বিভিন্ন যুদ্ধ ও গৃহযুদ্ধ

যুদ্ধ ও গৃহযুদ্ধ :

১ম অহিফেনের (Opium War) যুদ্ধ কবে সংঘটিত হয়?উঃ ব্রিটেন ও চীন (১৮ মার্চ ১৮৩৯-২৯ আগষ্ট, ৪২ সালে।)
১ম অহিফেনের যুদ্ধের ফলাফল কি?উঃ চীন পরাজিত হয়ে নানকিং চুক্তির মাধ্যমে হংকং ব্রিটেনকে প্রদান করে।
১ম অহিফেনের যুদ্ধ আর কি নামে পরিচিত?উঃ ১ম এংলো-চাইনিজ যুদ্ধ।
২য় অহিফেনের (Opium War) যুদ্ধ কবে সংঘটিত হয়?উঃ ব্রিটেন-ফ্রান্স বনাম চীন (১৮৫৬-৬০ সালে।)
২য় অহিফেনের যুদ্ধ আর কি নামে পরিচিত?উঃ ২য় এংলো-চাইনিজ যুদ্ধ অথবা Arrow War
আমেরিকার গৃহযুদ্ধ কবে সংঘটিত হয়?উঃ ১৮৬০-১৮৬৫ সাল। যুদ্ধ ও গৃহযুদ্ধ
আমেরিকার গৃহযুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়?উঃ ১১ টি সাউদার্ন স্টেটস ও নর্দার্ন ফেডারেল স্টেটস।
আমেরিকার গৃহযুদ্ধের কারণ কি?উঃ ১১ টি সাউদার্ন স্টেটস বিচ্ছিন্ন হওয়ার ইচ্ছা।
আমেরিকার গৃহযুদ্ধের ফলাফল কি?উঃ নর্দার্ন ফেডারেল স্টেটসের জয়লাভ।
আমেরিকার স্বাধীনতা যুদ্ধ কখন সংঘটিত হয়?উঃ ১৭৭৫-১৭৮৬ সাল।
প্রথম আরব ইসরাইল যুদ্ধ কখন সংঘটিত হয়?উঃ ১৯৪৮ সালে। যুদ্ধ ও গৃহযুদ্ধ
প্রথম আরব ইসরাইল যুদ্ধে আরবদের পক্ষে কোন কোন দেশ ছিল?উঃ সিরিয়া, লেবানন, মিশর ও ইরাক।
প্রথম আরব ইসরাইল যুদ্ধ কেন সংঘটিত হয়?উঃ ফিলিস্তিনী মাতৃভূমি রক্ষার জন্য।
প্রথম আরব ইসরাইল যুদ্ধ শেষ হয়?উঃ ৭ জানুয়ারী, ১৯৪৯ সালে।
দ্বিতীয় আরব ইসরাইল যুদ্ধ কখন সংঘটিত হয়?উঃ ২৯ অক্টেবর, ১৯৫৬ সালে।
দ্বিতীয় আরব ইসরাইল যুদ্ধ কেন সংঘটিত হয়?উঃ মিশর কর্তৃক সুয়েজ খাল জাতীয়করণকে কেন্দ্র করে।
দ্বিতীয় আরব ইসরাইল যুদ্ধে ইসরাইলকে কোন দেশ সমর্থন করে?উঃ ইংল্যান্ড ও ফ্রান্স।
কোন দেশের হুমকিতে ইসরাইল সেই যুদ্ধবিরতি মেনে নেয়?উঃ রাশিয়া। যুদ্ধ ও গৃহযুদ্ধ
তৃতীয় আরব ইসরাইল যুদ্ধ কবে সংঘটিত হয়?উঃ ৫-১০ জুন, ১৯৬৭ সাল। (৬ দিনের যুদ্ধ)
তৃতীয় আরব ইসরাইল যুদ্ধে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করে?উঃ মিশর, সিরিয়া ও জর্ডানের সম্মিলিত বাহিনী।
তৃতীয় আরব ইসরাইল যুদ্ধের ফলাফল কি?উঃ ইসরাইল সিনাই, গাজা ও জেরুজালেমের বিরাট অংশ দখল করে নেয়।
চতুর্থ আরব ইসরাইল যুদ্ধ কবে সংঘটিত হয়?উঃ ৬-২৪ অক্টোবর, ১৯৭৩ সাল।
চতুর্থ আরব ইসরাইল যুদ্ধে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করে?উঃ মিশর ও সিরিয়া। যুদ্ধ ও গৃহযুদ্ধ
ইরাক-ইরান যুদ্ধ কবে সংঘটিত হয়?উঃ সেপ্টেম্বর, ১৯৮০-২০ আগস্ট, ১৯৮৮।
ইরাক-ইরান যুদ্ধ কেন সংঘটিত হয়?উঃ সাতিল আরবের পানি বন্টন নিয়ে।
ওয়াটার লুর যুদ্ধ কখন সংঘটিত হয়?উঃ ১৮১৫ সালে। যুদ্ধ ও গৃহযুদ্ধ
ওয়াটার লুর যুদ্ধ কার কার মধ্যে সংঘটিত হয়?উঃ ফরাসী সম্রাট নেপলিয়ান ও ব্রিটিশ ডিউক অব ওয়েলিংটন বাহিনী।
ওয়াটার লুর যুদ্ধের ফলাফল কি?উঃ নেপোলিয়ানের পরাজয় ও নির্বাসন।
নেপোলিয়ানকে কোথায় নির্বাসন দেয়া হয়?উঃ সেন্ট হেলেনা দ্বীপে।
কোরিয়া কত দিন পর্যন্তু জাপানের অধীনে ছিল?উঃ ১৯১০ সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্তু।
কোরিয়া কিভাবে জাপান থেকে মুক্ত ও বিভক্ত হয়েছিল?উঃ ১৯৪৫ সালে উত্তর কোরিয়ায় রুশ ও দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের সৈন্য
প্রবেশ করে এবং ৩৮ অক্ষরেখা বরাবর উত্তর ও দক্ষিণ বিভক্ত করা হয়।



কোরিয়ার যুদ্ধ কবে সংঘটিত হয়?উঃ ১৯৫০-১৯৫৩ সাল।
ক্রিমিয়ার যুদ্ধ কখন, কাদের মধ্যে সংসঘিত হয়?উঃ ১৮৫৪-১৮৫৬ সাল পর্যন্তু (রাশিয়া ও তুরস্ক)।
ক্রিমিয়ার যুদ্ধে তুরস্কেকে কো দেশ সমর্থন করে?উঃ ব্রিটেন, ফ্রান্স ও সার্দিনিয়া।
ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল কি?উঃ তুরস্ক কর্তৃক ক্রিমিয়ার সেবেস্তাপোলে রাশিয়ার নৌ ঘাঁটিতে আক্রমন ও জয়লাভ।
ক্রুসেড কি?উঃ মুসলমানদের নিকট থেকে জেরুজালেম কেড়ে নেয়ার জন্য সমগ্র
ইউরোপের খ্রিষ্টানদের সম্মিলিত অভিযানকে ক্রুসেড বা ধর্ম যুদ্ধ।



ক্রুসেড কবে সংঘটিত হয়?উঃ ১০৯৫-১২৭১ সাল। (৮ বার)
প্রথম ক্রুসেডে ইউরোপের পক্ষে কে পরিচালনা করে?উঃ গডফ্রে। যুদ্ধ ও গৃহযুদ্ধ
প্রথম চীন-জাপান যুদ্ধ কবে হয়?উঃ ১৮৯৪-’৯৫।
দ্বিতীয় চীন-জাপান যুদ্ধ কবে হয়?উঃ ১৯৩১-’৩৩।
তৃতীয় চীন-জাপান যুদ্ধ কবে হয়?উঃ ১৯৩৭-’৪৫।
চীন-ভারত যুদ্ধ কবে হয়?উঃ ১৯৬২ সালে। যুদ্ধ ও গৃহযুদ্ধ
‘ত্রিশ বছরব্যাপী যুদ্ধ’ কবে সংঘটিত হয়?উঃ ১৬১৮-১৬৪৮ সাল।
‘ত্রিশ বছরব্যাপী যুদ্ধ’ কাদের মধ্যে সংঘটিত হয়?উঃ ইউরোপের প্রোটেস্ট্যান্ট ও ক্যাথেলিকদের মধ্যে।
‘ত্রিশ বছরব্যাপী যুদ্ধ’ ফলাফল কি?উঃ স্বাধীন রাষ্ট্র হিসেবে সুইজারল্যান্ডের প্রকাশ।
বক্সারের যুদ্ধ কবে সংঘটিত হয়?উঃ ২২ অক্টোবর, ১৭৬৪ সালে।
বক্সারের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়?উঃ মূঘল সম্রাট ২য় শাহ আলম, নবাব সুজাউদ্দিন ও নবাব মীর কাশিমের
মৈত্রী জোটের সাথে ইংরেজদের।



বক্সারের যুদ্ধের ফলাফল কি?উঃ ত্রিপক্ষীয় বাহিনীর শোচনীয় পরাজয় হয়।
বলকান যুদ্ধ কবে সংঘটিত হয়?উঃ ১৯১২-১৩ সাল। যুদ্ধ ও গৃহযুদ্ধ
বলকান যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়?উঃ তৃরস্কের সাথে বুলগেরিয়া ও সার্বিয়া।
প্রথম বিশ্ব যুদ্ধ কবে শুরু হয়?উঃ ১৯১৪ সালে।
প্রথম বিশ্ব যুদ্ধে জার্মানীর পক্ষে কোন কোন দেশ ছিল?উঃ অস্ট্রিয়া, তুরস্ক ও বুলগেরিয়া।
প্রথম বিশ্ব যুদ্ধে জার্মানীর বিপক্ষে কোন কোন দেশ ছিল?উঃ ব্রিটেন, ফ্রান্স, জাপান, বেলজিয়াম ও অন্যান্য মিত্র রাষ্ট্র।
প্রথম বিশ্ব যুদ্ধ কিভাবে শুরু হয়?উঃ অস্ট্রিয়ার উত্তরাধিকারী আরকডিউক ফ্রান্সিস ফার্ডিন্যান্ড হত্যাকান্ডের ফলে।
প্রথম বিশ্ব যুদ্ধ কিভাবে শেষ হয়?উঃ ২য় ভার্সাই সন্ধির মাধ্যমে ১১ নভেম্বর, ১৯১৮ সালে।
প্রথম বিশ্বযুদ্ধ কতদিনব্যাপী চলছিল?উঃ ৪ বছর ৩৮ দিন। যুদ্ধ ও গৃহযুদ্ধ
প্রথম বিশ্বযুদ্ধ শুরুর সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিল?উঃ হার্বাট হেনরি আসকুইথ।
কোন যুদ্ধ ‘গ্রেট ওয়ার’ নামে খ্যাতউঃ প্রথম বিশ্বযুদ্ধ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিভাবে শুরু হয়?উঃ ১ সেপ্টেম্বর, ১৯৩৯ সালে হিটলারের পোল্যান্ড আক্রমনের মধ্যদিয়ে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষশক্তি কোন কোন দেশ?উঃ জার্মানী, ইতালী ও জাপান।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রশক্তি কোন কোন দেশ?উঃ ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির অধিনায়ক কে ছিল?উঃ জেনারেল ম্যাক আর্থার।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্স কোন দেশের কাছে আত্মসমর্পন করে?উঃ জার্মানী। যুদ্ধ ও গৃহযুদ্ধ
দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাপান কবে পার্ল হারবার দখল করে?উঃ ৭ ডিসেম্বর, ১৯৪১।
যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমায় কবে পারমানবিক বোমা ফেলে?উঃ ৬ আগস্ট, ১৯৪৫।
যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকিতে কবে পারমানবিক বোমা ফেলে?উঃ ৯ আগস্ট, ১৯৪৫।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শেষ হয়?উঃ ১৪ আগস্ট, ১৯৪৫। যুদ্ধ ও গৃহযুদ্ধ
জাপানের হিরোসিমা ও নাগাসাকিতে বোমা ফেলার নির্দেশ কে দেন?উঃ আমেরিকার প্রেসিডেন্ট হেনরি ট্রুম্যান।
‘আইভান দি টেরিবল’ কাকে বলে?উঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে নাৎসি মৃতু শিবিরের রক্ষী জন ডেমিয়ান জুককে।
জুলিয়াস সিজার কবে বৃটেন আক্রমন করে?উঃ খ্রিঃ পূর্ব ৫৫ অব্দে।
রুশ-জাপান যুদ্ধ কবে সংঘটিত হয়?উঃ ১৯০৪ সালে।
কাশ্মির নিয়ে ভারত-পাকিস্তান কতবার যুদ্ধ হয়?উঃ ২ বার। যুদ্ধ ও গৃহযুদ্ধ
বদরের যুদ্ধ কবে সংঘটিত হয়?উঃ ৬২৪ সালে।
খন্দকের যুদ্ধ কবে সংঘটিত হয়?উঃ ৬২৫ সালে।
ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে ফকল্যান্ড নিয়ে যুদ্ধ হয় কবে?উঃ ১৯৮২ সালে।
আফগানিস্তানে তালেবান সরকারের উপর ইঙ্গ-মার্কিন হামলা কবে শুরু হয়?উঃ ৭ অক্টোবর, ২০০১।
শ্রীলংকায় কবে গৃহযুদ্ধ শুরু হয়?উঃ ১৯৮৩ সালে।
ইতিহাসের বিখ্যাত হিদাসপিসের যুদ্ধ কবে, কার মধ্যে হয়?উঃ ৩২৬ খ্রিঃ পূর্বাব্দে, পুরু ও আলেকজান্ডার।
ইরাকে ইঙ্গ-মার্কিন যুদ্ধ কবে শুরু হয়?উঃ ২০ মার্চ, ২০০৩।
ইরাক যুদ্ধের কবে সমাপ্ত ঘোষনা করা হয়?উঃ ১ মে, ২০০৩। যুদ্ধ ও গৃহযুদ্ধ
ইরাক অভিযানের মার্কিন কমান্ডারের নাম কি ছিল?উঃ জেনারেল টমি ফ্রাঙ্ক।
আকস্কিক যুদ্ধ এড়ানোর জন্য ক্রেমলিন ও হোয়াইট হাউজের
মধ্যে সরাসরি টেলিফোন লাইনের নাম কি?
উঃ হট লাইন। যুদ্ধ ও গৃহযুদ্ধ

আরো পড়ুন:

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!