প্রশ্নঃ গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় যে বিষাক্ত গ্যাস থাকে, তা হল-
ক. ইথিলিন
খ. পিরিডিন
গ. কার্বন মনোক্সাইড
ঘ. মিথেন
উত্তরঃ গ
প্রশ্নঃ যানবাহনের কালো ধোয়া কিভাবে পরিবেশকে দূষিত করে?
ক. বাতাসে কার্বন-ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে
খ. বাতাসে কার্বন মনোক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে
গ. বাতাসে সালফার-ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে
ঘ. বাতাসে ফ্লোরাইডের পরিমান বৃদ্ধি করে
উত্তরঃ খ
প্রশ্নঃ বর্তমানে পরিবেশ-বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরের কম্প্রেসরে ব্যবহার করা হয়।
ক. ট্রাইক্লোরোট্রাইফ্লুরো ইথেন
খ. টেট্রাফ্লুরো ইথেন
গ. ডাইক্লোরো ডাইফ্লুরো ইথেন
ঘ. আর্গন
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির-
ক. ১৬ শতাংশ
খ. ২০ শতাংশ
গ. ২৫ শতাংশ
ঘ. ৩০ শতাংশ
উত্তরঃ গ
প্রশ্নঃ সুন্দরবন বাংলাদেশের কতটি জেলায় রয়েছে?
ক. ৩টি
খ. ৪টি
গ. ৫টি
ঘ. ৬টি
উত্তরঃ গ
প্রশ্নঃ নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায়?
ক. খেজুর পাম
খ. সাগু পাম
গ. নিপা পাম
ঘ. তাল পাম
উত্তরঃ গ
প্রশ্নঃ দুই স্ট্রোকবিশিষ্ট ইঞ্জিনে চার স্ট্রোকবিশিষ্ট ইঞ্জিনের চাইতে বায়ু দূষণ– হয়
ক. কম
খ. বেশি
গ. সমান
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি?
ক. প্রাকৃতিক পরিবেশ
খ. সামাজিক পরিবেশ
গ. বায়বীয় পরিবেশ
ঘ. সাংস্কৃতিক পরিবেশ
উত্তরঃ ক
ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, বায়ুমণ্ডল:
প্রশ্নঃ বায়ুমণ্ডলের উচ্চতম স্তর কোনটি?
ক. অ্যাটমস্ফিয়ার
খ. স্ট্রাটোস্ফিয়ার
গ. আয়নোস্ফিয়ার
ঘ. ওজোন
উত্তরঃ গ
প্রশ্নঃ বাতাসে মিথেনের পরিমাণ কত?
ক. ০.০০২%
খ. ০.০০০২%
গ. ০.০০০০২%
ঘ. ০.০০০০০২%
উত্তরঃ গ
প্রশ্নঃ বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত ভাগ?
ক. ৮২.০২%
খ. ৭৮.০২%
গ. ৮০.০২%
ঘ. ৭৬.০২%
উত্তরঃ খ
প্রশ্নঃ বায়ুমন্ডলে শতকরা কতভাগ আরগন বিদ্যমান?
ক. ৭৮.০
খ. ০.৮
গ. ০.৪১
ঘ. ০.৩
উত্তরঃ খ
প্রশ্নঃ বায়ুমণ্ডলের ওজনস্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ-
ক. কার্বন ডাই অক্সাইড
খ. জলীয় বাষ্প
গ. নাইট্রিক অক্সাইড
ঘ. CFC বা ক্লেরোফ্লোরো কার্বন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ আয়তন অনুযায়ী বায়ুতে অক্সিজেনের পরিমাণ কত?
ক. ৫০%
খ. ৩৫%
গ. ৩০%
ঘ. ২১%
উত্তরঃ ঘ
প্রশ্নঃ পৃথিবীর বায়ুমণ্ডলের ওজোন স্তরকে নষ্ট করে?
ক. কার্বন ডাই-অক্সাইড
খ. কার্বন মনোক্সাইড
গ. নাইট্রিক অক্সাইড
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ
প্রশ্নঃ বায়ুমণ্ডলে সর্বাধিক পাওয় যায়/বায়ুতে সর্বোচ্চ আয়তনিক কোনটি-
ক. অক্সিজেন
খ. হাইড্রোজেন
গ. নাইট্রোজেন
ঘ. কার্বন ডাই অক্সাইড
উত্তরঃ গ
প্রশ্নঃ বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত?
ক. ১৮.৭৮%
খ. ১.৫৯%
গ. ২২.৮৯%
ঘ. ২০.৯৯%
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বায়ুর উপাদান নয় যা তা হলো-
ক. নাইট্রোজেন
খ. অক্সিজেন
গ. জলীয় বাষ্প
ঘ. হাইড্রোজেন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নাইট্রোজেনের প্রধান উৎস কোনটি?
ক. মাটি
খ. উদ্ভিদ
গ. বায়ুমণ্ডল
ঘ. প্রাণীদেহ
উত্তরঃ গ
প্রশ্নঃ পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?
ক. আর্লিবাড হল
খ. এস্ট্রোলার হল
গ. ওবেরী হল
ঘ. কসমস
উত্তরঃ ক
প্রশ্নঃ বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটির নাম
ক. ট্রপোমণ্ডল
খ. আয়নোমণ্ডল
গ. স্ট্রাটোমণ্ডল
ঘ. এক্সোস্ফীয়ার
উত্তরঃ গ
প্রশ্নঃ বায়ুর কার্বন ডাই-অক্সাইড এর পরিমাণ কত?
ক. ০.০৩৫%
খ. ০.০২৮%
গ. ০.০০০০২%
ঘ. ০.০০০০০২%
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি বায়ুর উপাদান নহে?
ক. নাইট্রোজেন
খ. হাইড্রোজেন
গ. কার্বন
ঘ. ফসফরাস
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বায়ুর কোন উপাদান জীবন ধারণের জন্য অবশ্য প্রয়োজনীয়?
ক. নাইট্রোজেন
খ. অক্সিজেন
গ. জলীয় বাষ্প
ঘ. কার্বন ডাই অক্সাইড
উত্তরঃ খ
প্রশ্নঃ ভূ-পৃষ্ঠের নিকটমত বায়ু স্তরকে কি বলা হয়?
ক. ট্রপোস্ফিয়ার
খ. স্ট্রাটোস্ফিয়ার
গ. ফটোস্ফিয়ার
ঘ. এক্সস্ফিয়ার
উত্তরঃ ক
প্রশ্নঃ বায়ুমণ্ডলের স্তর কয়টি?
ক. ৩টি
খ. ৪টি
গ. ৫টি
ঘ. ৬টি
উত্তরঃ খ
প্রশ্নঃ বায়ুমন্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য থেকে আসে?
ক. ৯০ শতাংশ
খ. ৯৪ শতাংশ
গ. ৯৮ শতাংশ
ঘ. ৯৯.৯৭ শতাংশ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত?
ক. ২০.০১%
খ. ২১.০১%
গ. ২১.০৭%
ঘ. ২০.৭১%
উত্তরঃ ঘ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)