বাংলা সাহিত্য-৭৬

প্রশ্নঃ কোন ধরনের কাব্যকে ‘জঙ্গনামা’ বলা হয়?
ক. নীতি কাব্য
খ. প্রণয় কাব্য
গ. শোকগাঁথা
ঘ. যুদ্ধকাব্য
উত্তরঃ গ

প্রশ্নঃ দেওয়ানা মদিনার প্রধান পুরুষ চরিত্র কোনটি?
ক. দেওয়ান সোনাফর
খ. দুলাল
গ. আলাল
ঘ. দস্যু কেনারাম
উত্তরঃ খ

প্রশ্নঃ কৃত্তিবাসের রামায়ণ কত সালে শ্রীরামপুর মিশনে ছাপা হয়?
ক. ১৮০২-১৮০৩ সালে
খ. ১৮০৫-১৮০৬ সালে
গ. ১৮০৮-১৮০৯ সালে
ঘ. ১৮১১-১৮১২ সালে
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ পবিত্র কোরআন সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেন কে?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. গিরিশ চন্দ্র সেন
গ. সৈয়দ আমির আলী
ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
উত্তরঃ খ

প্রশ্নঃ চণ্ডীমঙ্গল কাব্য কার রচনা?
ক. ভারতচন্দ্র
খ. মুকুন্দরাম
গ. মানিক দত্ত
ঘ. ঘনরাম চক্রবর্তী
উত্তরঃ খ

প্রশ্নঃ আনুমানিক কত শতাব্দীতে বাল্মীকি রামায়ণ রচনা করেন?
ক. খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে
খ. খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে
গ. তৃতীয় শতাব্দীতে
ঘ. চতুর্থ শতাব্দীতে
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘টপ্পা’ গানের জনক কে?
ক. এন্টনি ফিরিঙ্গি
খ. দাশরথি রায়
গ. ভোলা ময়রা
ঘ. নিধু বাবু
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘সত্যপীর’ গ্রন্থটি রচনা করেন?
ক. শুকুর মুহম্মদ
খ. শেখ ফয়জুল্লাহ
গ. ভীমদাস
ঘ. শ্যামদাস
উত্তরঃ খ

প্রশ্নঃ মনসামঙ্গলা কাব্যের প্রতিনিধিস্থানীয় ও শ্রেষ্ঠ কবি কে?
ক. হরিদত্ত
খ. বিজয় গুপ্ত
গ. নারায়ণ দেব
ঘ. বিপ্রদাস পিপিলাই
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘শ্রী কৃষ্ণকীর্তনের’ রচয়িতা কে?
ক. জ্ঞান দাস
খ. দীন চণ্ডীদাস
গ. দীনহীন চণ্ডীদাস
ঘ. বড়ু চণ্ডীদাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দোভাষী পুঁথি সাহিত্যের সার্থক ও জনপ্রিয় কবি কে?
ক. সৈয়দ হামজা
খ. ফকীর গরীবুল্লাহ
গ. আলাওল
ঘ. শাহ মুহাম্মদ সগীর
উত্তরঃ খ

প্রশ্নঃ Ballad শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
ক. ইংরেজি
খ. ইতালি
গ. ফারসি
ঘ. গ্রিক
উত্তরঃ গ

প্রশ্নঃ মনসামঙ্গলের কবি কে?
ক. বিজয় গুপ্ত
খ. কেতকাদাস ক্ষেমানন্দ
গ. বিপ্রদাস পিপিলাই
ঘ. ওপরের তিনজনই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’-উক্তিটি কার?
ক. ভারতচন্দ্র রায়গুণাকর
খ. অতুল প্রসাদ সেন
গ. মুকুন্দরাম চক্রবর্তী
ঘ. রামনিধি গুপ্ত
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘শ্রীকৃষ্ণকীর্তন’ গ্রন্থটি কার রচনা?
ক. জয়দেব
খ. বড়ু চণ্ডীদাস
গ. দীন চণ্ডীদাস
ঘ. দ্বিজ চণ্ডীদাস
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে?
ক. জয়দেব
খ. বিদ্যাপতি
গ. চণ্ডীদাস
ঘ. জ্ঞানদাস
উত্তরঃ গ

প্রশ্নঃ সম্পাদিত হওয়ার পর শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কত সালে প্রকাশিত হয?
ক. ১৯০৭ সালে
খ. ১৯০৯ সালে
গ. ১৯১৬ সালে
ঘ. ১৯২২ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ ছুটি খাঁর প্রকৃত নাম কি?
ক. পরাগল খাঁ
খ. শ্রীকর নন্দী
গ. নসরত খাঁ
ঘ. কবীন্দ্র পরমেশ্বর
উত্তরঃ গ

প্রশ্নঃ বিদ্যাপতি কোন ধারার কবি?
ক. বৈষ্ণবপদাবলী
খ. রোমান্টিক প্রণয়োপাখ্যান
গ. চরিত সাহিত্য
ঘ. মঙ্গলকাব্য
উত্তরঃ ক

প্রশ্নঃ শেখ ফয়জুল্লাহ রচিত কয়টি কাব্যের সন্ধান পাওয়া গেছে?
ক. তিনটি
খ. চারটি
গ. পাঁচটি
ঘ. সাতটি
উত্তরঃ গ

প্রশ্নঃ বৈষ্ণব পদাবলী সংগ্রহ করেছিলেন কে?
ক. ইজ্জতুল্লাহ
খ. বিদ্যাপতি
গ. বাবা আউল মনোহর দাস
ঘ. গোবিন্দ দাস
উত্তরঃ গ

প্রশ্নঃ কত সালে সৈয়দ হামজা শাহ গরিবুল্লাহর অসমাপ্ত পুঁথি ‘জঙ্গনামা’ সমাপ্ত করেন?
ক. ১৭৭৮ সালে
খ. ১৭৯২ সালে
গ. ১৭৯৮ সালে
ঘ. ১৮০৪ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ শ্রী চৈতন্যের আসল নাম কি?
ক. নিমাই
খ. জগন্নাথ মিশ্র
গ. বিশ্বম্ভর
ঘ. বিশ্বরূপ
উত্তরঃ গ

প্রশ্নঃ মাধবাচর্যের ‘শ্রীকৃষ্ণমঙ্গল’ কাব্যে ভাগবতের কোন স্কন্ধকে গুরত্ব দেয়া হয়েছে?
ক. সপ্তম স্কন্ধ
খ. অষ্টম স্কন্ধ
গ. নবম স্কন্ধ
ঘ. দশম স্কন্ধ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘শূন্যপুরাণ’ কাব্য কার রচনা?
ক. লুইপা
খ. কাহ্নপা
গ. দৌলত উজির বাহারাম খা
ঘ. রামাই পণ্ডিত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘লাইলী মজনু’ কাব্যটি রচনা করেছেন–
ক. বাহরাম খান
খ. আলাওল
গ. জামী
ঘ. নিজামী
উত্তরঃ ক

প্রশ্নঃ মঙ্গলযুগের সর্বশেষ কবিরনাম কি?
ক. বিজয়গুপ্ত
খ. ভারতচন্দ্র রায়গুণাকর
গ. মুকুন্দরাম চক্রবর্তী
ঘ. কানাহরি দত্ত
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোন গ্রন্থটি সংস্কৃত ভাষায় জীবনী মহাকাব্য নামে খ্যাত?
ক. চৈতন্য-চরিতামৃত
খ. প্রেমামৃত
গ. কড়চা
ঘ. রামচরিত
উত্তরঃ ক

প্রশ্নঃ বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন?
ক. বাংলা
খ. সংস্কৃত
গ. মৈথিলী
ঘ. পালি
উত্তরঃ গ

প্রশ্নঃ এন্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা?
ক. কবিগান
খ. পুঁথি সাহিত্য
গ. নাথ সাহিত্য
ঘ. বৈষ্ণব পদ সাহিত্য
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top