প্রশ্নঃ মহাভারতের স্বার্থক অনুবাদক কে?
ক. কৃত্তিবাস
খ. কাশীরাম দাস
গ. ব্যাসদেব
ঘ. কবিন্দ্র পরমেশ্বর
উত্তরঃ খ
প্রশ্নঃ মনসুর বয়াতি রচিত পালাগান কোনটি?
ক. মহুয়া
খ. চন্দ্রাবতী
গ. মলুয়া
ঘ. দেওয়ানা মদিনা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বড়ু চণ্ডীদাসের ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের লেখক প্রদত্ত নাম কি?
ক. কৃষ্ণকীর্তন
খ. শ্রীকৃষ্ণ
গ. শ্রীকৃষ্ণকীর্তন
ঘ. কোন নাম ছিল না
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে?
ক. ভারতচন্দ্র
খ. ঈশ্বরগুপ্ত
গ. বিহারীলাল চক্রবর্তী
ঘ. ভবানন্দ মজুমদার
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি- অথবা, প্রাচীনতম বাঙ্গালী মুসলমান কবি কে?
ক. শাহ মোহাম্মদ সগীর
খ. সাবিরিদ খান
গ. শেখ ফয়জুল্লাহ
ঘ. মুহম্মদ কবির
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘মৈমনসিংহ গীতিকা’ কে সম্পাদনা করেন?
ক. ড. দীনেশচন্দ্র সেন
খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ. ড. কাজী মোতাহার হোসেন
ঘ. ড. মযহারুল ইসলাম
উত্তরঃ ক
প্রশ্নঃ উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর রূপকথা সংগ্রহের নাম কি?
ক. ঠাকুরমার ঝুলি
খ. রূপকথা
গ. ঠাকুরদার ঝুলি
ঘ. টোনাটুনির বই
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বড়ু চন্ডীদাসের জন্মস্থান কোনটি?
ক. বীরভূম জেলার নানুর গ্রামে
খ. বীরভূম জেলার কাঁকিল্যা গ্রামে
গ. বাঁকুড়া জেলার নানুর গ্রামে
ঘ. বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে
উত্তরঃ ক
প্রশ্নঃ মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমান কবিগণের সর্বপেক্ষা উল্লেখযোগ্য অবদান কোনটি?
ক. লোক সাহিত্য
খ. পুঁথি সাহিত্য
গ. বাংলা গীতিকা
ঘ. রোমান্টিক প্রণয়োপাথ্যান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ভারতচন্ত্র রায়গুণাকর কোন রাজসভারকবি?
ক. আরাকান রাজসভা
খ. কৃষ্ণনগর রাজসভা
গ. রাজাগণেশের রাজসভা
ঘ. লক্ষণসেনেররাজ সভা
উত্তরঃ খ
প্রশ্নঃ শাহ মুহম্মদ সগীর ‘ইউসুফ জোলেখা’ রচনা করেন কার শাসনামলে?
ক. রুকনউদ্দিন বারবক শাহ
খ. ফিরোজশাহ
গ. আলাউদ্দিন হোসেন শাহ
ঘ. গিয়াসউদ্দিন আজম শাহ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ প্রাকচৈতন্য যুগ হল-
ক. ১২০১-১৫০০
খ. ১৩৫১-১৫০০
গ. ১৩৫১-১৮০০
ঘ. ১২০১-৮০০
উত্তরঃ ক
প্রশ্নঃ লালনের গানগুলো সর্বপ্রথম সংগ্রহ করেন কে?
ক. সিরাজ শাহ
খ. কাজী মোতাহার হোসেন
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. মীর মশাররফ হোসেন
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘অন্নদা মঙ্গল’ কাব্য কার রচনা?
ক. বিদ্যপতি
খ. বিজয় গুপ্ত
গ. ভারতচন্দ্র
ঘ. বিহারী লাল চক্রবর্তী
উত্তরঃ গ
প্রশ্নঃ পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক-
ক. ভারত চন্দ্র রায়
খ. দৌলত কাজী
গ. সৈয়দ হামজা
ঘ. আব্দুল হাকিম
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘জঙ্গনামা’ কাব্যটির রচয়িতা কে?
ক. দৌলত উজির বাহরাম খান
খ. ফকির গরীবুল্লাহ
গ. মুহাম্মদ খান
ঘ. উপরের তিনজনই
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক?
ক. আলীবর্দী খাঁ
খ. মুর্শিদ কুলি খাঁ
গ. ইসলাম খাঁ
ঘ. আলাউদ্দিন হোসেন শাহ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ভবানন্দ মজুমদারের পূর্বনাম কি ছিল?
ক. ভবানন্দ
খ. মজুমদার
গ. দূর্গাদাস
ঘ. ভবানন্দ মজুমদার
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘সোনাভান’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
ক. সৈয়দ হামজা
খ. আলাওল
গ. শাহ মুহাম্মদ গরীবুল্লাহ
ঘ. মীর মোহাম্মদ সফী
উত্তরঃ গ
প্রশ্নঃ কবি আলাওল রচিত দ্বিতীয় কাব্য কোনটি?
ক. পদ্মাবতী
খ. সতীময়না ও লোরচন্দ্রানী
গ. সয়ফুলমুলুক-বদিউজ্জামান
ঘ. সপ্তপয়কর
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘শ্রীকৃষ্ণবিজয়’ এর রচয়িতা কে?
ক. মুকুন্দরাম চক্রবর্তী
খ. ভারতচন্দ্র রায়
গ. বিজয়গুপ্ত
ঘ. মালাধর বসু
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘সেক শুভোদয়া’ কার লেখা?
ক. জয়দেব
খ. শ্রী চৈতন্যদেব
গ. রামাই পণ্ডিত
ঘ. হলায়ুদ মিশ্র
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘চম্পুকাব্য’ কি?
ক. এক ধরনের গীতিকাব্য
খ. নাথ সাহিত্যের অপর নাম
গ. গদ্যকাব্য
ঘ. গদ্যপদ্য মিশ্রিত কাব্য
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কবি হাফিজকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন কোন নৃপতি?
ক. আলাউদ্দিন হোসেন শাহ
খ. রুকনউদ্দিন বারবক শাহ
গ. ফখরুদ্দিন মুবারক শাহ
ঘ. গিয়াস উদ্দিন আজম শাহ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ জয়দেবের ‘গীতগোবিন্দ’ রচিত হয় কোন শাসনের সময়?
ক. পাল শাসন
খ. সেন শাসন
গ. সুলতানী শাসন
ঘ. মুঘল শাসন
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘পুঁথি সাহিত্যে’র প্রাচীনতম লেখক—–
ক. ভারত চন্দ্র রায়
খ. দৌলত কাজী
গ. সৈয়দ হামজা
ঘ. আব্দুল হাকিম
উত্তরঃ গ
প্রশ্নঃ আরাকান রাজসভার সাহিত্যিক ছিলেন-
ক. শাহ সগীর
খ. সৈয়দ হামজা
গ. কবি জয়দেব
ঘ. আলাওল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘শিব’ কোন গানের বিষয়বস্তু?
ক. ভাওয়াইয়া
খ. ভাদু গান
গ. পটুয়া
ঘ. গম্ভীরা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘শূন্যপুরাণ’ একটি–
ক. রোমান্টিক প্রণয়োপাখ্যান
খ. রাধাকৃষ্ণ লীলা বিষয়ক কাব্য
গ. ধর্মীয় তত্ত্বের গ্রন্থ
ঘ. চৈতন্য জীবনীমূলক গ্রন্থ
উত্তরঃ গ
প্রশ্নঃ আলাওলের হপ্তপয়কর কোন ভাষার কাব্যের অনুবাদ?
ক. হিন্দি
খ. ফারসি
গ. ইংরেজি
ঘ. উর্দু
উত্তরঃ খ
প্রশ্নঃ দ্বিজ বংশীদাস মনসামঙ্গল কাব্য রচনার সময় ভণিতায় কোন নাম ব্যবহার করেছেন?
ক. দ্বিজ বংশী
খ. বংশী দাস
গ. বংশীধর
ঘ. সবগুলোই
উত্তরঃ ঘ
প্রশ্নঃ প্রাচীনতম বাঙ্গালী মুসলমান কবি কে?
ক. আলাওল
খ. সৈয়দ সুলতান
গ. শাহ মুহাম্মদ সগীর
ঘ. মুহম্মদ খান
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘বাইশা’ কি?
ক. মনসামঙ্গল কাব্যের একজন কবি
খ. চণ্ডীমঙ্গল কাব্যের একজন কবি
গ. মনসামঙ্গল কাব্যের বাইশ জন ছোট-বড় কবি
ঘ. চণ্ডীমঙ্গল কাব্যের বাইশ জন ছোট-বড় কবি
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘অনেক প্রাচীন ইতিহাস, প্রাচীন স্মৃতির চূর্ণ অংশ এই সকল ছড়ার মধ্যে বিক্ষিপ্ত হইয়া আসে।’ রবীন্দ্রনাথ তাঁর এ উক্তিতে ছড়া বলতে কি বুঝিয়েছেন?
ক. প্রাচীন সাহিত্য
খ. চর্যাপদের পঙতি
গ. লোকসাহিত্যের ছড়া
ঘ. পুরাণ আশ্রিত পঙতি
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের রচয়িতা
ক. চণ্ডীদাস
খ. বড়ু– চণ্ডীদাস
গ. দ্বিজ চণ্ডীদাস
ঘ. দীন চণ্ডীদাস
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘জঙ্গনামা’ কাব্যের বিষয় কি?
ক. যুদ্ধ বিগ্রহ
খ. শোক-তাপ
গ. রোমান্স
ঘ. প্রেম-ভালবাসা
উত্তরঃ ক
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)