প্রশ্নঃ Choose the missing elements:
A 5
2 C
E 11
8 G
I ?
14 ?
ক. 16, I
খ. 20, L
গ. 18, J
ঘ. 17, K
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ১ + ৫ +৯ + …………. + ৮১ =?
ক. ৯৬১
খ. ৮৬১
গ. ৭৬১
ঘ. ৬৬১
উত্তরঃ খ
প্রশ্নঃ ৫ + ১১ + ১৯ + ২৯ + ……………… পরের সংখ্যাটি কত?
ক. ৩৫
খ. ৩৭
গ. ৩৯
ঘ. ৪১
উত্তরঃ ঘ
প্রশ্নঃ 1 + 3 + 5 + ……………….. + (2n – 1) ধারাটির যোগফল কত হবে-
ক. 2n – 12
খ. n(n + 1)2
গ. n2
ঘ. {n(n + 1)22}
উত্তরঃ গ
প্রশ্নঃ ২০, ৫০ ও ১০০ -এর প্রত্যেকের সঙ্গে একটি সাধারণ ধ্রুব যোগ করলে একটি জ্যামিতিক প্রগমন সৃষ্টি হয়। ঐ প্রগমনের অনুপাত কত?
ক. ১/৩
খ. ৩/৪
গ. ৩/৫
ঘ. ১/২
উত্তরঃ গ
প্রশ্নঃ Which is the next logical number in this sequence of numbers: 5, 7, 10, 14, 19?/৫, ৭, ১০, ১৪, ১৯ ধারার যৌক্তিক পরবর্তী সংখ্যা কত?
ক. 21
খ. 25
গ. 28
ঘ. 29
ঙ. 38
উত্তরঃ খ
প্রশ্নঃ শূণ্যস্থানের সংখ্যাটি কত? ৫২, …, ৩৯, ৩৪
ক. ৫০
খ. ৪৮
গ. ৪৫
ঘ. ৪২
উত্তরঃ গ
প্রশ্নঃ একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদটি 20 এবং ষষ্ঠ (6-তম) পদটি 160 হলে প্রথম পদটি–
ক. 5
খ. 10
গ. 12
ঘ. 8
উত্তরঃ ক
প্রশ্নঃ 5 + 8 + 11 + 14 + ……………. ধারার কোন পদ 302?
ক. 100
খ. 101
গ. 102
ঘ. 103
উত্তরঃ ক
প্রশ্নঃ ৮১, ২৭, .., ৩, ১; লুপ্ত সংখ্যাটি কত?
ক. ৬
খ. ৯
গ. ১২
ঘ. ১৫
উত্তরঃ খ
প্রশ্নঃ একটি সমান্তর ধারার প্রথম পদ ১, শেষ পদ ৯৯ এবং সমষ্টি ২৫০০ হলে ধারাটির সাধারণ অন্তর হবে—
ক. ৪
খ. ২
গ. ৩
ঘ. ৬
উত্তরঃ খ
প্রশ্নঃ ২ + ৪ + ৮ + ১৬ + ……………. ধারাটির সংখ্যক n পদের সমষ্টি ২৫৪ হলে n এর মান কত?
ক. ৪
খ. ৫
গ. ৬
ঘ. ৮
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ১, ৩, ৬, ১০, ১৫, ২১,……….. ধারাটির দশম পদ —
ক. ৪৫
খ. ৫৫
গ. ৬২
ঘ. ৬৫
উত্তরঃ খ
প্রশ্নঃ ১৯, ৩৩, ৫১, ৭৩,………। পরবর্তী সংখ্যাটি কত?
ক. ৮৫
খ. ১২১
গ. ৯৯
ঘ. ৯৮
উত্তরঃ গ
প্রশ্নঃ ? চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে? ০, ৫, ১২, ২১, ?, ৪৫
ক. ২৮
খ. ৩০
গ. ৩২
ঘ. ৩৩
উত্তরঃ গ
প্রশ্নঃ ১, ৩, ৭, …., ২১, ৩১, ৪৩ ধারার মধ্যবর্তী সংখ্যা কত?
ক. ১৩
খ. ১৫
গ. ১৭
ঘ. ১৯
উত্তরঃ ক
প্রশ্নঃ What is the next number of the sseries, 1, 4, 9?/১, ৪, ৯ ধারাটির পরবর্তী পদ কত?
ক. 12
খ. 16
গ. 25
ঘ. 28
উত্তরঃ খ
প্রশ্নঃ প্রথম দিন ১ টাকা, দ্বিতীয় দিন ২ টাকা, তৃতীয় দিন ৪ টাকা, চতুর্থ দিনে ৮ টাকা , এরূপে দান করলে ১৫ দিনে মোট কত টাকা দান করা হবে?
ক. ৬৫৬৩৫
খ. ৩২৭৬৭
গ. ১৬৩৮৩
ঘ. ৮২৯১
উত্তরঃ খ
প্রশ্নঃ ২ + ৬ + ১৮ + ……………ধারাটির ৮ পদের সমষ্টি কত?
ক. ৬৫২০
খ. ৬৫৩০
গ. ৬৫৪০
ঘ. ৬৫৬০
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নিম্নোক্ত সারিটি পূর্ণ করুনঃ ২৭, ৫, ২৫, ৮, ২৩, ১১, ২১, …..
ক. ১৫, ২১
খ. ১৪, ১৯
গ. ১৬, ২৩
ঘ. ১২, ১৯
উত্তরঃ খ
প্রশ্নঃ অজানা সংখ্যাটি কত? ৪, ১১, ৮, ১৯, ১২,…
ক. ২৫
খ. ২৭
গ. ২০
ঘ. ৩০
উত্তরঃ খ
গণিত, বীজগণিত, ফাংশন:
প্রশ্নঃ f(x) = x3 + kx2 – 6x – 9; k এর মান কত হলে f(3) = 0 হবে?
ক. 1
খ. -1
গ. 2
ঘ. 0
উত্তরঃ ঘ
প্রশ্নঃ f(x) = x2 + 1x + 1 অনুরূপ কোনটি?
ক. f(1) = 1
খ. f(0) = 1
গ. f(-1) = 3
ঘ. f(1) = 3
উত্তরঃ ঘ
প্রশ্নঃ f(x) = x2 + 2x + 3 এবং f(0) কত হবে?
ক. 6
খ. 0
গ. 3
ঘ. 2
উত্তরঃ গ
প্রশ্নঃ x2 + x – 2 > 0 অসমতাটির সমাধান করুন?
ক. {-2, 1}
খ. (-2, 1)
গ. (-∞, -2)∪(1, ∞)
ঘ. (-2, ∞)
উত্তরঃ খ
প্রশ্নঃ যদি f(x) = (2x + 5)/(x – 3) হয়, তবে f(6) = কত?
ক. 5/-3
খ. 17/3
গ. 5/3
ঘ. 7/13
উত্তরঃ খ
প্রশ্নঃ f(x) = x3 – 2x + 10 হলে f(0) কত?
ক. 1
খ. 5
গ. 8
ঘ. 10
উত্তরঃ ঘ