মোবাইল ফোন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

০১। মোবাইল ফোনের জনক- ড. মার্টিন কুপার ।

০২। ড. মার্টিন কুপার কোন কোম্পানির গবেষক ছিলেন- মটোরোলা ।

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

০৩। সর্বপ্রথম কোন দেশে মোবাইল ফোন চালু হয়- জাপান ।

০৪। কোন কোম্পানি সর্বপ্রথম মোবাইল ফোন বাজারজাত করে- মটোরোলা ।

০৫। মটোরোলা কোম্পানির বাজারজাতকৃত সর্বপ্রথম মোবাইলটির নাম- Dyna Tac 800X.

০৬। SIM এর পূর্ণরুপ- Subcriber Identity Module.

০৭। SMS এর পূর্ণরুপ- Short Message Service.

০৮। MMS এর পূর্ণরুপ- Multimedia Message Service.

০৯। বাংলাদেশের কোন মোবাইল অপারেটর একমাত্র CDMA পদ্ধতী ব্যবহার করে- সিটিসেল।

১০। কোন প্রজন্ম থেকে মোবাইল ফোনে SMS সেবা চালু হয়- দ্বিতীয়।

১১। SMS এর জনক- ম্যাট্রি ম্যাক্কোনেন ।

১২। সর্বপ্রথম কোন দেশে মোবাইল দিয়ে ব্যাক্তি থেকে ব্যাক্তি টেক্সট মেসেজ (SMS) পাঠানো হয়- ফিনল্যান্ড (১৯৯৩) ।

১৩। সর্বপ্রথম তৈরিকৃত ড. মার্টিন কুপারের মোবাইল ফোনটির ওজন ছিল- প্রায় ১ কেজি (১৯৭৩)।

১৪। কোন দেশে গাড়ির সাথে প্রথম মোবাইল ফোন ব্যবহারিত হয়- যুক্তরাষ্ট্র (১৯৪৬) ।

১৫। সর্বপ্রথম মোবাইল ফোনে কথা বলেন- ড. মার্টিন কুপার ও ড. জোয়েল এস এনজেল।


আরো পড়ুন:


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!