বিখ্যাত খাল সমূহ

বিখ্যাত খাল সমূহ:

খালের নামঅবস্থানদৈর্ঘ্য (কিঃ মিঃ)প্রস্থ (মিটার)উদ্বোধন
গ্রান্ড খালচীন১১২৭৭ম শতক
গোটা খালসুইডেন১৮৫১৪১৮৩২
সুয়েজ খালমিশর১৬৮৬০১৮৯৬
পানাম খালআমেরিকা৮১৯১১৯১৪
এলক ট্রেড খালজার্মানী৬৬২২১৯০০
ম্যানচেস্টার খালইংল্যান্ড৫৭৩৭১৮৯৪
উইল্যান্ড হালকানাডা৪৩৬১১৮৮৭
জুলিয়ানাহল্যান্ড৩২১৬১১৩৫
আমস্টারডাম খালহল্যান্ড২৬.৫৫২৭১৮৭৬
কিয়েল খালজার্মানী২৫.৭৫৪৬১৮৯৫

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।
বিশ্বের দীর্ঘতম খাল কোনটি?গ্রান্ড খাল।
বিশ্বের কৃত্রিম দীর্ঘতম খাল কোনটি?সুয়েজ খাল।
বিশ্বের গভীরতম খাল কোনটি?পানামা খাল।
পানামা খাল কোন দুটি মহা সাগরকে সংযুক্ত করেছে?প্রশান্ত মহাসাগরকে।
সুয়েজ খাল সংযুক্ত করেছে?লোহিত সাগর ও ভূমধ্য সাগর।
পৃথিবীর বৃহত্তম কৃত্রিম জলপথ কোনটি?সুয়েজ খাল।
বনভূমি কেটে কোন খাল তৈরী করা হয়েছে?পানামা খাল।
পানামা খাল কবে খনন করা হয়?১৯১৩ সালে।
সুয়েজ খাল খনন কাজ সম্পন্ন হয় কবে?১৮৬৯ সালে।
সুয়েজ খালকে জাতীয়করণ করা হয় কবে?১৯৫৬ সালে।

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!