বাংলা সাহিত্য-৯১

প্রশ্নঃ মহাভারতের স্বার্থক অনুবাদক কে?
ক. কৃত্তিবাস
খ. কাশীরাম দাস
গ. ব্যাসদেব
ঘ. কবিন্দ্র পরমেশ্বর
উত্তরঃ খ

প্রশ্নঃ মনসুর বয়াতি রচিত পালাগান কোনটি?
ক. মহুয়া
খ. চন্দ্রাবতী
গ. মলুয়া
ঘ. দেওয়ানা মদিনা
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বড়ু চণ্ডীদাসের ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের লেখক প্রদত্ত নাম কি?
ক. কৃষ্ণকীর্তন
খ. শ্রীকৃষ্ণ
গ. শ্রীকৃষ্ণকীর্তন
ঘ. কোন নাম ছিল না
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে?
ক. ভারতচন্দ্র
খ. ঈশ্বরগুপ্ত
গ. বিহারীলাল চক্রবর্তী
ঘ. ভবানন্দ মজুমদার
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি- অথবা, প্রাচীনতম বাঙ্গালী মুসলমান কবি কে?
ক. শাহ মোহাম্মদ সগীর
খ. সাবিরিদ খান
গ. শেখ ফয়জুল্লাহ
ঘ. মুহম্মদ কবির
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘মৈমনসিংহ গীতিকা’ কে সম্পাদনা করেন?
ক. ড. দীনেশচন্দ্র সেন
খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ. ড. কাজী মোতাহার হোসেন
ঘ. ড. মযহারুল ইসলাম
উত্তরঃ ক

প্রশ্নঃ উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর রূপকথা সংগ্রহের নাম কি?
ক. ঠাকুরমার ঝুলি
খ. রূপকথা
গ. ঠাকুরদার ঝুলি
ঘ. টোনাটুনির বই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বড়ু চন্ডীদাসের জন্মস্থান কোনটি?
ক. বীরভূম জেলার নানুর গ্রামে
খ. বীরভূম জেলার কাঁকিল্যা গ্রামে
গ. বাঁকুড়া জেলার নানুর গ্রামে
ঘ. বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে
উত্তরঃ ক

প্রশ্নঃ মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমান কবিগণের সর্বপেক্ষা উল্লেখযোগ্য অবদান কোনটি?
ক. লোক সাহিত্য
খ. পুঁথি সাহিত্য
গ. বাংলা গীতিকা
ঘ. রোমান্টিক প্রণয়োপাথ্যান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ভারতচন্ত্র রায়গুণাকর কোন রাজসভারকবি?
ক. আরাকান রাজসভা
খ. কৃষ্ণনগর রাজসভা
গ. রাজাগণেশের রাজসভা
ঘ. লক্ষণসেনেররাজ সভা
উত্তরঃ খ

প্রশ্নঃ শাহ মুহম্মদ সগীর ‘ইউসুফ জোলেখা’ রচনা করেন কার শাসনামলে?
ক. রুকনউদ্দিন বারবক শাহ
খ. ফিরোজশাহ
গ. আলাউদ্দিন হোসেন শাহ
ঘ. গিয়াসউদ্দিন আজম শাহ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ প্রাকচৈতন্য যুগ হল-
ক. ১২০১-১৫০০
খ. ১৩৫১-১৫০০
গ. ১৩৫১-১৮০০
ঘ. ১২০১-৮০০
উত্তরঃ ক

প্রশ্নঃ লালনের গানগুলো সর্বপ্রথম সংগ্রহ করেন কে?
ক. সিরাজ শাহ
খ. কাজী মোতাহার হোসেন
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. মীর মশাররফ হোসেন
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘অন্নদা মঙ্গল’ কাব্য কার রচনা?
ক. বিদ্যপতি
খ. বিজয় গুপ্ত
গ. ভারতচন্দ্র
ঘ. বিহারী লাল চক্রবর্তী
উত্তরঃ গ

প্রশ্নঃ পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক-
ক. ভারত চন্দ্র রায়
খ. দৌলত কাজী
গ. সৈয়দ হামজা
ঘ. আব্দুল হাকিম
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘জঙ্গনামা’ কাব্যটির রচয়িতা কে?
ক. দৌলত উজির বাহরাম খান
খ. ফকির গরীবুল্লাহ
গ. মুহাম্মদ খান
ঘ. উপরের তিনজনই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক?
ক. আলীবর্দী খাঁ
খ. মুর্শিদ কুলি খাঁ
গ. ইসলাম খাঁ
ঘ. আলাউদ্দিন হোসেন শাহ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ভবানন্দ মজুমদারের পূর্বনাম কি ছিল?
ক. ভবানন্দ
খ. মজুমদার
গ. দূর্গাদাস
ঘ. ভবানন্দ মজুমদার
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সোনাভান’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
ক. সৈয়দ হামজা
খ. আলাওল
গ. শাহ মুহাম্মদ গরীবুল্লাহ
ঘ. মীর মোহাম্মদ সফী
উত্তরঃ গ

প্রশ্নঃ কবি আলাওল রচিত দ্বিতীয় কাব্য কোনটি?
ক. পদ্মাবতী
খ. সতীময়না ও লোরচন্দ্রানী
গ. সয়ফুলমুলুক-বদিউজ্জামান
ঘ. সপ্তপয়কর
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘শ্রীকৃষ্ণবিজয়’ এর রচয়িতা কে?
ক. মুকুন্দরাম চক্রবর্তী
খ. ভারতচন্দ্র রায়
গ. বিজয়গুপ্ত
ঘ. মালাধর বসু
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘সেক শুভোদয়া’ কার লেখা?
ক. জয়দেব
খ. শ্রী চৈতন্যদেব
গ. রামাই পণ্ডিত
ঘ. হলায়ুদ মিশ্র
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘চম্পুকাব্য’ কি?
ক. এক ধরনের গীতিকাব্য
খ. নাথ সাহিত্যের অপর নাম
গ. গদ্যকাব্য
ঘ. গদ্যপদ্য মিশ্রিত কাব্য
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কবি হাফিজকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন কোন নৃপতি?
ক. আলাউদ্দিন হোসেন শাহ
খ. রুকনউদ্দিন বারবক শাহ
গ. ফখরুদ্দিন মুবারক শাহ
ঘ. গিয়াস উদ্দিন আজম শাহ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জয়দেবের ‘গীতগোবিন্দ’ রচিত হয় কোন শাসনের সময়?
ক. পাল শাসন
খ. সেন শাসন
গ. সুলতানী শাসন
ঘ. মুঘল শাসন
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘পুঁথি সাহিত্যে’র প্রাচীনতম লেখক—–
ক. ভারত চন্দ্র রায়
খ. দৌলত কাজী
গ. সৈয়দ হামজা
ঘ. আব্দুল হাকিম
উত্তরঃ গ

প্রশ্নঃ আরাকান রাজসভার সাহিত্যিক ছিলেন-
ক. শাহ সগীর
খ. সৈয়দ হামজা
গ. কবি জয়দেব
ঘ. আলাওল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘শিব’ কোন গানের বিষয়বস্তু?
ক. ভাওয়াইয়া
খ. ভাদু গান
গ. পটুয়া
ঘ. গম্ভীরা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘শূন্যপুরাণ’ একটি–
ক. রোমান্টিক প্রণয়োপাখ্যান
খ. রাধাকৃষ্ণ লীলা বিষয়ক কাব্য
গ. ধর্মীয় তত্ত্বের গ্রন্থ
ঘ. চৈতন্য জীবনীমূলক গ্রন্থ
উত্তরঃ গ

প্রশ্নঃ আলাওলের হপ্তপয়কর কোন ভাষার কাব্যের অনুবাদ?
ক. হিন্দি
খ. ফারসি
গ. ইংরেজি
ঘ. উর্দু
উত্তরঃ খ

প্রশ্নঃ দ্বিজ বংশীদাস মনসামঙ্গল কাব্য রচনার সময় ভণিতায় কোন নাম ব্যবহার করেছেন?
ক. দ্বিজ বংশী
খ. বংশী দাস
গ. বংশীধর
ঘ. সবগুলোই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ প্রাচীনতম বাঙ্গালী মুসলমান কবি কে?
ক. আলাওল
খ. সৈয়দ সুলতান
গ. শাহ মুহাম্মদ সগীর
ঘ. মুহম্মদ খান
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বাইশা’ কি?
ক. মনসামঙ্গল কাব্যের একজন কবি
খ. চণ্ডীমঙ্গল কাব্যের একজন কবি
গ. মনসামঙ্গল কাব্যের বাইশ জন ছোট-বড় কবি
ঘ. চণ্ডীমঙ্গল কাব্যের বাইশ জন ছোট-বড় কবি
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘অনেক প্রাচীন ইতিহাস, প্রাচীন স্মৃতির চূর্ণ অংশ এই সকল ছড়ার মধ্যে বিক্ষিপ্ত হইয়া আসে।’ রবীন্দ্রনাথ তাঁর এ উক্তিতে ছড়া বলতে কি বুঝিয়েছেন?
ক. প্রাচীন সাহিত্য
খ. চর্যাপদের পঙতি
গ. লোকসাহিত্যের ছড়া
ঘ. পুরাণ আশ্রিত পঙতি
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের রচয়িতা
ক. চণ্ডীদাস
খ. বড়ু– চণ্ডীদাস
গ. দ্বিজ চণ্ডীদাস
ঘ. দীন চণ্ডীদাস
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘জঙ্গনামা’ কাব্যের বিষয় কি?
ক. যুদ্ধ বিগ্রহ
খ. শোক-তাপ
গ. রোমান্স
ঘ. প্রেম-ভালবাসা
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!