প্রশ্নঃ ‘পদ্মাবতী’ কাব্যের নায়ক ও নায়িকা কে?
ক. রত্নসেন ও পদ্মাবতী
খ. মরদান ও পদ্মাবতী
গ. সাধন ও পদ্মাবতী
ঘ. অসীম ও পদ্মাবতী
উত্তরঃ ক
প্রশ্নঃ কার কাব্য অবলম্বনে আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন?
ক. মনঝন
খ. সাধন
গ. সাবিরিদ খান
ঘ. মালিক মুহম্মদ জায়সী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নাথ গীতিকায় কাদের কাহিনী বর্ণিত রয়েছে?
ক. রাণী ময়নামতি ও তার পুত্র গোপীচন্দ্রের কাহিনী
খ. জমিদার নাদের চাঁদ ও সুন্দরী কন্যা মহুয়ার কাহিনী
গ. দস্যু কেনারাম ও রাজকুমারী কঙ্কাবতীর কাহিনী
ঘ. সুন্দরী কমলা ও দেওয়ান ভাবনার কাহিনী
উত্তরঃ ক
প্রশ্নঃ ব্রজবুলি ভাষা কোন ভাষা দ্বয়ের মিশ্রণ?
ক. মৈথিলী ও বাংলা
খ. মৈথিলী ও হিন্দি
গ. বাংলা ও হিন্দি
ঘ. বাংলা ও সংস্কৃত
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলা সাহিত্যে প্রথম জীবনী কাব্যটি কোনটি?
ক. চৈতন্য মঙ্গল
খ. শ্রী চৈতন্য-চরিতামৃত
গ. শ্রী চৈতন্যভাগবত
ঘ. কড়চা
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘সতীময়না ও লোরচন্দ্রানী’ কাব্যটির রচয়িতা?
ক. আলাওল
খ. দৌলত কাজী
গ. মাগন ঠাকুর
ঘ. মরদন
উত্তরঃ খ
প্রশ্নঃ মর্সিয়া সাহিত্যের আদি কবি কে?
ক. শেখ ফয়জুল্লাহ
খ. মুহম্মদ খান
গ. হায়াৎ মামুদ
ঘ. সৈয়দ সুলতান
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘ইউসুফ-জুলেখা’ কাব্যে কোন ধর্মগ্রন্থের নৈতিক উপাখ্যান বিধৃত হয়েছে?
ক. কুরআন
খ. বাইবেল
গ. কুরআন ও বাইবেল
ঘ. গীতা
উত্তরঃ গ
প্রশ্নঃ মহাভারতে মোট কয়টি পর্ব আছে?
ক. সাতটি
খ. নয়টি
গ. এগারটি
ঘ. আঠারটি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘টপ্পা’ কি?
ক. এক ধরনের গান
খ. নাচের মুদ্রা
গ. এক ধরনের বাদ্যযন্ত্র
ঘ. বিশেষ ধরনের খেলা
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘নবীবংশ’ পুস্তকটি কে রচনা করেছেন?
ক. গোলাম মোস্তাফা
খ. হাজী মোহাম্মিল
গ. মীর মশাররফ হোসেন
ঘ. সৈয়দ সুলতান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলা সাহিত্যে সন তারিখযুক্ত মনসামঙ্গল কাব্যের প্রথম রচয়িতা কে?
ক. কানাহরি দত্ত
খ. নারায়ণ দেব
গ. বিজয়গুপ্ত
ঘ. বিপ্রদাস পিপিলাই
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘ব্রজবুলি’ বলতে কী বোঝায়?
ক. ব্রজধামে কথিত ভাষা
খ. এক রকম কৃত্রিম কবিভাষা
গ. বাংলা ও হিন্দির যোগফল
ঘ. মৈথিলি ভাষার একটি উপাভাষা
উত্তরঃ খ
প্রশ্নঃ পুঁথি সাহিত্যের উদ্ভব-
ক. অষ্টাদশ শতাব্দীতে
খ. ষোড়শ শতাব্দীত
গ. চতুর্দশ শতাব্দীতে
ঘ. দ্বাদশ শতাব্দীতে
উত্তরঃ ক
প্রশ্নঃ Ballad কি?
ক. লোকগীতি
খ. লোকগাথা
গ. গীতিকা
ঘ. গাথা
উত্তরঃ গ
প্রশ্নঃ বৈষ্ণব পদকর্তা ‘চণ্ডীদাস’ কত জন?
ক. ৩ জন
খ. ২ জন
গ. ৪ জন
ঘ. ৫ জন
উত্তরঃ ক
প্রশ্নঃ দোভাষী পুঁথি ‘জঙ্গনামা’ রচয়িতা কে?
ক. সৈয়দ হামজা
খ. ফকীর গরীবুল্লাহ
গ. দৌলত কাজী
ঘ. গোঁজলা গুই
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলা সাহিত্যের আখ্যানমূলক লোকগীতিকে ইংরেজিতে কি বলা হয়?
ক. ফেয়ারি টেলস
খ. ব্যালাড
গ. ফক লোর
ঘ. ক্লাসিক রাজার গান
উত্তরঃ খ
প্রশ্নঃ শ্রীকৃষ্ণকীর্তনের কাহিনী ক’টি চরিত্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
উত্তরঃ খ
প্রশ্নঃ ভারতচন্দ্র রায়গুনাকর নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে কোন গ্রন্থ রচনা করেন?
ক. মনসামঙ্গল
খ. ধর্মমঙ্গল
গ. অন্নদামঙ্গল
ঘ. সারদামঙ্গল
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন কবি হোসনে শাহরে পৃষ্ঠপেঅষকতায় কাব্য রচনা করেন?
ক. রাম নিধিগুপ্ত
খ. মালাধর বসু
গ. মুকুন্দরাম চক্রবর্তী
ঘ. ভারতচন্দ্র রায়গুণাকর
উত্তরঃ খ
প্রশ্নঃ মঙ্গলকাব্যে প্রধানত কোন ছন্দ ব্যবহৃত হয়েছে?
ক. পয়ার ছন্দ
খ. স্বরবৃত্ত ছন্দ
গ. মুক্তক ছন্দ
ঘ. গৈরিশ ছন্দ
উত্তরঃ ক
প্রশ্নঃ গোবিন্দ দাস কতগুলো পদ রচনা করেছেন?
ক. প্রায় পাঁচশত
খ. প্রায় ছয়শত
গ. প্রায় সাতশত
ঘ. প্রায় আটশত
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘শ্রীকৃষ্ণ বিজয়’ এর রচয়িতা কে?
ক. মুকুন্দরাম চক্রবর্তী
খ. ভারতচন্দ্র রায়
গ. বিজয়গুপ্ত
ঘ. মালাধর বসু
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কবি বিজয়গুপ্ত রচিত গ্রন্থের নাম কি?
ক. শ্রীকৃষ্ণ বিজয়
খ. মনসামঙ্গল
গ. পদ্মপুরাণ
ঘ. মনসাবিজয়
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে?
ক. শাহ মুহম্মদ সাগীর
খ. আলাওল
গ. কোরেশী মাগন ঠাকুর
ঘ. দৌলত কাজী
উত্তরঃ ক
প্রশ্নঃ মহুয়া পালার নদের চাঁদ কোন এলাকার জমিদার-পুত্র ছিলেন?
ক. বামনকান্দার
খ. ময়মনসিংহের
গ. ভুবন ডাঙ্গার
ঘ. পূর্ববঙ্গের
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলা সাহিত্যে অন্ধকার যুগ
ক. সেন শাসনামল
খ. মুঘল শাসনামল
গ. পাল শাসনামল
ঘ. ইংরেজ শাসনামল
উত্তরঃ ক
প্রশ্নঃ সাবিরিদ খান কোন জেলার অধিবাসী ছিলেন?
ক. ঢাকা
খ. রাজশাহী
গ. সিলেট
ঘ. চট্টগ্রাম
উত্তরঃ ঘ
প্রশ্নঃ Folk-talk বলতে কি বোঝানো হয়-
ক. ছড়া
খ. ধাঁধা
গ. রূপকথা
ঘ. কথা
উত্তরঃ ঘ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)