = ব্রজবুলি ।
১৩ । রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি ? = বৌঠাকুরাণীর হাট ।
১৪ । ‘ শেষের কবিতা ’ রবীন্দ্রনাথের একটি – = উপন্যাস ।
১৫ । ‘ ঘরে – বাইরে ’ উপন্যাসটির লেখক কে ? = রবীন্দ্রনাথ ঠাকুর ।
১৬ । ‘ গোরা ’ রবীন্দ্রনাথের কোন ধরনের উপন্যাস ? = রাজনৈতিক ।
১৭ । ‘ শেষলেখা ’ রবীন্দ্রনাথের কোন ধরনের লেখা ? = উপন্যাস ।
১৮ । বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্বিক উপন্যাস কোনটি ? = চোখের বালি ।
১৯ । স্বদেশী আন্দোলনের পটভুমিতে রচিত রবীন্দ্রনাথের উপন্যাস কোনটি ? = ঘরে – বাইরে ।
২০ । শর্মিলা ও উর্মিলা কোন উপন্যাসের চরিত্র ? = দুইবোন ।
২১ । শেষের কবিতা রবীন্দ্রনাথের কোন ধরনের উপন্যাস ? = রোমান্টিক ।
২২ । অমিত ও লাবণ্য কোন উপন্যাসের চরিত্র ? = শেষের কবিতা ।
২৩ । ‘ চতুরঙ্গ ’ রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা ? = উপন্যাস ।
২৪ । ‘ নৌকাডুবি ’ উপন্যানসের লেখক কে ? = রবীন্দ্রনাথ ঠাকুর ।
২৫ । রক্তকরবী নাটকটির রচয়িতা কে ? = রবীন্দ্রনাথ ঠাকুর ।
২৬ । রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকটি কাজী নজরুলকে উৎসর্গ করেন ? = বসন্ত ।
২৭ । ‘ বলাকা ’ রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা ? = নাটক ।
২৮ । রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা কোন নাটকটি নেতাজী সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন ? = তাসের ঘর ।
২৯ । ‘ ডাকঘর ’ নাটকটির রচয়িতা কে ? = রবীন্দ্রনাথ ঠাকুর ।
৩০ । রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নাটকটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেন ? = কালের যাত্রা ।
৩১ । ‘ বিসর্জন ’ নাটকটি কার রচিত ? = রবীন্দ্রনাথ ঠাকুর ।
৩২ । ‘ শেষরক্ষা ’ রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা ? = প্রহসন ।
৩৩ । ‘ চিরকুমার সভা ’ প্রহসনটির লেখক কে ? = রবীন্দ্রনাথ ঠাকুর ।
৩৪ । রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত ছোটগল্প কোনটি ? = ভিখারিণী ।
৩৫ । রবীন্দ্রনাথের প্রথম সার্থক ছোটগল্প কোনটি ? = দেনা পাওনা ( এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প । ।
৩৬ । বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্পকার কে ? = রবীন্দ্রনাথ ঠাকুর ।
৩৭ । ‘ গল্পগুচ্চের ’ লেখক কে ? = রবীন্দ্রনাথ ঠাকুর ।
৩৮ । ‘ পোস্টমাস্টার ’ রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা ? = সামাজিক ছোটগল্প ।
৩৯ । রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি ? = বনফুল ।
৪০ । ‘ নির্ঝরের স্বপ্নভঙ্গ ’ কবিতাটির লেখক কে ? = রবীন্দ্রনাথ ঠাকুর ।
৪১ । রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য কোনটি ? = সন্ধাসঙ্গীত ।
৪২ । ‘ খেয়া ’ রবীন্দ্রনাথের একটি – = কাব্যগ্রন্থ ।
৪৩ । রবীন্দ্রনাথ ঠাকুর ‘ পূরবী ’ কাব্যটি কাকে উৎসর্গ করেন ? = ভিক্টোরিয়া ওকাম্পো ।
৪৪ । স্তীর মৃত্যুকে উপলক্ষ করে রবীন্দ্রনাথ ঠাকুর কোন রচনাটি রচনা করেন ? = নৈবেদ্য ।
৪৫ । ‘ সোনার তরী ’ কাব্যের লেখক কে ? = রবীন্দ্রনাথ ঠাকুর ।
৪৬ । সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত ? = মাত্রাবৃত্ত ।
৪৭ । ‘ হিং টিং ছট ’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া ? = সোনার তরী
৪৮ । রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি ? = শেষ লেখা ।
৪৯ । ভানুসিংহ ঠাকুর এর পদাবলী এর রচয়িতা কে ? = রবীন্দ্রনাথ ঠাকুর ।
৫০ । ‘ বিদায় অভিশাপ ’ কবিতাটি কার লেখা ? = রবীন্দ্রনাথ ঠাকুর ।
৫১ । ‘ উর্বশী ’ কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্যের অন্তগত ? = চিত্রা ।
৫২ । ‘ ছবি ’ কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্যের অন্তগত ? = বলাকা ।
৫৩ । ‘ জীবনের জলছবি ’ কবিতার রচয়িতা কে ? = রবীন্দ্রনাথ ঠাকুর ।
৫৪ । রবীন্দ্রনাথের আত্মজীবনীর নাম কি ? = জীবনস্মৃতি ।
৫৫ । ‘ পঞ্চভূত ’ কার লেখা ? = রবীন্দ্রনাথ ঠাকুর ।
৫৬ । ‘ ছিন্নপত্র ’ রচনাটি কোন শ্রেণীর ? = আত্ম কথন ।
৫৭ । আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে ? = রবীন্দ্রনাথ ঠাকুর ।
৫৮ । রবীন্দ্রনাথকে কবিগুরু উপাধি প্রধান করেন কে ? = ক্ষিতিমোহন সেন ।
৫৯ । রবীন্দ্রনাথকে গুরুদেব উপাধি প্রধান করেন কে ? = মহাত্বা গান্ধী ।
৬০ । রবীন্দ্রনাথকে বিশ্বকবি উপাধি প্রধান করেন কে ? = ব্রহ্মবান্ধব উপাধ্যায় ।