বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ :

বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কি?উঃ প্রাকৃতিক গ্যাস।
প্রাকৃত গ্যাস কি ?উঃ প্রাকৃত গ্যাস হচ্ছে প্রকৃতিতে তৈরী হাইড্রোকার্বন।
প্রাকৃত গ্যাস কিভাবে থাকে?উঃ সাধারণত মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন      সামান্য পরিমাণে মিশ্রিত অবস্থায় থাকে।


বাংলাদেশের গ্যাস ও তেল ক্ষেত্রের তত্ত্বাবধানের মূল দায়িত্ব পালন করে কোন মন্ত্রনালয়?উঃ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়।
বাংলাদেশে বর্তমানে কত ভাগ মানুষ গ্যাস সুবিধা পাচ্ছে?উঃ ১৪ ভাগ মানুষ।
সিলেটের হরিপুরে তথা বাংলাদেশের প্রথম কবে গ্যাস আবিষ্কৃত হয়েছে?উঃ ১৯৫৫ সালে।
পাকিস্তান আমলে (১৯৫১-১৯৭১) পর্যন্ত কয়টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছিল?উঃ ৮টি।
কোন সাল থেকে বাংলাদেশ ভূ-খন্ডে তেল গ্যাস অনুসন্ধান শুরু হয়?উঃ ১৯১০ সালে।
কবে, কোথায় প্রথম অনুসন্ধান কূপ খনন করা হয়?উঃ ১৯১০ সালে। চট্টগ্রামের সীতাকুন্ডে।
কোন সাল থেকে কোথায় বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়?উঃ ১৯৫৭ সালে (সিলেটের হরিপুরে)।
কোন সালে ছাতকে গ্যাস আবিষ্কৃত হয়?উঃ ১৯৫৯ সালে।
কবে পেট্রোলিয়াম আইন পাস হয়েছে?উঃ ১৯৭৪ সালে।
পিএসসি পূর্ণরূপ কি?উঃ (Production Sharing Contract)      প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের উৎপাদন বন্টন চুক্তি।


দেশের একমাত্র তেল শোধনাগার কোথায় অবস্থিত?উঃ ইর্স্টান রিফাইনারী লিঃ চট্টগ্রামের পতেঙ্গায়।
বাংলাদেশে বর্তমানে জুন ২০০৫ পর্যন্ত গ্যাস ফিল্ডের সংখ্যা কত?উঃ ২৫ টি | জ্বালানী ও খনিজ সম্পদ
সর্বশেষ গ্যাস ক্ষেত্রটির নাম কি?উঃ কুমিল্লার ভাঙ্গুরা।
তিতাস গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত?উঃ ব্রাহ্মনবাড়িয়া।
ঢাকার সরবরাহ কৃত গ্যাস কোন গ্যাস ক্ষেত্র থেকে আসে?উঃ তিতাস গ্যাস ক্ষেত্র।
তিতাস-ঢাকা গ্যাস লাইন দৈর্ঘ্য কত?উঃ ৯০ কিলোমিটার।
দৈনিক সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করা হয় কোন গ্যাস ফিল্ড হতে?উঃ বাখরাবাদ।
বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কোনটি?উঃ বিবিয়ানা।
১৯৯৭ সালে ১৪ জুন কোন গ্যাস ক্ষেত্রে অগ্নিকান্ড ঘটে?উঃ মাগুরছড়া গ্যাস ক্ষেত্র।
বাংলাদেশে চীনা মাটি পাওয়া গেছে?উঃ নেত্রকোণার বিজয়পুর, নওগাঁর পত্নীতলা, চট্টগ্রামের পটিয়ায়।
মাগুরছড়া গ্যাসক্ষেত্র কোন থানায় অবস্থিত?উঃ কমলগঞ্জ, মৌলভীবাজার।
মাগুরছড়া গ্যসক্ষেত্র কোন কোম্পানী ড্রিলি করে?উঃ অক্সিডেন্টাল।
দেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্রের নাম কি?উঃ সাংগু | জ্বালানী ও খনিজ সম্পদ
সাঙ্গু গ্যাস ক্ষেত্রে গ্যাস উত্তোলন করে কোন কোম্পানী?উঃ কেয়ার্ন এনার্জি।
গ্যাস ক্ষেত্রে অনুসন্ধান ও সম্প্রসারনের লক্ষ্যে সারাদেশকে কতটি ব্লকে বিভক্ত করেছে?উঃ ২৩ টি ব্লকে।


বাংলাদেশে গ্যাস উত্তোলনের জন্য আবেদনকৃত আইরিশ কোম্পানীটি কি?উঃ ট্যাল্লো।
বাংলাদেশে কোন গ্যাস ফিল্ডে প্রথম অগ্নিকান্ড ঘটে?উঃ হরিপুর গ্যাস ক্ষেত্রে ১৯৫৫ সালে।
পেট্টোবাংলা পরিত্যক্ত কোন গ্যাস ক্ষেত্রে গ্যাসের সন্ধান পায়?উঃ ফেনী গ্যাস ক্ষেত্র।
খনিজ তেল কি?উঃ জটিল হাইড্রোকার্বন সমূহের মিশ্রন।

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top