বিখ্যাত খাল সমূহ:
খালের নাম অবস্থান দৈর্ঘ্য (কিঃ মিঃ) প্রস্থ (মিটার) উদ্বোধন গ্রান্ড খাল চীন ১১২৭ – ৭ম শতক গোটা খাল সুইডেন ১৮৫ ১৪ ১৮৩২ সুয়েজ খাল মিশর ১৬৮ ৬০ ১৮৯৬ পানাম খাল আমেরিকা ৮১ ৯১ ১৯১৪ এলক ট্রেড খাল জার্মানী ৬৬ ২২ ১৯০০ ম্যানচেস্টার খাল ইংল্যান্ড ৫৭ ৩৭ ১৮৯৪ উইল্যান্ড হাল কানাডা ৪৩ ৬১ ১৮৮৭ জুলিয়ানা হল্যান্ড ৩২ ১৬ ১১৩৫ আমস্টারডাম খাল হল্যান্ড ২৬.৫৫ ২৭ ১৮৭৬ কিয়েল খাল জার্মানী ২৫.৭৫ ৪৬ ১৮৯৫
এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে
এখানে যানঃ
Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।
বিশ্বের দীর্ঘতম খাল কোনটি? গ্রান্ড খাল। বিশ্বের কৃত্রিম দীর্ঘতম খাল কোনটি? সুয়েজ খাল। বিশ্বের গভীরতম খাল কোনটি? পানামা খাল। পানামা খাল কোন দুটি মহা সাগরকে সংযুক্ত করেছে? প্রশান্ত মহাসাগরকে। সুয়েজ খাল সংযুক্ত করেছে? লোহিত সাগর ও ভূমধ্য সাগর। পৃথিবীর বৃহত্তম কৃত্রিম জলপথ কোনটি? সুয়েজ খাল। বনভূমি কেটে কোন খাল তৈরী করা হয়েছে? পানামা খাল। পানামা খাল কবে খনন করা হয়? ১৯১৩ সালে। সুয়েজ খাল খনন কাজ সম্পন্ন হয় কবে? ১৮৬৯ সালে। সুয়েজ খালকে জাতীয়করণ করা হয় কবে? ১৯৫৬ সালে।
আরো পড়ুন:
Share
Messenger
Whatsapp
Email