প্রশ্নঃ বাংলা সাহিত্যে মঙ্গল কাব্য ধারায় সবেচেয় প্রাচীনতম ধারা কোনটি?
ক. মনসামঙ্গল কাব্য
খ. চন্ডীমঙ্গল কাব্য
গ. অন্নদামঙ্গল কাব্য
ঘ. ধর্মমঙ্গল কাব্য
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘বেহুলা’ চরিত্রটি কোন মঙ্গলকাব্যের সম্পদ?
ক. অন্নদামঙ্গল
খ. ধর্মমঙ্গল
গ. চন্ডীমঙ্গল
ঘ. মনসামঙ্গল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন মুসলমান কবি বৈষ্ণব পদ রচনা করেন?
ক. শেখ ফয়জুল্লাহ
খ. সৈয়দ আইনুদ্দিন
গ. আলাওল
ঘ. এরা প্রত্যেকেই
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের একখানি পুঁথিতে এর প্রকৃত নামের যে পরোক্ষ হদিস পাওয়া যায়, সেটি কি?
ক. শ্রীকৃষ্ণলীলা
খ. শ্রীকৃষ্ণসন্দর্ভ
গ. শ্রীকৃষ্ণভগবত
ঘ. শ্রীগোকুল
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি পৌরাণিক মঙ্গলকাব্য?
ক. অন্নদামঙ্গল
খ. গৌরীমঙ্গল
গ. দুর্গামঙ্গল
ঘ. তিনটিই
উত্তরঃ ঘ
প্রশ্নঃ চণ্ডীমঙ্গল কাব্যধারার কোন কবি কে স্বভাব কবি বলা হয়?
ক. ভারতচন্দ্র রায়
খ. দ্বিজ মাধব
গ. বসন্তরঞ্জন রায়
ঘ. উপরের কেউ না
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন যুগকে প্রাক চৈতন্যযুগ হিসাবে অভিহিত করা হয়?
ক. ত্রয়োদশ-চতুর্দশ শতাব্দীকে
খ. চতুর্দশ-পঞ্চদশ শতাব্দীকে
গ. পঞ্চদশ শতাব্দীকে
ঘ. ত্রয়োদশ শতাব্দীকে
উত্তরঃ খ
প্রশ্নঃ হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছেন-
ক. তিব্বত, নেপাল
খ. সিকিম, ভুটান
গ. কাশী, বেনারস
ঘ. বোম্বে, জয়পুর
উত্তরঃ ক
প্রশ্নঃ ব্রজভাষা কি?
ক. বালার ভাষা
খ. ব্রজভূমির ভাষা
গ. বৃন্দাবনের ভাষা
ঘ. মথুরার ভাষা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বিপ্রদাস পিপিলাই রচিত কাব্যের নাম কি?
ক. মনসা মঙ্গল
খ. মনসা বিজয়
গ. চাঁদ সওদাগর কাহিনী
ঘ. মনসা প্রশস্তি
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলা ভাষার প্রথম জীবনী সাহিত্য কোনটি?
ক. রামচরিত
খ. শ্রীকৃষ্ণ কীর্তন
গ. চৈতনী জীবনী কাব্য
ঘ. গীতগোবিন্দ
উত্তরঃ গ
প্রশ্নঃ ধর্মমঙ্গল কাব্যধারার প্রথম কবি কে?
ক. হরিদত্ত
খ. মানিক দত্ত
গ. ময়ুর ভট্ট
ঘ. রূপরাম
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন কবি ‘ধর্মমঙ্গল’ কাব্যের প্রণেতা?
ক. বংশীদাস চক্রবর্তী
খ. রূপরাম চক্রবর্তী
গ. মুকুন্দরাম চক্রবর্তী
ঘ. বলরাম চক্রবর্তী
উত্তরঃ খ
প্রশ্নঃ চৈতন্যের নিকট কোন সুলতানের বিশিষ্ট কর্মচারী দীক্ষা গ্রহন করেন?
ক. আলাউদ্দীন হুসেন শাহ
খ. গিয়াসউদ্দীন আজম শাহ
গ. ফখরুদ্দীন মুবারক শাহ
ঘ. শামসুদ্দীন ইলিয়াস শাহ
উত্তরঃ ক
প্রশ্নঃ পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি কে?
ক. সৈয়দ হামজা
খ. ফকির গরীবুল্লাহ
গ. শাহ মুহম্মদ সগীর
ঘ. আলাওল
উত্তরঃ খ
প্রশ্নঃ কবি আলাওলের ‘তোহফা’ কাব্যটি কোন কাব্যের অনুবাদ?
ক. পদুমাবৎ
খ. মৈনাসত
গ. তোহফাতুন নেসায়েহ
ঘ. সেকান্দরনামা
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘গোরক্ষ বিজয়’ কে রচনা করেন?
ক. মীননাথ
খ. মৎস্যেন্দ্রনাথ
গ. শেখ ফয়জুল্লাহ
ঘ. গোরক্ষনাথ
উত্তরঃ গ
প্রশ্নঃ বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন?
ক. ফারসি
খ. ব্রজবুলি
গ. মারাঠী
ঘ. হিন্দী
উত্তরঃ খ
প্রশ্নঃ মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকাপালন করেন-
ক. তুর্কী শাসকবর্গ
খ. মুঘল সম্রাটগণ
গ. পাঠান সুলতানগণ
ঘ. সংস্কৃত পণ্ডিতগণ
উত্তরঃ গ
প্রশ্নঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মূল কাহিনী কি?
ক. দেবদেবীর বন্দনা
খ. মানব বন্দনা
গ. রাধা ও কৃষ্ণের প্রেম
ঘ. দেবী চন্ডী কাহিনী
উত্তরঃ গ
প্রশ্নঃ হিন্দু আইনের সংক্ষিপ্ত সার ‘A Code of Gentoo Laws’- এর অনুবাদ করেন কে?
ক. ব্রাসি হ্যালহেড
খ. দোম অ্যান্তোনিও
গ. উইলিয়াম কেরি
ঘ. রাম রাম বসু
উত্তরঃ ক
প্রশ্নঃ নাথ সাহিত্যের প্রধান কবি কে?
ক. শেখ ফয়জুল্লাহ
খ. দুর্লভ মল্লিক
গ. শুকুর মাহমুদ
ঘ. ভীমসেন রায়
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘শ্রীকৃষ্ণকীর্তন” নামটি প্রদান করেন–
ক. শাহ মুহাম্মদ সগীর
খ. বসন্তরঞ্জন রায়
গ. ভারতচন্দ্র রায়
ঘ. শ্রীচৈতন্যদেব
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশে প্রচলিত বিদ্যাপতির পদাবলী কোন ভাষায় রচিত?
ক. বাংলা
খ. মৈথিলী
গ. ব্রজবুলি
ঘ. সংস্কৃত
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘লাইলী-মজনু’ কাব্যের উপাখ্যান কোন দেশের?
ক. সৌদি আরব
খ. ইরাক
গ. ইরান
ঘ. মিশর
উত্তরঃ গ
প্রশ্নঃ গীতগোবিন্দ কোন ভাষায় রচতি?
ক. প্রাচীন বাংলা
খ. সংস্কৃত
গ. ব্রজবুলি
ঘ. অবহট্হ
উত্তরঃ গ
প্রশ্নঃ চৈতন্যদেবের পর কার জীবনকে কেন্দ্র করে জীবনী সাহিত্য রচিত হয়?
ক. গোবিন্দ দাস
খ. চূড়ামণি দাস
গ. অদ্বৈতবর্মণ
ঘ. সুকুমার সেন
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘পুরাণ’ কি?
ক. পুরাতন কোন জিনিস
খ. পুরাতন ধর্মগ্রন্থ
গ. সংস্কৃত ভাষায় রচিত এক ধরনের কাহিনীকেন্দ্রিক ধর্মগ্রন্থ
ঘ. যে কোন ভাষায় রচিত কাহিনীকেন্দ্রিক ধর্মগ্রন্থ
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘আমীর হামজা’ কাব্য রচনা করেন কে?
ক. আলাওল
খ. ফকীর গরীবুল্লাহ
গ. সৈয়দ হামজা
ঘ. রেজাউদ্দৌলা
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতা-
ক. চণ্ডীদাস
খ. আলাওল
গ. শাহ মুহম্মদ সগীর
ঘ. ভারতচন্দ্র
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)