বাংলা সাহিত্য-৬৭

প্রশ্নঃ ‘বীরঙ্গনার প্রেম’ ছোটগল্পটির সৃষ্টিকর্তা কে?
ক. জ্যোতিপ্রকাশ দত্ত
খ. বিপ্রদাস বড়ুয়া
গ. রশীদ হায়দার
ঘ. লায়লা সামাদ
উত্তরঃ ক

প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম রচিত গল্পগ্রন্হ কোনটি?
ক. অতসী মামী
খ. প্রাগৈতিহাসিক
গ. রিক্তের বেদন
ঘ. মৃত্যুক্ষুধা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘একগুচ্ছ গোলাপ ও কয়েকটি গল্প’ গ্রন্থের লেখক কে?
ক. রাহাত খান
খ. মকবুলা মঞ্জুর
গ. হুমায়ুন কাদির
ঘ. মইনুল আহসান সাবের
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ প্রভাতকুমার মুখোপাধ্যায় রচিত ছোটগল্প নয় কোনটি?
ক. আদরিণী
খ. মাস্টার মশাই
গ. ফুলের মূল্য
ঘ. মাল্যদান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘অসামাপ্ত আত্মজীবনী’ কার রচিত গ্রন্থ?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. শেখ হাসিনা
গ. এ.কে.ফজলুল হক
ঘ. মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘রাজধানীতে ঝড়’ গল্পগ্রন্থের স্রষ্টা কে?
ক. আবু রুশদ
খ. আবু ইসহাক
গ. আবু জাফর শামসুদ্দীন
ঘ. আবু জাফর ওবায়দুল্লাহ
উত্তরঃ ক

প্রশ্নঃ হাসান আজিজুল হকের ছোটগল্প কোনটি ?
ক. আনন্দের মৃত্যু
খ. অন্ধকার সিড়ি
গ. শেষ রাত্রির তারা
ঘ. আত্মজা ও একটি করবী গাছ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘অনেক রঙের আকাশ’ গল্পগ্রন্থের লেখক কে?
ক. আখতারুজ্জান ইলিয়াস
খ. খান মুহম্মদ মঈনুদ্দীন
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. আহমদ রফিক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ইঁদুর’ কার বিখ্যাত ছোটগল্পের নাম—
ক. আবুল বাশার
খ. সোমেন চন্দ
গ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ঘ. ইব্রাহীম খাঁ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘মৌরীফুল’ নামক ছোটগল্পের সৃষ্টিকর্তা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. প্রভাতকুমার মুখোপাধ্যায়
গ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ঘ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সায়াহ্ন যুথিকা’ গল্প গ্রন্থটির রচয়িতা কে?
ক. মকবুলা মঞ্জুর
খ. শহীদ আখ্যান
গ. আব্দুল মান্নান সৈয়দ
ঘ. আবু রুশদ
উত্তরঃ ক

প্রশ্নঃ নজরুল ইসলামের প্রথম গল্প কোনটি?
ক. মুক্তি
খ. বাউণ্ডেলের আত্নকথা
গ. তুর্কি মহিলার ঘোমটা
ঘ. বিজলী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ঠাকুরমার ঝুলি’ কার লেখা
ক. সুকুমার রায়
খ. লালবিহারী দে
গ. দীনেশচন্দ্র সেন
ঘ. দক্ষিণারঞ্জন মিত্র
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বীরকণ্ঠীর বিয়ে’ গল্পগ্রন্থের রচয়িতা কে?
ক. শওকত ওসমান
খ. আবু জাফর শামসুদ্দীন
গ. সরদার জয়েন উদ্দীন
ঘ. আলাউদ্দিন আল আজাদ
উত্তরঃ গ

প্রশ্নঃ আবদুল মান্নান সৈয়দ রচিত গল্পগ্রন্থ কোনটি?
ক. হারেম
খ. সত্যের মতো বদমাশ
গ. রক্ত গোলাপ
ঘ. শুন হে লক্ষিন্দর
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘মিলির হাতে স্টেনগান’—গল্পটি কার লেখা?
ক. আখতারুজ্জামান ইলিয়াস
খ. শওকত ওসমান
গ. শওকত আলী
ঘ. শহীদুল জহির
উত্তরঃ ক

প্রশ্নঃ ফ্রান্সের ছোটগল্পের জনক বলা হয় কাকে?
ক. মোপাসাঁ
খ. এলেন-পো
গ. গোগোল
ঘ. প্রেত্রার্ক
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘জিবরাঈলের ডানা’ গল্পের রচয়িতা কে?
ক. মিন্নাত আলী
খ. শাহেদ আলী
গ. আবু রুশদ
ঘ. বন্দে আলী মিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের লেখা গল্প সংখ্যা কতটি?
ক. চারটি
খ. আটটি
গ. ষোলটি
ঘ. আঠারটি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত ছোটগল্প কোনটি?
ক. চাঁদের অমাবস্যা
খ. নয়নচারা
গ. মাল্যদান
ঘ. কাঁদো নদী কাঁদো
উত্তরঃ খ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, বিখ্যাত চরিত্র ও তাঁর স্রষ্টা:

প্রশ্নঃ ‘রতন’ চরিত্রটি রবীন্দ্রনাথের কোন ছোট গল্পের?
ক. গিন্নি
খ. পোস্টমাস্টার
গ. ছুটি
ঘ. সুভা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘মুর্দা ফকির’ চরিত্রটি কোন নাটকের?
ক. শঙ্খনীল কারাগার
খ. কবর
গ. নুরুলদীনের সারা জীবন
ঘ. সেনাপতি
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘তিলোত্তমা’ চরিত্রটির স্রষ্টা ঔপন্যাসিক-
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ. তারাশঙ্কর
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘আদুরী’ চরিত্রটি কোন নাটকের?
ক. কৃষ্ণকুমারী
খ. শকুন্তলা
গ. রক্তকরবী
ঘ. নীলদর্পণ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘অপর্ণা’ রবীন্দ্রনাথ ঠাকুরের যে নাটকের চরিত্র–
ক. ডাকঘর
খ. বিসর্জন
গ. শারদোৎসব
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়ায়ি কি ধরনের চরিত্র?
ক. শ্রী রাধান ননদিনী
খ. শ্রী রাধার শাশুড়ি
গ. রাধাকৃষ্ণে প্রেমের দূতী
ঘ. জনৈক গোপবালা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘রোহিনী’ কোন উপন্যাসের নায়িকা?
ক. চরিত্রহীন
খ. গৃহদাহ
গ. কৃষ্ণকান্তের উইল
ঘ. সংশপ্তক
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কপাল কুণ্ডলা’ কোন প্রকৃতির রচনা?
ক. রোমান্সমূলক উপন্যাস
খ. বিয়োগান্তক নাটক
গ. ঐতিহাসিক উপন্যাস
ঘ. সামাজিক উপন্যাস
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বিষাদ সিন্ধু’ উপন্যাসের নায়কের নাম লিখুন?
ক. ইমাম হোসেন
খ. ইমাম হাসান
গ. এজিদ
ঘ. সীমার
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top