০১। মোবাইল ফোনের জনক- ড. মার্টিন কুপার ।
০২। ড. মার্টিন কুপার কোন কোম্পানির গবেষক ছিলেন- মটোরোলা ।
০৩। সর্বপ্রথম কোন দেশে মোবাইল ফোন চালু হয়- জাপান ।
০৪। কোন কোম্পানি সর্বপ্রথম মোবাইল ফোন বাজারজাত করে- মটোরোলা ।
০৫। মটোরোলা কোম্পানির বাজারজাতকৃত সর্বপ্রথম মোবাইলটির নাম- Dyna Tac 800X.
০৬। SIM এর পূর্ণরুপ- Subcriber Identity Module.
০৭। SMS এর পূর্ণরুপ- Short Message Service.
০৮। MMS এর পূর্ণরুপ- Multimedia Message Service.
০৯। বাংলাদেশের কোন মোবাইল অপারেটর একমাত্র CDMA পদ্ধতী ব্যবহার করে- সিটিসেল।
১০। কোন প্রজন্ম থেকে মোবাইল ফোনে SMS সেবা চালু হয়- দ্বিতীয়।
১১। SMS এর জনক- ম্যাট্রি ম্যাক্কোনেন ।
১২। সর্বপ্রথম কোন দেশে মোবাইল দিয়ে ব্যাক্তি থেকে ব্যাক্তি টেক্সট মেসেজ (SMS) পাঠানো হয়- ফিনল্যান্ড (১৯৯৩) ।
১৩। সর্বপ্রথম তৈরিকৃত ড. মার্টিন কুপারের মোবাইল ফোনটির ওজন ছিল- প্রায় ১ কেজি (১৯৭৩)।
১৪। কোন দেশে গাড়ির সাথে প্রথম মোবাইল ফোন ব্যবহারিত হয়- যুক্তরাষ্ট্র (১৯৪৬) ।
১৫। সর্বপ্রথম মোবাইল ফোনে কথা বলেন- ড. মার্টিন কুপার ও ড. জোয়েল এস এনজেল।
আরো পড়ুন:
- বাংলা সাহিত্যের সাময়িকপত্র ও সম্পাদক
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)
- কোন ভিটামিনের অভাবে কি রোগ হয়??
- মানবদেহ সম্পর্কে কিছু তথ্য
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম