০১। মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন কে?
–
উত্তরঃ আব্দুল মান্নান।
–
০২। শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে কত দফা দাবি পেশ করেন?
–
উত্তরঃ ৪ দফা।
–
০৩। গণহত্যা দিবস প্রথম পালিত হয় কতসালে?
–
উত্তরঃ ২০১৭ সালে।
–
০৪। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ কোনটি?
–
উত্তরঃ পোল্যান্ড।
–
০৫। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নং সেক্টরের অধিনে ছিল?
–
উত্তরঃ ২ নং সেক্টর।
–
০৬। বাংলাদেশের প্রথম স্বাধীন জেলা কোনটি?
–
উত্তরঃ যশোর।
–
০৭। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভে ভেটো প্রদান করে কোন দেশ?
–
উত্তরঃ চীন।
–
০৮। বাংলাদেশ ছাড়া আর যে দেশের স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে?
–
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
–
০৯। সর্বকনিষ্ট খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা কে?
–
উত্তরঃ শহীদুল ইসলাম লালু।
–
১০। মুক্তিযুদ্ধ দিবস কত তারিখে পালন করা হয়?
–
উত্তরঃ ১ ডিসেম্বর।
আরো পড়ুন:
- ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)
- লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য ও গুরুত্ব
- ১৯৭০ সালের নির্বাচন, গুরুত্ব ও ফলাফল
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম