বাংলা সাহিত্য-৮৭

প্রশ্নঃ ‘কড়চা’ অর্থ কি?
ক. চৈতন্য জীবনী গ্রন্থ
খ. মুরারিগুপ্তের চৈতন্য জীবনীমূলক গ্রন্থ
গ. দামোদর রচিত চৈতন্য জীবনী
ঘ. বৃন্দাবন দাস রচিত চৈতন্য জীবনী
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন ঘটনার কারণে অন্ধকার যুগ শুরু হয়েছে বলে মনে করা হয়?
ক. হযরত শাহজালালের (রা) আগমন
খ. বখতিয়ার খলজীর বাংলা বিজয়
গ. বল্লাল সেনের ব্রাহ্মণ্যবাদ চালু
ঘ. সেন বংশ নিশ্চিহ্ন হওয়া
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ হলায়ুদ মিশ্র রচিত পীর মাহাত্ম্য-ব্যঞ্জক কাব্য কোনটি?
ক. শ্রীকৃষ্ণকীর্তন
খ. গীতগোবিন্দ
গ. ভানুসিংহের পদাবলী
ঘ. সেক শুভোদয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘শ্রী কৃষ্ণপ্রেমতরঙ্গিনী’ কি?
ক. সমগ্র ভাগবতের সংক্ষিপ্ত অনুবাদ
খ. ভাগবতের আংশিক অনুবাদ
গ. শ্রীকৃষ্ণের প্রেমকাহিনীমূলক গ্রন্থ
ঘ. শ্রী চৈতন্যের প্রেমকাহিনীমূলক গ্রন্থ
উত্তরঃ ক

প্রশ্নঃ নাথসাহিত্য মতে আদিনাথ কে?
ক. শিব
খ. মীননাথ
গ. গোরক্ষনাথ
ঘ. তিনজনই
উত্তরঃ ক

প্রশ্নঃ নোয়াখালী-চট্টগ্রাম অঞ্চলের কোন গীতিকাটি অত্যন্ত জনপ্রিয় ছিল?
ক. মলুয়া
খ. দস্যু কেনারামের পালা
গ. কঙ্ক ও লীলা
ঘ. কাফন চোরা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ তেমন কোন উল্লেখযোগ্য সাহিত্যকর্ম সৃষ্টি না হওয়ায় মধ্যযুগের প্রথম ১৫০ বছরকে (১২০১ – ১৩৫০ সাল) বলা হয়–
ক. আলোকিত যুগ
খ. অন্ধকার যুগ
গ. সোনালী যুগ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ মধ্যযুগের শিব উপাসক যোগী সম্প্রদায়ের ধর্ম কি ছিল?
ক. হিন্দুধর্ম
খ. বৈষ্ণব ধর্ম
গ. নাথ ধর্ম
ঘ. সনাতন ধর্ম
উত্তরঃ গ

প্রশ্নঃ কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী কার অনুরোধে ‘চণ্ডীমঙ্গল’ কাব্য রচনা করেন?
ক. রাজা কৃষ্ণচন্দ্রের
খ. চন্দ্র সুধর্মার
গ. জমিদার রঘুনাথ রায়ের
ঘ. মাগন ঠাকুরের
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘রসূল বিজয়’- এর রচিয়তা কে?
ক. শাহ মুহম্মদ সাগীর
খ. মোজাম্মেল হক
গ. সাবিরিদ খান
ঘ. ফকীর গরীবুল্লাহ
উত্তরঃ গ

প্রশ্নঃ মর্সিয়া সাহিত্য বাংলা সাহিত্যের কোন যুগের ধারা?
ক. সেন যুগ
খ. প্রাচীন যুগ
গ. মধ্য যুগ
ঘ. আধুনিক যুগ
উত্তরঃ গ

প্রশ্নঃ কবীন্দ্র পরমেশ্বরের মহাভারতের নাম কি?
ক. আদি মহাভারত
খ. পরাগলী মহাভারত
গ. মহাভারত
ঘ. মহান মহাভারত
উত্তরঃ খ

প্রশ্নঃ গোরক্ষ বিজয়ের কাহিনীতে চার সিদ্ধার মধ্যে আদর্শচ্যুত হননি কে?
ক. মীননাথ
খ. গোরক্ষনাথ
গ. হাড়ি পা
ঘ. কানু পা
উত্তরঃ খ

প্রশ্নঃ শাহ মুহম্মদ সগীরের কবি প্রতিভা কোন শতকে বিকাশ লাভ করে?
ক. চতুর্দশ
খ. পঞ্চদশ
গ. ষোড়শ
ঘ. সপ্তদশ
উত্তরঃ খ

প্রশ্নঃ কাশীরাম দাস কোন শতকে মহাভারত অনুবাদ করেন?
ক. পঞ্চদশ
খ. ষোড়শ
গ. সপ্তদশ
ঘ. অষ্টাদশ
উত্তরঃ গ

প্রশ্নঃ শ্রী চৈতন্যদেবের প্রথমা স্ত্রী মারা যান–
ক. ট্রাম দুর্ঘটনায়
খ. নৌকাডুবিতে
গ. আত্মহত্যা করে
ঘ. সর্প দংশনে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বৈষ্ণব পদাবলীতে মূলত কিসের সম্পর্ক দেখানো হয়?
ক. স্রষ্টা ও সৃষ্টির সম্পর্ক
খ. রাধা ও কৃষ্ণের সম্পর্ক
গ. নর ও নারীর সম্পর্ক
ঘ. চৈতন্যদেব ও শ্রীকৃষ্ণের সম্পর্ক
উত্তরঃ ক

প্রশ্নঃ বডু চন্ডীদাসের প্রকৃত নাম কি?
ক. অনন্ত
খ. দামুন্যা
গ. চণ্ডীবাবু
ঘ. রাস বিহারী
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা সাহিত্যের মঙ্গলকাব্য ধারার সবচেয়ে প্রাচীনতম ধারা কোনটি?
ক. মনসামঙ্গল কাব্য
খ. চণ্ডীমঙ্গল কাব্য
গ. অন্নদামঙ্গল কাব্য
ঘ. ধর্মমঙ্গল কাব্য
উত্তরঃ ক

প্রশ্নঃ বিদ্যাপতির জন্ম–
ক. আনুমানিক ত্রয়োদশ শতাব্দীর শেষ ভাগে
খ. আনুমানিক চতুর্দশ শতাব্দীর শেষ ভাগে
গ. আনুমানিক চতুর্দশ শতাব্দীর প্রথম ভাগে
ঘ. তার জন্মকাল উদ্ধার করা সম্ভব হয়নি
উত্তরঃ খ

প্রশ্নঃ পূর্ববঙ্গ গীতিকার অন্তর্গত পালা কোনটি?
ক. মহুয়া
খ. ভেলুয়া
গ. মলুয়া
ঘ. কঙ ও লীলা
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি পুঁথিসাহিত্য?
ক. ইউসুফ-জোলেখা
খ. জঙ্গনামা
গ. গাজী-কালু-চম্পাবতী
ঘ. সবগুলো
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মৈমনসিংহ গীতিকার ‘মহুয়া’ পালার রচয়িতা কে?
ক. চন্দ্রাবতী
খ. দ্বিজ কানাই
গ. মনসুর বয়াতি
ঘ. দ্বিজ ঈশান
উত্তরঃ খ

প্রশ্নঃ কবি বিজয়গুপ্ত কাব্যের প্রতিনিধিস্থানীয় ও শেষ্ঠ কবি কে?
ক. হরিদত্ত
খ. বিজয় গুপ্ত
গ. নারায়ণ দেব
ঘ. বিপ্রদাস পিপিলাই
উত্তরঃ গ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ‘ছড়া’কে কিসের সাথে তুলনা করেছেন?
ক. ইতিহাস গ্রন্থ
খ. প্রাচীন কাব্য
গ. মেঘ
ঘ. স্রোত
উত্তরঃ গ

প্রশ্নঃ ড. দীনেশচন্দ্র সেনের উদ্যোগে সংগৃহীত গীতিকাগুলো কয় খণ্ডে প্রকাশিত হয়?
ক. দুই খণ্ডে
খ. তিন খণ্ডে
গ. চার খণ্ডে
ঘ. পাঁচ খণ্ডে
উত্তরঃ গ

প্রশ্নঃ ভাগবতের প্রথম বাংলা অনুবাদক কে?
ক. মালাধর বসু
খ. জয়দেব
গ. নিত্যানন্দ দাস
ঘ. শ্রীকর নন্দী
উত্তরঃ ক

প্রশ্নঃ আরাকান রাজসভার কবি কে?
ক. সৈয়দ সুলতান
খ. শাহ মুহম্মদ সগীর
গ. দৌলত উজির বাহরাম খান
ঘ. আলাওল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ গোরক্ষ বিজয়-এর রচয়িতা কে?
ক. শেখ আলিমুদ্দিন
খ. জৈনুদ্দিন
গ. শেখ ফয়জুল্লাহ
ঘ. মোজাম্মেল হক
উত্তরঃ গ

প্রশ্নঃ মঙ্গলকাব্যের মূল উপজীব্য কি?
ক. ধর্মপ্রচারঙ
খ. মানবন্দনা
গ. দেবদেবীর গুণগান
ঘ. লোককাহিনী
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!