বাংলা সাহিত্য-৬৮

প্রশ্নঃ ‘অপু ও দূর্গা’ চরিত্র দুটি কোন উপন্যাসের?
ক. দিবারাত্রির কাব্য
খ. পথের পাঁচালী
গ. বোবা কাহিনী
ঘ. নৌকাডুবি
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘গৃহদাহ’ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি?
ক. নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
খ. সুরেশ ও অচলা
গ. মধুসূদন ও কুমুদিনী
ঘ. গোবিন্দালাল ও রোহিণী
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কে?
ক. অমল
খ. ইন্দ্রনাথ
গ. অপু
ঘ. কেষ্ট
উত্তরঃ খ

প্রশ্নঃ মনসামঙ্গলের চরিত্র কোনটি?
ক. সনকা
খ. ফুল্লরা
গ. ঈশ্বরী পাটনী
ঘ. ভাঁড়ুদত্ত
উত্তরঃ ক

প্রশ্নঃ তারাশঙ্কর- এর কবি উপন্যাসের চরিত্র কোনটি?
ক. ঠাকুর ঝি
খ. অপু
গ. নিতাই
ঘ. ক ও খ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘চাঁদ সওদাগর’ বাংলা কোন কাব্যধারার চরিত্র?
ক. চণ্ডীমঙ্গল
খ. মনসামঙ্গল
গ. ধর্মমঙ্গল
ঘ. অন্নদামঙ্গল
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘রাজলক্ষ্ণী’ চরিত্রের স্রষ্টা কোন ঔপন্যাসিক?
ক. নজরুল ইসলাম
খ. তারাশংকর বন্দ্যোপাধ্যায়
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘মৃন্ময়’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা?
ক. সমাপ্তি
খ. দেনা-পাওনা
গ. পোস্ট মাস্টার
ঘ. মধ্যবর্তিনী
উত্তরঃ ক

প্রশ্নঃ শর্মিলা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন উপন্যাসের নায়িকা?
ক. দুইবোন
খ. বউঠাকুরাণীর হাট
গ. শেষের কবিতা
ঘ. মালঞ্চ
উত্তরঃ ক

প্রশ্নঃ রবীন্দ্রনাথের ‘ছুটি’ গল্পের চরিত্র কোনটি?
ক. অপু
খ. ফটিক
গ. গফুর
ঘ. মাখন
উত্তরঃ খ

প্রশ্নঃ অমিত ও লাবণ্য কোন উপন্যাসের চরিত্র?
ক. শেষের কবিতা
খ. চোখের বালি
গ. নৌকাডুবি
ঘ. গোরা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘অভয়া’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র?
ক. পল্লীসমাজ
খ. শ্রীকান্ত
গ. গৃহদাহ
ঘ. দেবদাস
উত্তরঃ খ

প্রশ্নঃ ধনপতি সওদাগর কোন নগরের অধিবাসী ছিলেন?
ক. বিজয়নগর
খ. উজানীনগর
গ. সিংহল
ঘ. আরাকান
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন চরিত্রটি ‘লালসালু’ উপন্যাসে নেই?
ক. রহীমা
খ. জমিলা
গ. আমেনা বিবি
ঘ. করিমা বিবি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম-
ক. নগেন্দ্র নাথ ওকুন্দনন্দিনী
খ. মধুসূদন ও কমুদিনী
গ. গোবিন্দলাল ও রোহিনী
ঘ. সুরেশ ও অচলা
উত্তরঃ গ

প্রশ্নঃ ভিখু, পাঁচী কোন গল্পের চরিত্র?
ক. প্রাগৈতিহাসিক
খ. মেজদিদি
গ. গৃহদাহ
ঘ. শ্রীকান্ত
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘রহমত’ চরিত্র কোন গল্পের?
ক. কাবুলিওয়ালা
খ. সমাপ্তি
গ. ডাকঘর
ঘ. পোস্টমাস্টার
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘আলালের ঘরের দুলাল’ উপন্যাসের চরিত্র কোনটি?
ক. ঠকচাচা
খ. বাঞ্ছারাম
গ. বাবু রাম বাবু
ঘ. তিনটিই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘কপাল কুণ্ডলা’ উপন্যাসের নায়কের নাম কি?
ক. শাহজাদা সেলিম
খ. আওরঙ্গজেব
গ. চন্দ্রশেখর
ঘ. নবকুমার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ শশী, কুসুম চরিত্র দুটির স্রষ্টা কে?
ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ. মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘অন্নদা দিদি’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র?
ক. গৃহদাহ
খ. চরিত্রহীন
গ. শ্রীকান্ত
ঘ. দত্তা
উত্তরঃ গ

প্রশ্নঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পের প্রধান চরিত্র কে?
ক. হানিফ
খ. গফুর
গ. হায়ওয়ান আলী
ঘ. ভক্তপ্রসাদ
উত্তরঃ খ

প্রশ্নঃ বিদ্রোহী বালিকা বধূ ‘জামিলা’ কোন উপন্যাসের চরিত্র?
ক. অপুর সংসার
খ. গাভী বিত্তান্ত
গ. লালসালু
ঘ. চাঁদের অমাবস্যা
উত্তরঃ গ

প্রশ্নঃ জাগো বাহে কুণ্ঠে সবাই’- এই অবিস্মরণীয় আহ্বানউচ্চারণরণ করে কোন চরিত্রটি?
ক. দীনবন্ধু মিত্রের ‘নীল দর্পণ’ নাটকের তোরাব
খ. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অচলায়তন’ নাটকের দাদা ঠাকুর
গ. মামুনুর রশীদের ‘ওরা কদম আলী’ নাটকের কদম আলী
ঘ. সৈয়দ শামসুল হকের ‘নূরুল দীনের সারাজীবন’ নাটকের নূরুল দীন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘চন্দরা’ চরিত্রের স্রষ্টা কে?
ক. বুদ্ধদেব বসু
খ. মীর মশাররফ হোসেন
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘হেমাঙ্গিনী’ ও ‘কাদম্বিনী’ কোন বিখ্যাত গল্পের দুই চরিত্র?
ক. মহেশ
খ. বড়দিদি
গ. মেজদিদি
ঘ. হরিলক্ষ্মী
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘অর্পণা’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা?
ক. বিসর্জন
খ. চিত্রাঙ্গদা
গ. রক্তকবরী
ঘ. রাজা ও রাণী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘রাজলক্ষ্মী’ চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক-
ক. বঙ্কিমচন্দ্র
খ. শরৎচন্দ্র
গ. তারাশঙ্কর
ঘ. নজরুল ইসলাম
উত্তরঃ খ

প্রশ্নঃ বড়াই ও ধারা চরিত্রদ্বয়ের স্রষ্টা কে?
ক. বিদ্যাপতি
খ. চণ্ডীদাস
গ. ভারতচন্দ্র
ঘ. আলাওল
উত্তরঃ খ

প্রশ্নঃ ভাডুদত্ত কোন কাব্যের চরিত্র?
ক. চণ্ডীমঙ্গল
খ. মনসামঙ্গল
গ. শ্রীকৃষ্ণকীর্তন
ঘ. অন্নদামঙ্গল
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!