বাংলা সাহিত্য-৭৬

প্রশ্নঃ কোন ধরনের কাব্যকে ‘জঙ্গনামা’ বলা হয়?
ক. নীতি কাব্য
খ. প্রণয় কাব্য
গ. শোকগাঁথা
ঘ. যুদ্ধকাব্য
উত্তরঃ গ

প্রশ্নঃ দেওয়ানা মদিনার প্রধান পুরুষ চরিত্র কোনটি?
ক. দেওয়ান সোনাফর
খ. দুলাল
গ. আলাল
ঘ. দস্যু কেনারাম
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কৃত্তিবাসের রামায়ণ কত সালে শ্রীরামপুর মিশনে ছাপা হয়?
ক. ১৮০২-১৮০৩ সালে
খ. ১৮০৫-১৮০৬ সালে
গ. ১৮০৮-১৮০৯ সালে
ঘ. ১৮১১-১৮১২ সালে
উত্তরঃ ক

প্রশ্নঃ পবিত্র কোরআন সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেন কে?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. গিরিশ চন্দ্র সেন
গ. সৈয়দ আমির আলী
ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
উত্তরঃ খ

প্রশ্নঃ চণ্ডীমঙ্গল কাব্য কার রচনা?
ক. ভারতচন্দ্র
খ. মুকুন্দরাম
গ. মানিক দত্ত
ঘ. ঘনরাম চক্রবর্তী
উত্তরঃ খ

প্রশ্নঃ আনুমানিক কত শতাব্দীতে বাল্মীকি রামায়ণ রচনা করেন?
ক. খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে
খ. খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে
গ. তৃতীয় শতাব্দীতে
ঘ. চতুর্থ শতাব্দীতে
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘টপ্পা’ গানের জনক কে?
ক. এন্টনি ফিরিঙ্গি
খ. দাশরথি রায়
গ. ভোলা ময়রা
ঘ. নিধু বাবু
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘সত্যপীর’ গ্রন্থটি রচনা করেন?
ক. শুকুর মুহম্মদ
খ. শেখ ফয়জুল্লাহ
গ. ভীমদাস
ঘ. শ্যামদাস
উত্তরঃ খ

প্রশ্নঃ মনসামঙ্গলা কাব্যের প্রতিনিধিস্থানীয় ও শ্রেষ্ঠ কবি কে?
ক. হরিদত্ত
খ. বিজয় গুপ্ত
গ. নারায়ণ দেব
ঘ. বিপ্রদাস পিপিলাই
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘শ্রী কৃষ্ণকীর্তনের’ রচয়িতা কে?
ক. জ্ঞান দাস
খ. দীন চণ্ডীদাস
গ. দীনহীন চণ্ডীদাস
ঘ. বড়ু চণ্ডীদাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দোভাষী পুঁথি সাহিত্যের সার্থক ও জনপ্রিয় কবি কে?
ক. সৈয়দ হামজা
খ. ফকীর গরীবুল্লাহ
গ. আলাওল
ঘ. শাহ মুহাম্মদ সগীর
উত্তরঃ খ

প্রশ্নঃ Ballad শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
ক. ইংরেজি
খ. ইতালি
গ. ফারসি
ঘ. গ্রিক
উত্তরঃ গ

প্রশ্নঃ মনসামঙ্গলের কবি কে?
ক. বিজয় গুপ্ত
খ. কেতকাদাস ক্ষেমানন্দ
গ. বিপ্রদাস পিপিলাই
ঘ. ওপরের তিনজনই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’-উক্তিটি কার?
ক. ভারতচন্দ্র রায়গুণাকর
খ. অতুল প্রসাদ সেন
গ. মুকুন্দরাম চক্রবর্তী
ঘ. রামনিধি গুপ্ত
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘শ্রীকৃষ্ণকীর্তন’ গ্রন্থটি কার রচনা?
ক. জয়দেব
খ. বড়ু চণ্ডীদাস
গ. দীন চণ্ডীদাস
ঘ. দ্বিজ চণ্ডীদাস
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে?
ক. জয়দেব
খ. বিদ্যাপতি
গ. চণ্ডীদাস
ঘ. জ্ঞানদাস
উত্তরঃ গ

প্রশ্নঃ সম্পাদিত হওয়ার পর শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কত সালে প্রকাশিত হয?
ক. ১৯০৭ সালে
খ. ১৯০৯ সালে
গ. ১৯১৬ সালে
ঘ. ১৯২২ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ ছুটি খাঁর প্রকৃত নাম কি?
ক. পরাগল খাঁ
খ. শ্রীকর নন্দী
গ. নসরত খাঁ
ঘ. কবীন্দ্র পরমেশ্বর
উত্তরঃ গ

প্রশ্নঃ বিদ্যাপতি কোন ধারার কবি?
ক. বৈষ্ণবপদাবলী
খ. রোমান্টিক প্রণয়োপাখ্যান
গ. চরিত সাহিত্য
ঘ. মঙ্গলকাব্য
উত্তরঃ ক

প্রশ্নঃ শেখ ফয়জুল্লাহ রচিত কয়টি কাব্যের সন্ধান পাওয়া গেছে?
ক. তিনটি
খ. চারটি
গ. পাঁচটি
ঘ. সাতটি
উত্তরঃ গ

প্রশ্নঃ বৈষ্ণব পদাবলী সংগ্রহ করেছিলেন কে?
ক. ইজ্জতুল্লাহ
খ. বিদ্যাপতি
গ. বাবা আউল মনোহর দাস
ঘ. গোবিন্দ দাস
উত্তরঃ গ

প্রশ্নঃ কত সালে সৈয়দ হামজা শাহ গরিবুল্লাহর অসমাপ্ত পুঁথি ‘জঙ্গনামা’ সমাপ্ত করেন?
ক. ১৭৭৮ সালে
খ. ১৭৯২ সালে
গ. ১৭৯৮ সালে
ঘ. ১৮০৪ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ শ্রী চৈতন্যের আসল নাম কি?
ক. নিমাই
খ. জগন্নাথ মিশ্র
গ. বিশ্বম্ভর
ঘ. বিশ্বরূপ
উত্তরঃ গ

প্রশ্নঃ মাধবাচর্যের ‘শ্রীকৃষ্ণমঙ্গল’ কাব্যে ভাগবতের কোন স্কন্ধকে গুরত্ব দেয়া হয়েছে?
ক. সপ্তম স্কন্ধ
খ. অষ্টম স্কন্ধ
গ. নবম স্কন্ধ
ঘ. দশম স্কন্ধ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘শূন্যপুরাণ’ কাব্য কার রচনা?
ক. লুইপা
খ. কাহ্নপা
গ. দৌলত উজির বাহারাম খা
ঘ. রামাই পণ্ডিত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘লাইলী মজনু’ কাব্যটি রচনা করেছেন–
ক. বাহরাম খান
খ. আলাওল
গ. জামী
ঘ. নিজামী
উত্তরঃ ক

প্রশ্নঃ মঙ্গলযুগের সর্বশেষ কবিরনাম কি?
ক. বিজয়গুপ্ত
খ. ভারতচন্দ্র রায়গুণাকর
গ. মুকুন্দরাম চক্রবর্তী
ঘ. কানাহরি দত্ত
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোন গ্রন্থটি সংস্কৃত ভাষায় জীবনী মহাকাব্য নামে খ্যাত?
ক. চৈতন্য-চরিতামৃত
খ. প্রেমামৃত
গ. কড়চা
ঘ. রামচরিত
উত্তরঃ ক

প্রশ্নঃ বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন?
ক. বাংলা
খ. সংস্কৃত
গ. মৈথিলী
ঘ. পালি
উত্তরঃ গ

প্রশ্নঃ এন্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা?
ক. কবিগান
খ. পুঁথি সাহিত্য
গ. নাথ সাহিত্য
ঘ. বৈষ্ণব পদ সাহিত্য
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!