বাংলা সাহিত্য-৮৫

প্রশ্নঃ বাংলা সাহিত্যে মঙ্গল কাব্য ধারায় সবেচেয় প্রাচীনতম ধারা কোনটি?
ক. মনসামঙ্গল কাব্য
খ. চন্ডীমঙ্গল কাব্য
গ. অন্নদামঙ্গল কাব্য
ঘ. ধর্মমঙ্গল কাব্য
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বেহুলা’ চরিত্রটি কোন মঙ্গলকাব্যের সম্পদ?
ক. অন্নদামঙ্গল
খ. ধর্মমঙ্গল
গ. চন্ডীমঙ্গল
ঘ. মনসামঙ্গল
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কোন মুসলমান কবি বৈষ্ণব পদ রচনা করেন?
ক. শেখ ফয়জুল্লাহ
খ. সৈয়দ আইনুদ্দিন
গ. আলাওল
ঘ. এরা প্রত্যেকেই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের একখানি পুঁথিতে এর প্রকৃত নামের যে পরোক্ষ হদিস পাওয়া যায়, সেটি কি?
ক. শ্রীকৃষ্ণলীলা
খ. শ্রীকৃষ্ণসন্দর্ভ
গ. শ্রীকৃষ্ণভগবত
ঘ. শ্রীগোকুল
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি পৌরাণিক মঙ্গলকাব্য?
ক. অন্নদামঙ্গল
খ. গৌরীমঙ্গল
গ. দুর্গামঙ্গল
ঘ. তিনটিই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ চণ্ডীমঙ্গল কাব্যধারার কোন কবি কে স্বভাব কবি বলা হয়?
ক. ভারতচন্দ্র রায়
খ. দ্বিজ মাধব
গ. বসন্তরঞ্জন রায়
ঘ. উপরের কেউ না
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন যুগকে প্রাক চৈতন্যযুগ হিসাবে অভিহিত করা হয়?
ক. ত্রয়োদশ-চতুর্দশ শতাব্দীকে
খ. চতুর্দশ-পঞ্চদশ শতাব্দীকে
গ. পঞ্চদশ শতাব্দীকে
ঘ. ত্রয়োদশ শতাব্দীকে
উত্তরঃ খ

প্রশ্নঃ হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছেন-
ক. তিব্বত, নেপাল
খ. সিকিম, ভুটান
গ. কাশী, বেনারস
ঘ. বোম্বে, জয়পুর
উত্তরঃ ক

প্রশ্নঃ ব্রজভাষা কি?
ক. বালার ভাষা
খ. ব্রজভূমির ভাষা
গ. বৃন্দাবনের ভাষা
ঘ. মথুরার ভাষা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিপ্রদাস পিপিলাই রচিত কাব্যের নাম কি?
ক. মনসা মঙ্গল
খ. মনসা বিজয়
গ. চাঁদ সওদাগর কাহিনী
ঘ. মনসা প্রশস্তি
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা ভাষার প্রথম জীবনী সাহিত্য কোনটি?
ক. রামচরিত
খ. শ্রীকৃষ্ণ কীর্তন
গ. চৈতনী জীবনী কাব্য
ঘ. গীতগোবিন্দ
উত্তরঃ গ

প্রশ্নঃ ধর্মমঙ্গল কাব্যধারার প্রথম কবি কে?
ক. হরিদত্ত
খ. মানিক দত্ত
গ. ময়ুর ভট্ট
ঘ. রূপরাম
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন কবি ‘ধর্মমঙ্গল’ কাব্যের প্রণেতা?
ক. বংশীদাস চক্রবর্তী
খ. রূপরাম চক্রবর্তী
গ. মুকুন্দরাম চক্রবর্তী
ঘ. বলরাম চক্রবর্তী
উত্তরঃ খ

প্রশ্নঃ চৈতন্যের নিকট কোন সুলতানের বিশিষ্ট কর্মচারী দীক্ষা গ্রহন করেন?
ক. আলাউদ্দীন হুসেন শাহ
খ. গিয়াসউদ্দীন আজম শাহ
গ. ফখরুদ্দীন মুবারক শাহ
ঘ. শামসুদ্দীন ইলিয়াস শাহ
উত্তরঃ ক

প্রশ্নঃ পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি কে?
ক. সৈয়দ হামজা
খ. ফকির গরীবুল্লাহ
গ. শাহ মুহম্মদ সগীর
ঘ. আলাওল
উত্তরঃ খ

প্রশ্নঃ কবি আলাওলের ‘তোহফা’ কাব্যটি কোন কাব্যের অনুবাদ?
ক. পদুমাবৎ
খ. মৈনাসত
গ. তোহফাতুন নেসায়েহ
ঘ. সেকান্দরনামা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘গোরক্ষ বিজয়’ কে রচনা করেন?
ক. মীননাথ
খ. মৎস্যেন্দ্রনাথ
গ. শেখ ফয়জুল্লাহ
ঘ. গোরক্ষনাথ
উত্তরঃ গ

প্রশ্নঃ বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন?
ক. ফারসি
খ. ব্রজবুলি
গ. মারাঠী
ঘ. হিন্দী
উত্তরঃ খ

প্রশ্নঃ মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকাপালন করেন-
ক. তুর্কী শাসকবর্গ
খ. মুঘল সম্রাটগণ
গ. পাঠান সুলতানগণ
ঘ. সংস্কৃত পণ্ডিতগণ
উত্তরঃ গ

প্রশ্নঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মূল কাহিনী কি?
ক. দেবদেবীর বন্দনা
খ. মানব বন্দনা
গ. রাধা ও কৃষ্ণের প্রেম
ঘ. দেবী চন্ডী কাহিনী
উত্তরঃ গ

প্রশ্নঃ হিন্দু আইনের সংক্ষিপ্ত সার ‘A Code of Gentoo Laws’- এর অনুবাদ করেন কে?
ক. ব্রাসি হ্যালহেড
খ. দোম অ্যান্তোনিও
গ. উইলিয়াম কেরি
ঘ. রাম রাম বসু
উত্তরঃ ক

প্রশ্নঃ নাথ সাহিত্যের প্রধান কবি কে?
ক. শেখ ফয়জুল্লাহ
খ. দুর্লভ মল্লিক
গ. শুকুর মাহমুদ
ঘ. ভীমসেন রায়
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘শ্রীকৃষ্ণকীর্তন” নামটি প্রদান করেন–
ক. শাহ মুহাম্মদ সগীর
খ. বসন্তরঞ্জন রায়
গ. ভারতচন্দ্র রায়
ঘ. শ্রীচৈতন্যদেব
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশে প্রচলিত বিদ্যাপতির পদাবলী কোন ভাষায় রচিত?
ক. বাংলা
খ. মৈথিলী
গ. ব্রজবুলি
ঘ. সংস্কৃত
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘লাইলী-মজনু’ কাব্যের উপাখ্যান কোন দেশের?
ক. সৌদি আরব
খ. ইরাক
গ. ইরান
ঘ. মিশর
উত্তরঃ গ

প্রশ্নঃ গীতগোবিন্দ কোন ভাষায় রচতি?
ক. প্রাচীন বাংলা
খ. সংস্কৃত
গ. ব্রজবুলি
ঘ. অবহট্‌হ
উত্তরঃ গ

প্রশ্নঃ চৈতন্যদেবের পর কার জীবনকে কেন্দ্র করে জীবনী সাহিত্য রচিত হয়?
ক. গোবিন্দ দাস
খ. চূড়ামণি দাস
গ. অদ্বৈতবর্মণ
ঘ. সুকুমার সেন
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘পুরাণ’ কি?
ক. পুরাতন কোন জিনিস
খ. পুরাতন ধর্মগ্রন্থ
গ. সংস্কৃত ভাষায় রচিত এক ধরনের কাহিনীকেন্দ্রিক ধর্মগ্রন্থ
ঘ. যে কোন ভাষায় রচিত কাহিনীকেন্দ্রিক ধর্মগ্রন্থ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘আমীর হামজা’ কাব্য রচনা করেন কে?
ক. আলাওল
খ. ফকীর গরীবুল্লাহ
গ. সৈয়দ হামজা
ঘ. রেজাউদ্দৌলা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতা-
ক. চণ্ডীদাস
খ. আলাওল
গ. শাহ মুহম্মদ সগীর
ঘ. ভারতচন্দ্র
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!