প্রশ্নঃ বৈষ্ণবকীর্তন গানের শাখা কোনটি?
ক. মান্দারী
খ. ঝাড়খণ্ডী
গ. রেনেটি
ঘ. সবকটি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ মর্সিয়া ধারার হিন্দু কবি কে?
ক. রামরাম বসু
খ. রাধারমন গোপ
গ. সাধন রায়
ঘ. পাঁচু ঝাড়বিশিলা
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘জঙ্গনামা’ গ্রন্থটি রচনা করেছেন?
ক. সৈয়দ হামজা
খ. ফকির গরীবুল্লাহ
গ. শাহ মুহম্মদ সগীর
ঘ. দৌলত কাজী
উত্তরঃ খ
প্রশ্নঃ ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের?
ক. গিয়াস উদ্দীন আযম শাহ
খ. আলাউদ্দীন হুসেন শাহ
গ. ফকরুদ্দীন মোবারক শাহ
ঘ. ইলিয়াস শাহ
উত্তরঃ ক
প্রশ্নঃ ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে, শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচনাকাল কত?
ক. ১৩০০ খ্রি.
খ. ১৩৫০ খ্রি.
গ. ১৪০০ খ্রি.
ঘ. ১৪৫০ খ্রি.
উত্তরঃ গ
প্রশ্নঃ ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীনতম চণ্ডীদাস কে?
ক. দীন চণ্ডীদাস
খ. দ্বিজ চণ্ডীদাস
গ. বড়ু চণ্ডিদাস
ঘ. চণ্ডীদাস
উত্তরঃ গ
প্রশ্নঃ ভারতচন্দ্রের শ্রেষ্ঠ প্রতিভার নিদির্শন কোনটি?
ক. চণ্ডীমঙ্গল
খ. ধর্মমঙ্গল
গ. মনসামঙ্গল
ঘ. অন্নদামঙ্গল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বৈষ্ণব পদসাহিত্য রচয়িতা হলেন–
ক. চণ্ডীদাস
খ. জ্ঞানদাস
গ. গোবিন্দ দাস
ঘ. তিনজনই
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘মহাভারত’ এর রচয়িতা
ক. বাল্মিকী
খ. বেদব্যাস
গ. ভদ্রবাহু
ঘ. মনু
উত্তরঃ খ
প্রশ্নঃ শ্রীচৈতন্যদবের জীবনভিত্তিক প্রথম কাহিনী কাব্য কে রচনা করেন?
ক. বৃন্দাবন দাস
খ. লোচন দাস
গ. জয়ানন্দ
ঘ. পরাগল খাঁ
উত্তরঃ ক
প্রশ্নঃ রামায়ণের প্রথম মহিলা অনুবাদকের নাম কি?
ক. চন্দ্রকলাবতী চন্দ্রাবতী
খ. চন্দ্রাবতী
গ. পদ্মাবতী
ঘ. কামিনীরায়
উত্তরঃ খ
প্রশ্নঃ শাহ মুহম্মদ সগীরের ‘ইউসুফ জোলেখা’ কোনটি অবলম্বনে রচিত?
ক. কুরআন ও বাইবেল
খ. আরবীয় লোককাহিনী
গ. জামীর কাব্য
ঘ. নিজামীর কাব্য
উত্তরঃ ক
প্রশ্নঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্য সম্পাদনা করেন-
ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ
খ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ. হরপ্রসাদ শাস্ত্রী
ঘ. বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘নানান দেশের নানান ভাষা বিনা স্বদেশী ভাষা, পুরে কি আশা? -এ পঙ্ক্তিটি কার রচনা?
ক. শেখ ফজলুল করিম
খ. রামনিধি গুপ্ত
গ. আবদুল হাকিম
ঘ. অতুলপ্রসাদ সেন
উত্তরঃ খ
প্রশ্নঃ নাথ সাহিত্য সংগ্রহ ও সম্পাদনা করেছেন কে?
ক. ড. দীনেশচন্দ্র সেন
খ. ড. নলিনীকান্ত সেনগুপ্ত
গ. ড. ফনীভূষণ দাসগুপ্ত
ঘ. আবদুল করিম সাহিত্যবিশারদ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ পদ বা পদাবলী বলতে কি বুঝায়?
ক. লাচাড়ী ছন্দে রচিত পদ্য বা কবিতাবলী
খ. পদ্যকারে রচিত দেবস্তুতিমূলক রচনা
গ. বাউল বা মরমী গীতি
ঘ. বৌদ্ধ ও বৈষ্ণবীয় ধর্মের গুঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ চণ্ডীমঙ্গলের আদি কবি কে?
ক. মুকুন্দরাম
খ. দ্বিজ মাধব
গ. মানিক দত্ত
ঘ. কানাহরি দত্ত
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলা সাহিত্যে আরাকানকে কি নামে অভিহিত করা হত?
ক. সরন্দীপ
খ. গৌড়
গ. রোসাঙ্গ
ঘ. বার্মা
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘হেক্টরবধ’ কোন উপাখ্যান অবলম্বনে রচিত?
ক. হোমারের ইলিয়ড
খ. হোমারের ওডিসি
গ. ভার্জিনের ইনিদ
ঘ. দান্তের ডিভাইন কমেডি
উত্তরঃ ক
প্রশ্নঃ গিরিশচন্দ্র সেন কত সালে কুরআন শরীফের পূর্ণাঙ্গ বঙ্গানুবাদ সমাপ্ত করেন?
ক. ১৮৫২
খ. ১৮৯২
গ. ১৯০০
ঘ. ১৯১২
উত্তরঃ গ
প্রশ্নঃ নারায়ণ দেবের ‘পদ্মপুরাণ’ কাব্যে কোন দেবীর মহাত্ম্য গাওয়া হয়েছে?
ক. মনসা দেবীর
খ. অন্নদা দেবীর
গ. চণ্ডীকা দেবীর
ঘ. সারদা দেবীর
উত্তরঃ ক
প্রশ্নঃ মধ্যযুগের প্রণয়কাব্য ‘লায়লী মজনু’ কার রচনা? লায়লী মজনু কাব্যের রচয়িতা-
ক. শাহমুহম্মদ সগীর
খ. দৌলত উজি্র রবাহরাম খান
গ. সাবিরিদ খাঁ
ঘ. দৌলত কাজী
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘কেতকাদাস ক্ষেমানন্দ’ নামের মূল না কোনটি?
ক. কেতকাদাস
খ. ক্ষেমানন্দ
গ. সম্পূর্ণ অংশ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি?
ক. ধাঁধা
খ. ছড়া
গ. প্রবাদ
ঘ. গাথাকাহিনী
উত্তরঃ খ
প্রশ্নঃ সংকলন গ্রন্থ ‘হারামনি’ মোট কত খণ্ডের?
ক. ৭ খণ্ড
খ. ৮ খণ্ড
গ. ৯ খণ্ড
ঘ. ১০ খণ্ড
উত্তরঃ ঘ
প্রশ্নঃ পদাবলীর প্রথম কবি কে? অথবা, বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে?
ক. শ্রীচৈতন্য
খ. বিদ্যাপতি
গ. চণ্ডীদাস
ঘ. জ্ঞানদাস
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন বিখ্যাত ব্যক্তিত্ব নাথগীতিকা সংগ্রহ করে নাম দেন ‘ক্লাসিক রাজার গান?
ক. জর্জ গ্রিয়ার্সন
খ. উইলিয়াম কেরি
গ. আব্দুল করিম সাহিত্যবিশারদ
ঘ. ড. দীনেশ চন্দ্র সেন
উত্তরঃ ক
প্রশ্নঃ কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন?
ক. আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে
খ. ষোড়শ শতকের শেষার্ধে ও সপ্তদশ শতকের প্রথমার্ধে
গ. সপ্তদশ শতকের শেষার্ধে ও আঠারো শতকের প্রথমার্ধে
ঘ. উনিশ শতকের শেষার্ধে ও বিংশ শতকের প্রথমার্ধে
উত্তরঃ ক
প্রশ্নঃ দো-ভাষী পুঁথি সাহিত্যের প্রথম ও সার্থক কবি-
ক. সৈয়দ সুলতান
খ. ফকির গরীবুল্লাহ
গ. হায়াত মাহমুদ
ঘ. শেখ ফয়জুল্লাহ
উত্তরঃ খ
প্রশ্নঃ হারামণি কি? সংকলক কে?
ক. পুঁথি, আলাওল
খ. প্রাচীন লোকগীতি, মুহম্মদ মনসুর উদ্দীন
গ. উচ্চাঙ্গ সঙ্গীত, ওস্তাদ আয়াত আলী
ঘ. প্রাচীন সাহিত্য, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)