বাংলা সাহিত্য-৫৭

প্রশ্নঃ ‘অলৌকিক ইস্টিমার’ গ্রন্থের রচয়িতা কে?
ক. হূমায়ুন আজাদ
খ. হেলাল হাফিজ
গ. আসাদ চৌধুরী
ঘ. রফিক আজাদ
উত্তরঃ ক

প্রশ্নঃ মঙ্গলকাব্যের কবি নন কে?
ক. কানাহরি দত্ত
খ. মানিক দত্ত
গ. ভারতচন্দ্র
ঘ. দাশু রায়
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ দ্য ব্লাড টেলিগ্রাম (The Blood Telegram)গ্রন্থটির লেখক–
ক. রিচার্ড সেশন
খ. মার্কাস ফ্রান্ডা
গ. গ্যারি জে ব্যাস
ঘ. পল ওয়ালেচ
উত্তরঃ গ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, বাংলা গদ্যের উৎপত্তি:

প্রশ্নঃ বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়?
ক. নবম শতকে
খ. ত্রয়োদশ শতকে
গ. ষোড়শ শতকে
ঘ. উনিশ শতকে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম গদ্যগ্রন্থ কোনটি?
ক. সমাচার দর্পণ
খ. কৃপার শাস্ত্রের অর্থভেদ
গ. সেক শুভোদয়া
ঘ. আলালের ঘরের দুলাল
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয় কবে থেকে?
ক. সতের শতক
খ. আঠার শতক
গ. ঊনিশ শতক
ঘ. বিশ শতক
উত্তরঃ খ

প্রশ্নঃ বাঙালির লেখা প্রথশ মুদ্রিত গ্রন্থ ‘ব্রাহ্মণ-রোমান-ক্যাথলিক সংবাদ’-এর রচয়িতা কে?
ক. মৃত্যঞ্জয় বিদ্যালষ্কার
খ. হেনরী লুই ভিভিয়ান ডিরোজিও
গ. দোম আন্তোনিয়ো
ঘ. হেনরী পিটস ফরস্টার
উত্তরঃ গ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, বাংলা নাটক:

প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম সাংকেতিক নাটক–
ক. ডাকঘর
খ. নেমেসিস
গ. শারদোৎসব
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা সাহিত্যে সর্বপ্রথম সাংকেতিক নাটক রচনা করেন–
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. নূরুল মোমেন
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘দি ডিসগাইজ’ নাটকের বাংলা অনুবাদক কে?
ক. উইলিয়াম কেরি
খ. হেরাসিম লেবেদফ
গ. মার্শ ম্যান
ঘ. জেমস লঙ
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা নাটক মঞ্চায়নে রচনায় ও অনুবাদে কোন বিদেশীর নাম প্রথম আসে?
ক. হেরাসিম লেবেডফ
খ. ডি রোজারিও
গ. উইলিয়াম কেরি
ঘ. স্যার মেকলে
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডী নাটকের নাম-
ক. কুলীনকুল সর্বস্ব
খ. কৃষ্ণকুমারী
গ. নীল দর্পণ
ঘ. জমিদার দর্পণ
উত্তরঃ খ

প্রশ্নঃ ট্রাজেডি, কমেডি এবং ফার্সের মূল পার্থক্য-
ক. জীবানুভূতির গভীরতায়
খ. কাহিনীর সরলতা ও জটিলতা
গ. দৃষ্টিভঙ্গির সূক্ষ্মতায়
ঘ. ভাষার প্রকারভেদে
উত্তরঃ ক

প্রশ্নঃ কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে?
ক. ১৮১৭ সালে
খ. ১৮৩২ সালে
গ. ১৮৫২ সালে
ঘ. ১৭৫৩ সালে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন বাঙালি নাট্যকার বাংলা নাটকের পথিকৃৎ
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. দীনবন্ধু মিত্র
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. গিরিশচন্দ্র ঘোষ
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রথম সার্থক বাংলা নাটক-
ক. শর্মিষ্ঠা
খ. কৃষ্ণকুমারী
গ. শাজাহান
ঘ. বসন্ত
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘এলেবেলে’ নাটকটি কার লেখা?
ক. জিয়া হায়দার
খ. সৈয়দ শামসুল হক
গ. রাবেয়া খাতুন
ঘ. হুমায়ূন আহমেদ
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রথম বিয়োগান্তক নাটক?
ক. ভদ্রার্জুন
খ. কীর্তিবিলাস নাটক
গ. ছদ্মবেশ
ঘ. হরিশচন্দ্র
উত্তরঃ খ

প্রশ্নঃ নাটক ও প্রহসনে পার্থক্য-
ক. ব্যঙ্গ বিদ্রুপ
খ. উপখ্যান
গ. সংলাপ
ঘ. চরিত্র
উত্তরঃ ক

প্রশ্নঃ নাটক কি?
ক. দৃশ্যকাব্য
খ. কাব্যনাট্য
গ. গীতিনাট্য
ঘ. নৃত্যনাট্য
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি?
ক. ভদ্রার্জুন
খ. নীলদর্পণ
গ. শর্মিষ্ঠা
ঘ. কবর
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক-
ক. বসন্তকুমারী
খ. জমিদার দর্পণ
গ. কৃষ্ণকুমারী
ঘ. শর্মিষ্ঠা
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রথম ঐতিহাসিক ট্রাজেডিমূলক নাটক কোনটি?
ক. নীলদর্পণ
খ. নূরজাহান
গ. মেবারপতন
ঘ. কৃষ্ণকুমারী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ প্রহসন বলতে কি বোঝায়?
ক. কমেডি নাটক
খ. হাস্যরসাত্মক উদ্দেশ্যহীন নাটক
গ. অস্বভাবিক নাটক
ঘ. সমাজের ত্রুটি নির্দেশক ব্যাঙ্গাত্মক নাটক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কোন শ্রেণীর নাটক?
ক. সামাজিক
খ. মুক্তিযুদ্ধ ভিত্তিক
গ. ঐতিহাসিক
ঘ. রূপক
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রমথনাথ বিশী রচিত নাটক কোনটি?
ক. শ্রী মধুসূদন
খ. মৌচাকে ঢিল
গ. কাল সন্ধ্যা
ঘ. সংক্রান্তি
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘নূরজাহান’ নাটকটি রচনা করেছেন-
ক. অবনীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ. দ্বিজেন্দ্রলাল রায়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘হুতোম প্যাঁচার নকশা’ প্রহসনে কালীপ্রসন্ন সিংহ কাদের ব্যঙ্গ করেছেন?
ক. ইংরেজি মিশনারীজদের
খ. ব্রিটিশ শাসকদের
গ. কলকাতার বাবু সমাজের
ঘ. যারা বহুবিবাহ করতেন
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘নেমেসিস’ কোন জাতীয় রচনা?
ক. কাব্য
খ. নাটক
গ. উপন্যাস
ঘ. গীতি কবিতা
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!