বাংলা সাহিত্য-৮৯

প্রশ্নঃ কোরআন শরীফের অনুবাদক গিরিশচন্দ্র সেনের বাড়ি কোন জেলায়?
ক. নরসিংদী
খ. মুন্সীগঞ্জ
গ. গাজীপুর
ঘ. মানিকগঞ্জ
উত্তরঃ ক

প্রশ্নঃ অন্ধকার যুগ কোনটি?
ক. ১২০১-১৩০০
খ. ১২০১-১৪০০
গ. ১২০১-১৩৫০
ঘ. ১২০১-১৪৫০
উত্তরঃ গ

প্রশ্নঃ বিপ্রদাস পিপিলাই রচিত মনসাবিজয় কাব্যে কয়টি পালা পাওয়া গেছে?
ক. পাঁচটি
খ. সাতটি
গ. নয়টি
ঘ. এগারটি
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ অন্নদামঙ্গল কাব্যের প্রধান কবি কে?
ক. মুকুন্দরাম চক্রবর্তী
খ. বিদ্যাপতি
গ. ভারতচন্দ্র রায়
ঘ. কবি কঙ্ক
উত্তরঃ গ

প্রশ্নঃ কবি আলাওলের জন্মস্থান-
ক. সিলেট
খ. চট্টগ্রাম
গ. ফরিদপুর
ঘ. বরিশাল
উত্তরঃ খ

প্রশ্নঃ মধ্যযুগের অনুবাদ সাহিত্য মূলত-
ক. আক্ষরিক অনুবাদ
খ. ব্যাকরণিক অনুবাদ
গ. ভাবানুবাদ
ঘ. মৌলিক রচনা
উত্তরঃ গ

প্রশ্নঃ সর্বপ্রথম বাংলা সাহিত্যে মুসলিম কবিদের আবির্ভাব ঘটে কোন যুগে?
ক. প্রাচীন যুগের শেষভাগে
খ. মধ্যযুগে
গ. আধুনিক যুগে
ঘ. অন্ধকার যুগে
উত্তরঃ খ

প্রশ্নঃ কবি আলওলের জন্মস্থান কোনটি?
ক. ফরিদপরের সুরেশ্বর
খ. চট্টগ্রামের জোবরা
গ. চট্টগ্রামের পটিয়া
ঘ. বার্মার আরাকান
উত্তরঃ খ

প্রশ্নঃ মুরারিগুপ্তের কাব্যের প্রকৃত নাম কি?
ক. মুরারিগুপ্তের কড়চা
খ. শ্রী চৈতন্যভাগবত
গ. কটকচ্চ
ঘ. শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য-চরিতামৃতম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য-
ক. ইউসুফ জুলেখা
খ. রসুল বিজয়
গ. নূরনামা
ঘ. শবে মেরাজ
উত্তরঃ ক

প্রশ্নঃ যে কোন মঙ্গলকাব্য কয়টি অংশ থাকে?
ক. ৪টি
খ. ৫টি
গ. ৬টি
ঘ. ৭টি
উত্তরঃ খ

প্রশ্নঃ ইংরেজিতে লোককথা বা লোককাহিনীকে কি বলে?
ক. স্টোরি
খ. ফেয়ারি টেলস
গ. ফকলোর
ঘ. ব্যালাড
উত্তরঃ গ

প্রশ্নঃ কে বাহরাম খানকে ‘দৌলত উজির’ উপাধি প্রদান করেন?
ক. মহারাজ কৃষ্ণকান্ত রায়
খ. জমিদার রঘুনাথ সিং
গ. নৃপৃতি নেজাম শাহ সুর
ঘ. মালিক মুহম্মদ জায়সী
উত্তরঃ গ

প্রশ্নঃ ময়নামতি গোপীচন্দ্রের কাহিনী কে সংগ্রহ করেন?
ক. দীনেশচন্দ্র সেন
খ. চন্দ্রকুমার দে
গ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ঘ. জর্জ গ্রিয়ার্সন
উত্তরঃ খ

প্রশ্নঃ ড. সুকুমার সেনের মতে কতজন কবি চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেছেন?
ক. ১৩ জন
খ. ১৯ জন
গ. ২২ জন
ঘ. ২৪ জন
উত্তরঃ খ

প্রশ্নঃ শ্রী চৈতন্যের প্রথম জীবনী লেখক কে?
ক. দামোদর
খ. গোবিন্দ দাস
গ. মুরারিগুপ্ত
ঘ. বৃন্দাবন দাস
উত্তরঃ গ

প্রশ্নঃ হিন্দি ‘পদুমাবৎ’ এর অবলম্বনে ‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতা-
ক. দৌলত উজির বাহরাম খান
খ. সৈয়দ সুলতান
গ. আব্দুল করিম সাহিত্য বিশারদ
ঘ. আলাওল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ “মোদের গরব মোদের আশা আ’মরি বাংলা ভাষা” – রচয়িতা কে?
ক. দ্বিজেন্দ্রলাল রায়
খ. রজনীকান্ত সেন
গ. অতুল প্রসাদ সেন
ঘ. সজনী কান্ড
উত্তরঃ গ

প্রশ্নঃ শ্রীচৈতন্যের পিতা কোন জেলার অধিবাসী ছিলেন?
ক. চট্টগ্রাম
খ. যশোর
গ. ফরিদপুর
ঘ. সিলেট
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কবি জয়ানন্দ কোন জীবনী কাব্যটি লিখেছেন?
ক. শ্রী চৈতন্য-চরিতামৃত
খ. চৈতন্যভাগবত
গ. চৈতন্যমঙ্গল
ঘ. গৌরাঙ্গ বিজয়
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশ থেকে সংগৃহীত লোকগীতিকাগুলোকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের পালাগানগুলোর মধ্যে কোনটি মনসুর বয়াতি রচিত?
ক. দেওয়ান মদিনা
খ. চন্দ্রাবতী
গ. মহুয়া
ঘ. মলুয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘চন্দ্রাবতী’ কী?
ক. নাটক
খ. পালাগান
গ. পদাবলী
ঘ. কাব্য
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কবি গান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়েই পরিচিত—
ক. রাম বসু এবং ভোলা ময়রা
খ. এন্টনি ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়
গ. সাবিরিদ খান এবং দাশরথি রায়
ঘ. আলাওল এবং ভারতচন্দ্র
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘শাহনামা’ এর লেখক কে?
ক. কবি ফেরদৌসী
খ. মওলানা রূমী
গ. কবি নিজামী
ঘ. কবি জামি
উত্তরঃ ক

প্রশ্নঃ হিন্দি কবি সাধন রচিত ‘মৈনাসত’ অবলম্বনে সতীময়নালোর চন্দ্রানী কাব্য রচনা করেন কে?
ক. দৌলত কাজী
খ. মাগন ঠাকুর
গ. সৈয়দ সুলতান
ঘ. আলাওল
উত্তরঃ ক

প্রশ্নঃ মনসামঙ্গল ও মনসাবিজয় কাব্যের কবিগণ কোন পৃষ্ঠপোষকের প্রশংসা করেছেন?
ক. আজম শাহ
খ. নসরত শাহ
গ. আলাউদ্দিন হোসেন শাহ
ঘ. জালালুদ্দিন মুহাম্মদ শাহ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘গোরক্ষ বিজয়’ কাব্যটি কে সম্পাদনা করেন?
ক. নলিনীকান্ত ভট্টশালী
খ. পঞ্চানন মণ্ডল
গ. আব্দুল করিম সাহিত্যবিশারদ
ঘ. দীনেশচন্দ্র সেন
উত্তরঃ গ

প্রশ্নঃ মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র মারা যান কত সালে?
ক. ১৭৬০ সালে
খ. ১৮৬০ সালে
গ. ১৯০৫ সালে
ঘ. ১৭৭০ সালে
উত্তরঃ ক

প্রশ্নঃ সাপের অধিষ্ঠাত্রী দেবী মনসার অপর নাম কি?
ক. ক্ষেমানন্দ
খ. কেতকা
গ. পদ্মাবতী
ঘ. খ ও গ
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top