বাংলা সাহিত্য-৭৭

প্রশ্নঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মূল নাম কি?
ক. শ্রীকৃষ্ণসন্দর্ভ
খ. শ্রীকৃষ্ণলীলা
গ. কৃষ্ণ ও রাধা
ঘ. কৃষ্ণ কৃষ্ণ জপনাম
উত্তরঃ ক

প্রশ্নঃ মাইকেল হার্ট একশত জন বিশ্ববরেন্য নেতার ক্রিয়া-কর্ম বিশ্লেষণ করে এক নম্বর স্থান দিয়েছেন-
ক. যিশু খ্রিস্টকে
খ. হযরত মুহাম্মদ (স) কে
গ. এম. কে. গান্ধীকে
ঘ. বুদ্ধদেবকে
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি-
ক. কোরেশী মাগন ঠাকুর
খ. দৌলত কাজী
গ. আলাওল
ঘ. মরদন
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা ভাষায় ‘রামায়ণ’ অনুবাদ করেন কে?
ক. বাল্মীকি
খ. কৃত্তিবাস ওঝা
গ. বেদব্যাস
ঘ. বিজয়পণ্ডিত
উত্তরঃ খ

প্রশ্নঃ ড. আশরাফ সিদ্দিকী লোকগীতিকে কয় ভাগে ভাগ করেছেন?
ক. তিন ভাগে
খ. চার ভাগে
গ. পাঁচ ভাগে
ঘ. ছয় ভাগে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বৈষ্ণব সাহিত্য কোনটির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত?
ক. চৈতন্য জীবনী
খ. রাধাকৃষ্ণের প্রেমলীলা
গ. বৌদ্ধধর্ম
ঘ. ব্রাক্ষ ধর্ম
উত্তরঃ খ

প্রশ্নঃ চণ্ডীচরণ মুনশীর ‘তোতা ইতিহাস’ (১৮০৫) কোন ভাষা থেকে অনূদিত?
ক. সংস্কৃত
খ. পৌরাণিক
গ. ফারসি
ঘ. ইংরেজি
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন কবি নরহরি সরকারের আদেশে ‘চৈতন্যমঙ্গল’ রচনা করেন?
ক. কবি লোচন দাস
খ. জয়ানন্দ
গ. বৃন্দাবন দাস
ঘ. গোবিন্দ দাস
উত্তরঃ ক

প্রশ্নঃ মহাভারতের কথা অমৃত সমান। কাশীরাম দাস ভনে শুনে পূণ্যবান ॥ -চরণ দুটির রচয়িতা কে?
ক. বাল্মীকি
খ. কৃত্তিবাস
গ. কাশীরাম দাস
ঘ. চন্দ্রাবতী
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি শ্রী চৈতন্যদেবের জন্মস্থান?
ক. নদীয়া
খ. নবদ্বীপ
গ. বাঁকুড়া
ঘ. কাঁকিল্যা
উত্তরঃ খ

প্রশ্নঃ মধ্যযুগের কাব্যধারার প্রধান ধারা কয়টি?
ক. ৪টি
খ. ৫টি
গ. ৬টি
ঘ. ৭টি
উত্তরঃ ক

প্রশ্নঃ ময়মনসিংহ গীতিকা এবং পূর্ববঙ্গ গীতিকা প্রকাশ করেছে-
ক. ড. দীনেশচন্দ্র সেন
খ. বাংলা একাডেমী
গ. ঢাকা বিশ্ববিদ্যালয়
ঘ. কলকাতা বিশ্ববিদ্যালয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন গ্রন্থ (অনুবাদ) রচনার জন্য রুকনুদ্দিন বরবক শাহ মালাধর বসুকে ‘গুণরাজ খান’ উপাধি দেন?
ক. ভাগবত
খ. পদ্মপুরাণ
গ. বিষ্ণুপুরাণ
ঘ. ব্রক্ষপুরাণ
উত্তরঃ ক

প্রশ্নঃ কবি গানের প্রথম কবি কে?
ক. গোঁজলা পুট
খ. হরু ঠাকুর
গ. ভবানী ঘোষ
ঘ. নিতাই বৈরাগী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘শূন্যপুরাণ’ রচনা করেছেন-
ক. রামাই পন্ডিত
খ. শ্রীকর নন্দী
গ. বিজয় গুপ্ত
ঘ. লোচন দাস
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘কমলে কামিনী’ কি?
ক. পদ্মফুলে বসে থাকা তরুনীর সাপ গেলা
খ. পদ্মফুলে বসে থাকা ব্যাঙের সাপ গেলা
গ. পদ্মফুলে বসে থাকা সাপের হাতি গেলা ও উদিগীরণ করা
ঘ. পদ্মফুলে বসে থাকা তরুনীর হাতি গেলা ও উদিগীরণ করা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কাশীরাম দাস মহাভারতের কয়টি পর্ব অনুবাদ করেছিলেন?
ক. সম্পূর্ণ অংশের
খ. তিনটি পর্বের
গ. চারটি পর্বের
ঘ. সাতটি পর্বের
উত্তরঃ গ

প্রশ্নঃ মরদান রচিত কাব্যগ্রন্থের নাম কি?
ক. নুরনামা
খ. মধুমালতী
গ. চন্দ্রাবতী
ঘ. নসীরানামা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘পরাগলী মহাভারত’ এর রচয়িতা কে?
ক. পরাগল খাঁ
খ. ছুটি খাঁ
গ. কবীন্দ্র পরমেশ্বর
ঘ. শ্রীধর
উত্তরঃ গ

প্রশ্নঃ দ্বিজ বংশীদাসের জন্ম কোথায়?
ক. ময়মনসিংহে
খ. কলকাতায়
গ. মিথিলায়
ঘ. সিলেট
উত্তরঃ ক

প্রশ্নঃ বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি কে?
ক. গোবিন্দদাস
খ. জ্ঞানদাস
গ. চণ্ডীদাস
ঘ. বিদ্যাপতি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘চন্দ্রাবতী’ কাব্যের রচয়িতা কে?
ক. আলাওল
খ. মরদন
গ. মাগন ঠাকুর
ঘ. দৌলত কাজী
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘শ্রীকৃষ্ণকীর্তনের’ কাব্য কে রচনা করেন?
ক. রামাই পন্ডিত
খ. হলুয়াদ মিশ্র
গ. বড়ু চণ্ডিদাস
ঘ. খনা
উত্তরঃ গ

প্রশ্নঃ কত সালে বখতিয়ার বাংলা অক্রমণ করেন?
ক. ১২০২ সালে
খ. ১২০৪ সালে
গ. ১২০৫ সালে
ঘ. ১২০৬ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রকৃতপক্ষে মঙ্গলকাব্যগুলোকে কয় শ্রেণীতে ভাগ করা যায়?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
উত্তরঃ ক

প্রশ্নঃ মহাভারতের প্রাচীনতম অনুবাদক কে?
ক. কাশীরাম দাস
খ. কবীন্দ্র পরমেশ্বর
গ. ছুটি খাঁ
ঘ. শ্রীকর নন্দী
উত্তরঃ খ

প্রশ্নঃ মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম?
ক. আউল মনোহর দাস
খ. চৈতন্য দেব
গ. শ্রীকৃষ্ণ
ঘ. আদিনাথ শিব
উত্তরঃ খ

প্রশ্নঃ মহাভারতের প্রথম অনুবাদক কে?
ক. কবীন্দ্র পরমেশ্বর
খ. শ্রীকর নন্দী
গ. কাশীরাম দাস
ঘ. কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি লৌকিক মঙ্গলকাব্য?
ক. মনসামঙ্গল
খ. চণ্ডীদাস
গ. সারদামঙ্গল
ঘ. সবগুলোই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক কে?
ক. সৈয়দ আলী আহসান
খ. ড. আশরাফ সিদ্দিকী
গ. ড. আলাউদ্দিন আল আজাদ
ঘ. কবি আব্দুস সাত্তার
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!