বাংলা সাহিত্য-৭৮

প্রশ্নঃ চৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনীকাব্য রচনা করেন-
ক. বৃন্দাবন দাস
খ. লোচন দাস
গ. জয়ানন্দ
ঘ. পরাগল খাঁ
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
ক. বেগম সুফিয়া কামাল
খ. মহাশ্বেতা দেবী
গ. পদ্মাবতী
ঘ. চন্দ্রাবতী
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বাহরাম খানের উপাধি কোনটি?
ক. কবিকঙ্কন
খ. দৌলত উজির
গ. বাহরাম খান
ঘ. বলরাম
উত্তরঃ খ

প্রশ্নঃ কবি জৈনুদ্দিন ‘রাসুল বিজয়’ কাব্য রচনা করেন কার পৃষ্ঠপোষকতায়?
ক. হুসেন শাহ
খ. বারবক শাহ
গ. ইউসুফ শাহ
ঘ. নসরত শাহ
উত্তরঃ গ

প্রশ্নঃ আনুমানিক কোন সময়ে কৃত্তিবাস রামায়ণের অনুবাদ করেন?
ক. চতুর্দশ শতকের মাঝামাঝি
খ. চতুর্দশ শতকের শেষার্ধে
গ. পঞ্চদশ শতকের প্রথমার্ধে
ঘ. পঞ্চদশ শতকের মাঝামাঝি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ফিরোজ শাহের আমলে বিদ্যাসুন্দর কাব্য রচনা করেন কে?
ক. শমসের আলী
খ. ভারতচন্দ্র
গ. আলাওল
ঘ. শ্রীধর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলা সাহিত্যের কোন যুগকে সূর্বণ যুগ বলা হয়?
ক. আদি যুগ
খ. চৈতন্য যুগ
গ. চৈতন্য পরবর্তী যুগ
ঘ. আধুনিক যুগ
উত্তরঃ গ

প্রশ্নঃ মধ্যযুগের সাহিত্যধারা কেমন ছিল?
ক. গদ্য নির্ভর
খ. রূপকথা নির্ভর
গ. ধর্ম নির্ভর
ঘ. কল্পনা নির্ভর
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা সাহিত্যে মধ্যযুগের শেষ কবি কে?
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ. ভারতচন্দ্র রায়
গ. রাম রাম বসু
ঘ. শাহ মুহম্মদ সগীর
উত্তরঃ খ

প্রশ্নঃ মূল রামায়ণ কোন ভাষায় রচিত?
ক. বাংলা
খ. হিন্দি
গ. সংস্কৃত
ঘ. আর্য ভারতীয়
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘মনসামঙ্গল’-এর লেখক কে
ক. কৃত্তিবাস
খ. মালাধর বসু
গ. মানিক দত্ত
ঘ. কানা হরিদত্ত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দোভাষী পুঁথি সাহিত্যকে বটতলার পুঁথি বলা হত কেন?
ক. বটতলায় সুর করে গাওয়া হত বলে
খ. বটতলায় প্রতিযোগিতার মাধ্যমে লেখা হত বলে
গ. গ্রামীণ জীবনঘনিষ্ঠ সাহিত্য ছিল বলে
ঘ. কলকাতার সস্তা প্রেস থেকে বের হত বলে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মঙ্গলকাব্য সৃষ্টির প্রধান উদ্দেশ্য কী?
ক. মা মনসার পূজা করা
খ. চণ্ডীপূজা করা
গ. ধর্মের মঙ্গল সাধনা করা
ঘ. বিভিন্ন দেবদেবীর পূজা করা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বেতালপঞ্চবিংশতি কোন গ্রন্থের অনুবাদ?
ক. বৈতাল পচ্চীসী
খ. পদুমাবত
গ. কমেডি অব ইররস
ঘ. অভিজ্ঞান শকুন্তলম
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘মানসিংহ ভবানন্দ উপাখ্যান’ কার রচনা?
ক. কানাহরি দত্ত
খ. বিজয় গুপ্ত
গ. মুকুন্দ রাম
ঘ. ভারতচন্দ্র রায় গুণাকর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিজয়গুপ্ত কোন জেলায় জন্মগ্রহন করেন?
ক. মুন্সিগঞ্জ
খ. বরিশাল
গ. ফরিদপুর
ঘ. চট্টগ্রাম
উত্তরঃ খ

প্রশ্নঃ হলায়ুদ মিশ্র রচিত ‘সেক শুভোদয়া’ কোন ভাষায় রচিত?
ক. বাংলা
খ. হিন্দি
গ. সংস্কৃত
ঘ. পালি
উত্তরঃ গ

প্রশ্নঃ দৌলত উজির বাহরাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন?
ক. ফরিদপুর
খ. সিলেট
গ. চট্টগ্রাম
ঘ. কৃষ্ণনগর
উত্তরঃ গ

প্রশ্নঃ কৃষ্ণভক্তি তত্ত্বরূপ লাভ করেছিল কোন যুগে?
ক. প্রাক চৈতন্য যুগে
খ. চৈতন্য যুগে
গ. প্রাচীন যুগে
ঘ. আধুনিক যুগে
উত্তরঃ খ

প্রশ্নঃ শাহ মুহম্মদ সগীরের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কোনটি? শাহ মুহম্মদ সগীর অনূদিত বিখ্যাত কাব্য কোনটি?
ক. সয়ফুলমূল্ক বদিউজ্জামাল
খ. নূরনামা
গ. ইউসুফ জোলেখা
ঘ. সিকান্দারনামা
উত্তরঃ গ

প্রশ্নঃ সর্বপ্রথম রামায়ণ অনুবাদকারী কবি হলেন–
ক. কামিনী রায়
খ. চন্দ্রাবতী
গ. স্বর্ণকুমারী দেবী
ঘ. মনমোহিনী দাসী
উত্তরঃ খ

প্রশ্নঃ শুকুর মুহম্মদ রচিত কাব্যের নাম-
ক. গোপীচাঁদের সন্ন্যাস
খ. ময়নামতির গান
গ. গোপীচন্দ্রের গীত
ঘ. সত্যপীর
উত্তরঃ ক

প্রশ্নঃ রামায়ণে কতটি কাণ্ড (খণ্ড) আছে?
ক. তিনটি
খ. সাতটি
গ. তেরটি
ঘ. বারটি
উত্তরঃ খ

প্রশ্নঃ রামাই পণ্ডিতের শূন্যপুরাণ গ্রন্থে কোন দুই ধর্মের মিশ্রণ ঘটেছে?
ক. মুসলমান ও হিন্দু
খ. হিন্দু ও বৌদ্ধ
গ. মুসলমান ও বৌদ্ধ
ঘ. হিন্দু ও খ্রিস্টান
উত্তরঃ খ

প্রশ্নঃ আলাওল কোন যুগের কবি?
ক. আধুনিক যুগের
খ. মধ্যযুগের
গ. অন্তমধ্যযুগের
ঘ. আদি যুগের
উত্তরঃ খ

প্রশ্নঃ বাসলী (বাশুলী) চরণে চণ্ডীদাস এই গান গাইলেন’ এখানে ‘বাসলী’ কে?
ক. রাধা
খ. কৃষ্ণ
গ. বিশালাক্ষ্ণী দেবী
ঘ. চণ্ডী উপাস্য দেবতা
উত্তরঃ গ

প্রশ্নঃ মধ্যযুগের অন্যতম সাহিত্য–
ক. শ্রীকৃষ্ণকীর্তন
খ. মঙ্গলকাব্য
গ. বৈষ্ণব পদাবলী
ঘ. অন্নদামঙ্গল
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন দুজন আরাকান রাজ্যসভার কবি?
ক. সৈয়দ সুলতান ও মুহম্মদ কবির
খ. মহাকবি আলাওল ও দৌলত কাজী
গ. কাশীরাম দাস ও মহাকবি আলাওল
ঘ. মহাকবি আলাওল ও সৈয়দ সুলতান
উত্তরঃ খ

প্রশ্নঃ আলাওলের কাব্যের নাম-
ক. ইউসুফ-জোলেখা
খ. লাইলী-মজনু
গ. মধুমালতী
ঘ. পদ্মাবতী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কবিগান ও পুঁথিসাহিত্যের উৎপত্তি কখন?
ক. সপ্তদশ শতাব্দীর মধ্য ভাগে
খ. অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগে
গ. অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে
ঘ. উনবিংশ শতাব্দীতে
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!