মাধ্যমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান: ২০১৯

বাংলা অংশের সমাধান:

০১| নিচের কোনটি জীবনানন্দ দাশের রচনা?
®__ঝড়াপালক(কাব্যগ্রন্থ)

০২|”বিসর্জন”রবীন্দ্রনাথের—-?
®__কাব্যনাট্য

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

০৩| “নদী ও নারী”উপন্যাসের রচয়িতা?
®__হুমায়ুন কবির

০৪| মধ্যযুগের বাংলাভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন—?
®__শ্রীকৃষ্ণকীর্তন

০৫| বসন্তকুমারীর নাট্যকার হলেন?
®__মীর মশাররফ হোসেন

০৬| “সতীময়না ও লোরচন্দ্রনী”আখ্যানের রচয়িতা?
®__দৌলত কাজী

০৭| ব্যাকরণ শব্দের সঠিক অর্থ?
®__বিশেষভাবে বিশ্লেষণ

০৮| নিচের কোনটি পর্তুগিজ শব্দ?
®__আলপিন

০৯| শব্দের মূলকে কী বলে?
®__ প্রকৃতি

১০| “দুর্গতি”এর সন্ধি বিচ্ছেদ?
®__দুঃ+গতি

১১| বিলাপ”শব্দের বিপরীত শব্দ?
®__ হাস্য

১২| উৎপত্তি অনুসারে শব্দ কত প্রকার?
®__৫ প্রকার

১৩| “পরাগ”বইটি নিয়ে যাও এখানে “পরাগ” হচ্ছে…..
®__ সম্বোধন পদ

১৪| তিনি ধনী কিন্তু কৃপণ কোন ধরনের বাক্য?
®__যৌগিক বাক্য

১৫| “বাই কুড়িয়ে বেল”বাগধারাটির অর্থ কী?
®__ক্ষুদ্র থেকে বড়

১৬| “যে আপনার রং লুকায়”এক কথায় হবে?
®__বর্ণচোরা

১৭| বাক্যের পরিসমাপ্তি বোঝাতে নিচের কোন চিহ্ন বসে?
®__দাঁড়ি

১৮| বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে?
®__ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

১৯| বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কতটি?
®__৩৯টি

২০| সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি?
®__ক্রিয়া ও সর্বনাম পদে

২১| “মনমাঝি”কোন সমাসের উদাহরণ?
®__রূপক কর্মধারয়

২২|”আগুন”এর সমার্থক শব্দ?
®__অনল

২৩| কোন বানানটি শুদ্ধ?
®__ইতঃপূর্বে

২৪| অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে কার?
®__উপসর্গের

২৫| “দুলনা”এর প্রকৃতি-প্রত্যয় কোনটি?
®__দুল+অনা(ক্রিয়াবাচক বলে অনা প্রত্যয় হয়েছে বিশেষ্য পদ হলে “না” প্রত্যয় হতো)

২৬| কারক কত প্রকার?
®__৬ প্রকার

২৭| বাংলা ভাষা ও সাহিত্যে প্রাচীন নিদর্শন কোনটি?
®__চর্যাপদ
®__সমাধান→রমজান(বি.এ অনার্স বাংলা)

২৮| বাংলা সাহিত্যে যুগ সন্ধিক্ষণের কবি কে?
®__ঈশ্বরচন্দ্র গুপ্ত

২৯| রবীন্দ্রনাথ কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান?
®__গীতাঞ্জলি

৩০| কোন সালে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়ে ফেলেন?
®__১৯৪১ সালে

৩১| কোন পত্রিকায় কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয়?
®__বিজলী(সাপ্তাহিক)

৩২| “কাঁদো নদী কাঁদো”কার রচনা?
®__সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস

৩৩| হুমায়ুন আহমেদের “শ্যামল ছায়া” এর পটভূমি?
®__১৯৭১ সালের মুক্তিযুদ্ধ

৩৪| “শেষের কবিতা” রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা?
®__উপন্যাস

৩৫| বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
®__মাইকেল মধুসূদন দত্ত

৩৬| “বনফুল”কোন কবির ছদ্মনাম?
®__বলাইচাঁদ মুখোপাধ্যায় এর

৩৭| “গৌড়ীয় ব্যাকরণ”কার রচনা?
®__রাজা রামমোহন রায়ের

৩৮|”স্বভাব কবি”বলা হয় কাকে?
®__গোবিন্দ্রচন্দ্র দাসকে

৩৯| “হুলিয়া কবিতাটির রচয়িতা কে?
®__নির্মেলেন্দু গুণ

৪০| “পাখি সব করে রব রাতি পোহাইলো”পঙ্ক্তিটির রচয়িতা?
®__মদনমোহন তর্কালঙ্কার

৪১| “মৈয়মনসিংহ গীতিকার”সংগ্রাহক কে ছিলেন?
®__চন্দ্রকুমার দে(সম্পাদক দীনেশচন্দ্র সেন)

৪২| “পায়ের আওয়াজ পাওয়া যায়” কাব্যনাট্যের রচয়িতা কে?
®__সৈয়দ শামসুল হক

৪৩| “পুতুল নাচের ইতিকথা”উপন্যাসের লেখক কে?
®__মানিক বন্দ্যোপাধ্যায়

৪৪| কবি শামসুর রাহমানের পৈত্রিক নিবাস কোথায়?
®__পাড়াতলী

৪৫| মুনীর চৌধুরীর কবর নাটকের পরিপ্রেক্ষিত হচ্ছে?
®__ভাষা আন্দোলন

৪৬| “সিরাজুম মুনীরা”কাব্যগ্রন্থের রচয়িতা?
®__ফররুখ আহমেদ

৪৭| কাজী নজরুল ইসলামের “আলেয়া”কোন ধরনের রচনা?
®__গীতিনাট্য

৪৮| কবিতার ছন্দ্র সাধারণত কত প্রকার?
®__৩ প্রকার(স্বরবৃত্ত,মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত)

৪৯| “মধুমালতী”কাব্যগ্রন্থের কবি হলে?
®__ সৈয়দ হামযা।

৫০| “মুকুন্দরাম চক্রবর্তী”রচিত কাব্যগ্রন্থের নাম কী?
®__চণ্ডীমঙ্গল


সাধারণ জ্ঞান অংশের সমাধান:

০১. ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক ছিলেন কে?
-চন্দ্রকুমার দে

০২. পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্য নাটকের রচয়িতা কে?
-সৈয়দ শামসুল হক

০৩. পুতুল নাচের ইতিকথা উপন্যাসের রচয়িতা কে?
-মানিক বন্দ্যোপাধ্যায়

০৪. কবি শামসুর রহমানের পৈতৃক নিবাস কোন গ্রামে?
-পাড়াতলী

০৫. মুনির চৌধুরীর কবর’ নাটকের প্রেক্ষাপট কি?
-ভাষা আন্দোলন

০৬. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয়?
-১৫ তম সংশোধনীতে

০৭. ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ?
-৮ ফাল্গুন

০৮. ছিয়াত্তরের মন্বন্তর বাংলা কত সালে?
-১১৭৬

০৯. কোনটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে বিবেচ্য নয়?
-সুন্দরবন

১০. একমাত্র খেতাবপ্রাপ্ত উপজাতি মুক্তিযোদ্ধার নাম কি?
-ইউ কে চিং

১১. মুক্তিযুদ্ধের সর্বশেষ শহীদ হন কোন বীরশ্রেষ্ঠ ?
-ক্যাপ্টেন মোহাম্মদ মহিউদ্দিন জাহাঙ্গীর

১২. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি?
-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

১৩. জাগ্রত চৌরঙ্গী ভাস্কর্যটি কোথায়?
-জয়দেবপুর

১৪. বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত?
-কুষ্টিয়া গ্রেড

১৫. সাত গম্বুজ মসজিদ কোথায়?
-মোহাম্মদপুর ঢাকা

১৬. বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কোথায়?
-সাভার

১৭. পাটের জিন আবিষ্কার করেন কে?
-ডা: মাকসুদুল আলম

১৮. বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান খাত কোনটি?
-তৈরি পোশাক

১৯. সেভেন সিস্টার্স বলতে কি বুঝায়?
-ভারতের সাতটি অঙ্গরাজ্য

২০. Statue of unity কোথায় অবস্থিত?
-ভারত

২১. অক্টোবর বিপ্লব কোন দেশে সংঘটিত হয়?
-রাশিয়া

২২. ডোনাল্ড ট্রাম্প কততম প্রেসিডেন্ট?
-৪৫ তম

২৩. বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করে কোন সংস্থা?
-UNESCO

২৪. হাইতির মুদ্রার নাম কি?
-গুর্দে

২৫. ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করে?
-ভারত ও চীন

২৬. সেন্ট হেলেনা দ্বীপ কোথায় অবস্থিত?
-আটলান্টিক মহাসাগরের

২৭. লোকসংখ্যায় বিশ্বের সবচেয়ে ছোট দেশ?
-ভ্যাটিকান সিটি

২৮. শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
-নেত্রকোনা

২৯. পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের নিয়োগকারী কে?
-রাষ্ট্রপতি

৩০. ভবদহ বিল কোথায়?
-যশোর

৩১. একুশে পদক 2019 পেয়েছেন?
-২১ জন

৩২. জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?
-পর্তুগাল

৩৩. বিশ্বের দীর্ঘতম নদী নাম কি?
-বিশ্বের দীর্ঘতম নদী- নীলনদ (৬৮২৫ কি.মি.), আফ্রিকা। ????বিশ্বের বৃহত্তম নদী- আমাজান, দ.আমেরিকা। (সবচেয়েবেশি পানি প্রবাহিত হয়।

৩৪. বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম কি?
-সাহারা

৩৫. ভারত কবে প্রজাতন্ত্রের পরিণত হয়?
– ২৬ জানুয়ারী, ১৯৫০।

৩৬. বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট?
-ইসাবেলা পেরন

৩৭. বিশ্ব মা দিবস কবে?
মে মাসের দ্বিতীয় “রবিবার”।


গণিত অংশের সমাধান:

০১। দুইটি সংখ্যার অনুপাত ৫ঃ৬ এবং তাদের গসাগু ৪ হলে লসাগু কত? উত্তরঃ ১২০

০২। ১৪৪এর কোন সংখ্যার ৪০%? উতরঃ ৩৬০

০৩। কঃখ=৪ঃ৫, খঃগ=২ঃ৩ এবং ক=৮০০ হলে গ=কত?
উত্তরঃ ১৫০০

০৪। তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুনফল ১২০ হলে, তাদের যোগফল কত? উত্তরঃ ১৫

০৫। ২, ৪,৮, ১৬, ৩২ _____ ২৫৬ ধারাটি – গুনোত্তর ধারা

০৬। ১,১,২,৩,৫,৮ ____ ধারাটির ১১তম পদ? উত্তরঃ ৮৯

০৭৷ একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য ৬ হলে এর ক্ষেত্রফল কত?
উত্তরঃ ১৮ বর্গমি

০৮। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১০সেমি হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল? উত্তরঃ ২৫%

০৯৷ ২টা ১৫মিনিটের সময় ঘন্টার কাটা ও মিনিটের কাটার মর্ধ্যবর্তী কোণ কত? উত্তরঃ ২২ ১/২

১০। ৫ একক ব্যাসার্ধবিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র হতে একটি জ্যা এর লম্বদূরত্ব ৪ একক হলে জ্যা এর দৈর্ঘ্য কত? উত্তরঃ ৬

১১। x2-y2 , x3-y3, x4+ x2y2+y4 এর গসাগু কত? উত্তরঃ ১

১২। কতজন ছাত্রকে ১২৫টি আম ও ১৪৫ টি লিচু সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? উত্তরঃ ৫

১৩৷ রহিমের আয় অপেক্ষা করিমের আয় ২৫% বেশি। করিমের আয় রহিমের আয় অপেক্ষা শতকরা কত কম? উত্তরঃ ২০টি

১৫। বার্ষিক সুদের হার ৫% থেকে হ্রাস পেয়ে ৪ ৩/৪% হওয়ায় এক ব্যক্তির ৪০টাকা আয় কমে গেল, তার মুলধন কত ছিল? উত্তরঃ ১৬০০০

১৬। ৪জন পুরুষ ৬ জন বালকের সমান কাজ করতে পারে। কতজন পুরুষ ২৪ জন বালকের সমান কাজ করতে পারবে? উত্তরঃ ১৬

১৭। কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০যোগ করলে যোগফল ৪এর বর্গ হবে? ৩৬

১৮। কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? উত্তরঃ ৩/৪

১৯৷ √৬০+√১৫-√১৩৫? উত্তরঃ ০

২০। ১৭দিন আগে করিম বলেছিল যে তার জন্মদিন আগামীকাল। আজ ২৩ তারিখ হলে তার জন্ম কোন তারিখ? উত্তরঃ ৭

২১। দুটি কোণের সমষ্টি এক সমকোণ হলে একটি কোণ অপরটির কোন কোণ? উত্তরঃ পূরক কোণ

২২। ০.১×০.০১×০.০০১
—————————— =কত? উত্তরঃ ১/৮
০.২×০.০৮×০.০০২

২৩। ৩+৬+৯+১২+—১২টি পদের যোগফল? উত্তরঃ২৩৪

২৪। x+y= √7 এবং x-y=√5 হলে 8ab ( a2+b2) এর মান কত?
উত্তরঃ #নোটঃ মান x,y দিয়ে দেয়া থাকলেও নির্ণয় করার মান a,b দিয়ে। তাই কোন অপশন ই হবে না। a,b এর স্থলে x,y থাকলে উত্তরঃ ২৪।

২৫। x2+y2+z2 = 5 এবং x+y-z=3 হলে yz+zx-xy এর মান কত? উত্তরঃ -২

২৬। ৫/৬ × ৬/৭÷ ১ ৩/৭ সাথে কত যোগ করলে যোগফল ১হবে? উত্তরঃ ১/২

২৭। 2x+3y=7, 5x-2y-8=0 হলে (x,y) এর মান কত?
উত্তরঃ (2,1)

২৮। x2- 4<_ 0 এর মান সমাধান কোনটি?
উত্তরঃ -2<_ x <_ 2

২৯। Logx°1/81 = -4 হলে x এর মান কত?
উত্তরঃ #নোটঃ প্রদত্ত অপশনে সঠিক উত্তর নেই।

৩০। একটি বর্গক্ষেত্রের একবাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত? উত্তরঃ ৪ঃ১

৩১। দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ৫১। তাদের পার্থক্যের এক -চতুর্থাংশ সমান ১৩। বৃহত্তম সংখ্যাটি কত? উত্তরঃ ৭৭

৩২। একটি ভগ্নাংশের হর ও লবের অনুপাত ৩ঃ২। লব হতে ৬ বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তা মুল ভগ্নাংশের ২/৩। ভগ্নাংশটির লব কত? উত্তরঃ ১৮


ইংরেজি অংশের সমাধান:

1) He said, Mr. Kamal “Good Morning”
Ans. He wished mr Kamal good morning.

2) correct sentence
Ans. One of my friends is a lawer.

3) antonym for honorary
Ans. Salaried.
4) may god help you
Ans. Optative sentence.
5) cattle is a
Ans. Collective noun.
6) girl is a
Ans. Common noun.
7) father put—— some money for his daughter
Ans. Aside.
8) vital is a
Ans. Adjective
9) a poem of fourteen lines
Ans. Sonnet
10) nota bene
Ans. mark well
11) i knew him passive voice..
Ans. He was known to me.
12) let it be done active form
Ans. Do it.
13) i can not……what u say.
Ans. Make out.
14) the examination——- before i reached the hall
Ans. Had started
15) swimming is a good exercise
Ans. Gerund.
16) i know better
Ans. Adverb.
17) medha was writing a letter
Ans. A letter was being written by Medha.
18) correct sentence
Why have u done this??
19) ecological is related to
Ans. Environment.
20) choose the correct spelling
Ans. Misspell
21) shakespeare is mostly famous for his
Ans. Plays.
22) the rime of the ancient mariner written by
Ans. S.t. coleridge
23) he is poor but honest
Ans. But is a conjunction.
24) many people of our country live— hand to mouth
Ans. From
25) milk is a—-food
Ans. Nutritious
26) specialist for heart disease
Ans. A cardiologist.
27) it is high time — the place
Ans. Left.
28) dogs bark..horses
Ans. Neigh
29
few and far between means
Ans. Rarely
30) tertiary
Ans. Third in order.
31) plural number
Ans. Data.
32) singular number
Ans. Phenomenon
33) dear verb
Ans. Endear
34) masculine gender
Ans.drone
35) feminine gender
Ans. Bitch
36) at last the beast in him got— upper
hand
Ans. The
37) i saw —beggar
Ans. A one eyed.
38) parent means
Ans. Father or mother.
39) he succeeded by dint— hard labour.
Ans. Of
40) a stitch in time— nine
Ans. Saves.
41) hardly means
Ans. Almost not.
42) correct sentence
Ans. The old man died yesterday.
43) the teacher is popular— his students
Ans. with
44) alexander fleming—+penicilin
Ans. Invented.
45) lunar is related to
Ans. Moon.
46) to read between the lines
Ans. To read carefully to find hidden meaning.
47) inimical antonym..
Ans. Friendly.
48. Related not to street
Ans. Lagoon.
49. Noun form of the word waste
Ans. Wastage


সমাধানে কোনো ভুল থাকলে Support-এ মেইল করার জন্য অনুরোধ রইল।

আরো পড়ুন:


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!