প্রশ্নঃ বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়-
ক. স্ট্রাটোস্ফিয়ার
খ. ট্রাপোস্ফিয়ার
গ. আয়নোস্ফিয়ার
ঘ. ওজোনস্তর
উত্তরঃ গ
প্রশ্নঃ বায়ুর কার্বন ডাই-অক্সাইড এর পরিমাণ কত?
ক. ০.০৩%
খ. ০.০২%
গ. ০.৮০%
ঘ. ২০.৭১%
উত্তরঃ ক
প্রশ্নঃ বায়ুর প্রধান দুটি উপাদান হলো-
ক. অক্সিজেন ও নাইট্রোজেন
খ. অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড
গ. অক্সিজেন ও হাইড্রোজেন
ঘ. অক্সিজেন ও কার্বন মনোক্সাইড
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন গ্রহের উপগ্রহের সংখ্যা বেশি?
ক. বৃহস্পতি
খ. ইউরেনাস
গ. শনি
ঘ. নেপচুন
উত্তরঃ ক
প্রশ্নঃ বায়ুমণ্ডলের যে স্তরে ওজোন স্তর রয়েছে-
ক. ট্রপোমণ্ডল
খ. স্ট্র্যাটোমণ্ডল
গ. আয়নমণ্ডল
ঘ. ট্রপোবিরতি
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি বায়ুর উপাদান?
ক. নাইট্রোজেন
খ. হাইড্রোজেন
গ. কার্বন
ঘ. ফসফরাস
উত্তরঃ ক
প্রশ্নঃ বায়ুমন্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে?
ক. ট্রপোমন্ডল (Troposphere)
খ. স্ট্রাটোমন্ডল (Stratosphere)
গ. মেসোমন্ডল (Mesosphere)
ঘ. তাপমন্ডল (Troposphere)
উত্তরঃ ক
প্রশ্নঃ উল্কা ও কসমিক কণার সন্ধান পাওয়া গিয়েছে-
ক. স্ট্র্যাটোমণ্ডলের উর্দ্ধস্তরে
খ. আয়নোমণ্ডলের উর্ধ্বস্তরে
গ. ট্রাপোমণ্ডলের উর্দ্ধস্তরে
ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ ওজোনস্তরের ফাটলের জন্যমুখ্যতঃ দায়ী কোন গ্যাস?
ক. ক্লোরো ফ্লোরো কার্বন
খ. কার্বন মনোক্সাইড
গ. কার্বন ডাই অক্সাইড
ঘ. মিথেন
উত্তরঃ ক
ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, বারিমণ্ডল:
প্রশ্নঃ জোয়ার-ভাটার প্রধান কারণ-
ক. সূর্যের আকর্ষণ
খ. পৃথিবীর আবর্তন
গ. চাঁদের আকর্ষণ
ঘ. বায়ুপ্রবাহ
উত্তরঃ গ
প্রশ্নঃ উষ্ণস্রোত ও শীতল স্রোতের মিলনে-
ক. কুয়াশা ও ঝড় হয়
খ. পানি ঠাণ্ডা হয়
গ. উপরের কোনটিই নয়
ঘ. ক ও খ উভয়ই
উত্তরঃ ক
প্রশ্নঃ জোয়ার ভাটার তেজকটাল কখন হয়?
ক. অমাবস্যায়
খ. একাদশীতে
গ. অষ্টমীতে
ঘ. পঞ্চমীতে
উত্তরঃ ক
প্রশ্নঃ জোয়ারের কত সময় পর ভাঁটা হয়?
ক. ৬ ঘন্টা ১৩ মিনিট
খ. ৮ ঘন্টা
গ. ১২ ঘন্টা
ঘ. ১৩ ঘন্টা ১৫ মিনিট
উত্তরঃ ক
প্রশ্নঃ জলভাগের পরিমান বেশি-
ক. উত্তর গোলার্ধে
খ. দক্ষিণ গোলার্ধে
গ. পূর্ব গোলার্ধে
ঘ. পশ্চিম গোলার্ধে
উত্তরঃ খ
প্রশ্নঃ সমুদ্রে দ্রাঘিমাংশ নির্নয়ের যন্ত্রের নাম—–
ক. ক্রনোমিটার
খ. কম্পাস
গ. সিসমোগ্রাফ
ঘ. সেক্সট্যান্ট
উত্তরঃ ক
প্রশ্নঃ সমুদ্র স্রোতের অন্যতম কারণ-
ক. বায়ু প্রবাহের প্রভাব
খ. সমুদ্রের পানিতে তাপের পরিচলন
গ. সমুদ্রের ঘূর্ণিঝড়
ঘ. সমুদ্রের পানিতে ঘনত্বের তারতম্য
উত্তরঃ ক
প্রশ্নঃ উপকূলে কোন একটি স্থানে পর পর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো-
ক. প্রায় ১২ ঘন্টা
খ. প্রায় ২৪ ঘন্টা
গ. প্রায় ৬ ঘন্টা
ঘ. চাঁদের তিথি অনুসারে ভিন্ন
উত্তরঃ ক
প্রশ্নঃ পৃথিবীতে কয়টি মাহাসাগর আছে-
ক. ৩টি
খ. ৪টি
গ. ৫টি
ঘ. ৬টি
উত্তরঃ গ
প্রশ্নঃ নিরক্ষীয় অঞ্চলের পানি-
ক. উষ্ণ ও হালকা
খ. উষ্ণ ও ভারী
গ. শীতল ও হালকা
ঘ. শীতল ও ভারী
উত্তরঃ ক
প্রশ্নঃ অষ্টমী তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাথে অবস্থান করে–
ক. একই সরলরেখায়
খ. সমকোণে
গ. আড়াআড়ি ভাবে
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ ভূ-পৃষ্টের সর্বনিম্ন স্থান কোথায় ও তার গভীরতা কত-
ক. আটলান্টিক মহাসাগরে এবং গভীরতা প্রায় ৪০১৩৭ ফুট
খ. ভারত মহাসাগরে এবং গভীরতা প্রায় ৩৭০০০ ফুট
গ. প্রশান্ত মহাসাগরে এবং গভীরতা প্রায় ৩৯১৯৯ ফুট
ঘ. উত্তর মহাসাগরে এবং গভীরতা প্রায় ৩৫১২০ ফুট
উত্তরঃ গ
প্রশ্নঃ সংক্ষিপ্ত পথে চলতে হলে জাহাজের চালককে কি অনুসরণ করতে হবে?
ক. সমুদ্রস্রোত
খ. ধ্রুব নক্ষত্র
গ. বায়ু প্রবাহের দিক
ঘ. অক্ষাংশ
উত্তরঃ ক
প্রশ্নঃ গভীরতম মহাসাগর-
ক. প্রশান্ত মহাসাগর
খ. ভারত মহাসাগর
গ. দক্ষিণ মহাসাগরে
ঘ. উত্তর মহাসাগর
উত্তরঃ ক
প্রশ্নঃ যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয়-
ক. চন্দ্রগ্রহণ
খ. সূর্যগ্রহণ
গ. অমাবস্যা
ঘ. পূর্ণিমা
উত্তরঃ খ
প্রশ্নঃ সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায়
ক. দ্বিগুণ
খ. তিনগুণ
গ. চারগুণ
ঘ. পাঁচগুণ
উত্তরঃ ক
প্রশ্নঃ প্রবল জোয়ারের কারণ, এ সময়-
ক. সুর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোণ করে থাকে
খ. চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে থাকে
গ. পৃথিবীর সূর্যের সবচেয়ে কাছে থাকে
ঘ. সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরলরেখায় থাকে
উত্তরঃ ঘ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)