প্রশ্নঃ সবুজপত্র পত্রিকা কোন সালে প্রকাশিত হয়?
ক. ১৯১৪
খ. ১৯১২
গ. ১৯১৮
ঘ. ১৯২০
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলা সাহিত্যে কথারীতির প্রচার মাধ্যম হিসাবে কোন পত্রিকা ভূমিকা রাখে?
ক. কল্লোল
খ. সবুজপত্র
গ. কালিকলম
ঘ. বঙ্গদর্শন
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম সংবাদপত্র-
ক. আজাদ বঙ্গদর্শন
খ. বঙ্গদর্শণ
গ. সমাচার দর্পণ
ঘ. বেঙ্গল গেজেট
উত্তরঃ গ
প্রশ্নঃ কার সম্পাদনায় ‘সংবাদ প্রভাকর’ প্রথম প্রকাশিত হয়?
ক. প্রমথ নাথ চৌধুরী
খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
গ. প্যারীচাঁদ মিত্র
ঘ. দীনবন্ধু মিত্র
উত্তরঃ খ
প্রশ্নঃ আধুনিকতার লক্ষণ কি?
ক. ইংরেজি শিক্ষা
খ. দেশ বিদেশে ঘুরে বেড়ানো
গ. সহশিক্ষা
ঘ. স্বদেশ প্রেম ও মানবতাবোধ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘সমকাল’ পত্রিকার সম্পাদক ছিলেন—
ক. বিনয় ঘোষ
খ. সিকান্দার আবু জাফর
গ. মোহাম্মদ আকরাম খাঁ
ঘ. তফাজ্জল হোসেন
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘সওগাত’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম চিহ্নিত করুন?
ক. মোঃ নাসিরউদ্দীন
খ. ড. আনিসুজ্জামান
গ. আবদুল কাদির
ঘ. সানাউল হক
উত্তরঃ ক
প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম নামের সাথে জড়িত ‘ধূমকেতু’ কোন ধরনের প্রকাশনা?
ক. কবিতা
খ. পত্রিকা
গ. উপন্যাস
ঘ. ছোটগল্প
উত্তরঃ খ
প্রশ্নঃ মুক্তবুদ্ধির লেখক হিসেবে বিশেষ উল্লেখযোগ্য
ক. এয়াকুব আলী চৌধুরী
খ. শেখ ফজলুল করিম
গ. কাজী আবদুল ওদুদ
ঘ. কায়কোবাদ
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলা সাহিত্যে চলিত রীতি প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা?
ক. সংবাদ প্রভাকর
খ. বঙ্গদশর্খন
গ. সবুজপত্র
ঘ. কালি ও কলম
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘ভারতী’ পত্রিকা কে সম্পাদনা করতেন?
ক. নিরুপমা দেবী
খ. কামিনী রায়
গ. স্বর্ণকুমারী দেবী
ঘ. মানকুমারী দেবী
উত্তরঃ গ
প্রশ্নঃ কাঙাল হরিণাথ সম্পাদিত পত্রিকার নামঃ
ক. গ্রামবার্তা প্রকাশিকা
খ. অমৃতবাজার পত্রিকা
গ. রংগপুর বার্তাবহ
ঘ. সমাচার দর্পণ
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি বাংলা একাডেমী হতে প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকা?
ক. লোকায়ত
খ. বিন্দুধ্বনি
গ. উত্তরাধিকার
ঘ. টইটুম্বুর
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি?
ক. আজাদ
খ. বঙ্গদর্শন
গ. বেঙ্গল গেজেট
ঘ. সমাচার দর্পণ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোনটি সাময়িক পত্রিকা?
ক. ধূমকেতু
খ. জুলফিকার
গ. নতুন চাঁদ
ঘ. বুলবুল
উত্তরঃ ক
প্রশ্নঃ সবুজপত্রে লিখতেন-
ক. অতুলচন্দ্র গুপ্ত
খ. ধূর্জটি প্রসাদ মুখোপাধ্যায়
গ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ঘ. ওপরের তিনজনই
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বিশ্বের আলোচিত কোন ঘটনার সময় ‘সবুজপত্র’ প্রকাশিত হয়?
ক. রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তির বছর
খ. প্রথম বিশ্বযুদ্ধ গুরুর বছর
গ. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের বছর
ঘ. মধুসূদনের ধর্মান্তরিত হওয়ার বছর
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন?
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ. অক্ষয়কুমার দত্ত
গ. প্যারিচাঁদ মিত্র
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের কোনটি একটি পত্রিকার নাম?
ক. রক্তাক্ত মানচিত্র
খ. ইস্তাম্বুল যাত্রীর পত্র
গ. সবুজপত্র
ঘ. শবনম
উত্তরঃ গ
বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি:
প্রশ্নঃ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়-
ক. ১৯৫০
খ. ১৯৫২
গ. ১৯৫৪
ঘ. ১৯৫৬
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘বাংলা পিডিয়া’র প্রধান সম্পাদক কে?
ক. আবদুল মুনীর চৌধুরী
খ. ওয়াকিল আহম্মেদ
গ. আব্দুল মান্নান
ঘ. সিরাজুল ইসলাম
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন প্রতিষ্ঠানের উদ্যোগে ‘বাংলা পিডিয়া’ প্রকাশিত হয়েছিল?
ক. শিল্পকলা একাডেমী
খ. বাংলা একাডোমী
গ. ঢাকা বিশ্ববিদ্যালয়
ঘ. বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
উত্তরঃ ঘ
বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, বিখ্যাত গল্প বা ছোটগল্প:
প্রশ্নঃ ‘প্রাগৈতিহাসিক’ গল্পের রচয়িতা কে?
ক. মানিক বন্দ্রোপাধ্যায়
খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
গ. আবু জাফর শামসুদ্দিন
ঘ. শওকত ওসমান
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘বরযাত্রী’ ছোটগল্পটির স্রষ্টা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বিভূতিভূষণ মুখোপাধ্যায়
গ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ঘ. প্রভাতকুমার মুখোপাধ্যায়
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘মেঘেদের ঘরবাড়ি’ গল্পগ্রন্থটির রচয়িতা কে?
ক. রশীদ হায়দার
খ. হুমায়ুন আহমেদ
গ. মঈনুল আহসান সাবের
ঘ. ইমদাদুল হক মিলন
উত্তরঃ ক
প্রশ্নঃ রবীন্দ্রনাথের কোন ছোটগল্পটি উপন্যাসের পর্যায়ে পড়ে?
ক. পোস্ট মাস্টার
খ. ছুটি
গ. একরাত্রী
ঘ. নষ্ট নীড়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘এপিটাফ’ গল্পগ্রন্থটির রচয়িতা কে?
ক. আবুল খায়ের মুসলেহ উদ্দিন
খ. রাহাত খান
গ. আবদুস শাকুর
ঘ. মকবুলা মঞ্জুর
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘আত্মজা ও একটি করবী গাছ’-কার লেখা গল্প?
ক. বশীর আল হেলাল
খ. শওকত আলী
গ. হাসান আজিজুল হক
ঘ. রিজিয়া রহমান
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)