প্রশ্নঃ মহুয়া পালা কে রচনা করেছেন?
ক. দ্বিজ কানাই
খ. মনসুর বয়াতী
গ. ফকীর গরীবউল্লাহ
ঘ. নয়ন চাঁদ ঘোষ
উত্তরঃ ক
প্রশ্নঃ মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে?
ক. কাশীরাম দাস
খ. শ্রীকর নন্দী
গ. সঞ্জয়
ঘ. কবীন্দ্র পরমেশ্বর
উত্তরঃ ক
প্রশ্নঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কত সালে আবিষ্কৃত হয়?
ক. ১৯০৯ সালে
খ. ১৯০৭ সালে
গ. ১৯১৬ সালে
ঘ. ১৯২২ সালে
উত্তরঃ ক
প্রশ্নঃ মৈমনসিংহ গীতিকার অন্তর্গত পালা কোনটি?
ক. মহুয়া
খ. মলুয়া
গ. চন্দ্রাবতী
ঘ. সবগুলোই
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ভাওয়াইয়া গান প্রথম সংগ্রহ করেন কে?
ক. ড. দীনেশচন্দ্র সেন
খ. জর্জ গ্রিয়ার্সন
গ. মনসুর বয়াতি
ঘ. ড. আশুতোষ ভট্টাচার্য
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘Tree without Roots’ কোন গ্রন্থের ইংরেজি অনুবাদ?
ক. বিষবৃক্ষ
খ. লালসালু
গ. বিষাদসিন্ধু
ঘ. নীলদর্পণ
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলা ভাষায় লিখিত প্রথম জীবনী সাহিত্য কোনটি?
ক. মুরারিগুপ্তের কড়চা
খ. স্বরূপ দামোদর কড়চা
গ. শ্রী শ্রী চৈতন্য-চরিতামৃত
ঘ. শ্রী চৈতন্যভাগবত
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বৈষ্ণব পদাবলীর অধিকাংশ পদ কোন ভাষায় রচিত?
ক. মৈথিলী ভাষায়
খ. বাংলা ভাষায়
গ. প্রাকৃত ভাষায়
ঘ. ব্রজবুলি ভাষায়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্র কোনটি?
ক. কালকেতু
খ. ফুল্লরা
গ. ঈশ্বরী পাটনী
ঘ. মুরারি শীল
উত্তরঃ ক
প্রশ্নঃ আলাওল কোন রাজসভার কবি ছিলেন?
ক. দিল্লীর
খ. হোসেন শাহীর
গ. ফরিদপুর রাজসভার
ঘ. আরাকান রাজসভার
উত্তরঃ ঘ
প্রশ্নঃ মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে?
ক. হরিদত্ত
খ. ভারতচন্দ্র
গ. মুকুন্দরাম
ঘ. চণ্ডীদাস
উত্তরঃ খ
প্রশ্নঃ বিদ্যাসুন্দর অংশটি কোন কাব্যের অন্তর্গত?
ক. অন্নদামঙ্গল
খ. ধর্মমঙ্গল
গ. মনসামঙ্গল
ঘ. চণ্ডীমঙ্গল
উত্তরঃ ক
প্রশ্নঃ মধ্যযুগের আদি নিদর্শন কোনটি?
ক. চর্যাপদ
খ. রঘুবংশ কাব্য
গ. শূন্যপূরণ
ঘ. শ্রীকৃষ্ণকীর্তন কাব্য
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘গম্ভীরা’ গান গাওয়া হয় কোন অঞ্চলে?
ক. উত্তরবঙ্গে
খ. সিলেট অঞ্চলে
গ. ময়মনসিংহ অঞ্চলে
ঘ. পার্বত্য অঞ্চলে
উত্তরঃ ক
প্রশ্নঃ পুঁথি সাহিত্য বলতে বুঝি-
ক. প্রেম বিষয়ক
খ. হিন্দু মুসলমান সম্পর্ক বিষয়ক
গ. ইসলামী চেতনাসম্পৃক্ত
ঘ. নবী রাসুল বিষয়ক
উত্তরঃ গ
প্রশ্নঃ শ্রী বসন্তরঞ্জন রায় শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা হতে উদ্ধার করেন?
ক. লক্ষণ সেনের রাজগ্রন্থাগার থেকে
খ. নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে
গ. মহাস্থানগড়ের রাজা পরশুরামের গোলাঘর থেকে
ঘ. বাঁকুড়ায় কাকিল্যা গ্রামের গোয়ালঘরের চালার নিচ থেকে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলা সাহিত্যের ইতিহাসে অন্ধকার যুগ কোন যুগের অন্তর্ভুক্ত?
ক. প্রাচীন যুগের
খ. মধ্যযুগের
গ. আধুনিক যুগের
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলা সাহিত্যের ইতিহাসে কোন সময়কে মধ্যযুগ ধরা হয়?
ক. ৯৫০-১২০০ খ্রিস্টাব্দ
খ. ১২০১-১৩৫০ খ্রিস্টাব্দ
গ. ১২০১-১৮০০ খ্রিস্টাব্দ
ঘ. ১৩৫১-১৮০০ খ্রিস্টাব্দ
উত্তরঃ গ
প্রশ্নঃ পশুপাখির কাহিনী অবলম্বনে গড়া কাহিনীকে কি বলে?
ক. রূপকথা
খ. উপকথা
গ. ব্রতকথা
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘লাইলী-মজনু’ কাব্যের অনুবাদক হলেন-
ক. সাবিরিদ খান
খ. সৈয়দ সুলতান
গ. দৌলত উজির বাহরাম
ঘ. আলাওল
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলা অনুবাদ কাব্যের সূচনা কোন যুগে হয়?
ক. প্রাচীণ যুগ
খ. মধ্যযুগ
গ. অন্তমধ্য যুগ
ঘ. আধুনিক যুগ
উত্তরঃ খ
প্রশ্নঃ ক্রমের দিক হতে বাংলা ভাষার দ্বিতীয় গ্রন্থ
ক. চর্যাপদ
খ. শ্রীকৃষ্ণবিজয়
গ. শ্রীকৃষ্ণকীর্তন
ঘ. সেক শুভোদয়া
উত্তরঃ গ
প্রশ্নঃ নাথ সাহিত্যের প্রধান নিদর্শন কোনটি?
ক. পার্বতী কাহিনী
খ. মীননাথের নারীমোহ থেকে উদ্ধার
গ. ময়নামতি ও গোপীচন্দ্রের আখ্যান
ঘ. গোপীচন্দ্রের সন্ন্যাস
উত্তরঃ গ
প্রশ্নঃ নাথগীতিকাগুলো স্যার জর্জ গ্রিয়ার্সন কি নামে প্রকাশ করেন?
ক. মাণিকচন্দ্র রাজার গান
খ. রংপুরের গান
গ. ময়মনসিংহের গান
ঘ. ময়নামতীর গান
উত্তরঃ ক
প্রশ্নঃ কবি আলাওলের প্রথম রচনা কোনটি?
ক. পদ্মাবতী
খ. সয়ফুলমুলুক-বদিউজ্জামান
গ. সপ্তপয়কর
ঘ. তোহফা
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘মানিকচন্দ্র রাজার গান’ সম্পাদিত গ্রন্থটি কে সম্পাদনা করেন?
ক. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
খ. ড. আশরাফ সিদ্দিকী
গ. জর্জ গ্রিয়ার্সন
ঘ. দীনেশচন্দ্র সেন
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন কীর্তনটি বিলুপ্ত হয়ে গেছে?
ক. ঝাড়খণ্ডী
খ. মান্দারী
গ. রেনেটি
ঘ. ক ও খ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘সতী ময়না ও লোরচন্দ্রানী’ কাব্যটির রচয়িতা-
ক. আলাওল
খ. দৌলত কাজী
গ. মাগন ঠাকুর
ঘ. মরদন
উত্তরঃ খ
প্রশ্নঃ রোসাঙ্গ রাজসভায় বাংলা সাহিত্য চর্চার মূল পৃষ্ঠপোষক কে ছিলেন?
ক. আলাওল
খ. সৈয়দ সুলতান
গ. কাজী দৌলত
ঘ. মাগন ঠাকুর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘ঠাকুরমার ঝুলি’, ‘ঠাকুরদাদার ঝুলি’ প্রভৃতি রূপকথার বই সম্পাদনা করেন কে?
ক. সুকুমার রায়
খ. উপেন্দ্রকিশোর রায়
গ. দক্ষিণারঞ্জন মিত্র
ঘ. দীনেশ চন্দ্র সেন
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)