প্রশ্নঃ ‘অলৌকিক ইস্টিমার’ গ্রন্থের রচয়িতা কে?
ক. হূমায়ুন আজাদ
খ. হেলাল হাফিজ
গ. আসাদ চৌধুরী
ঘ. রফিক আজাদ
উত্তরঃ ক
প্রশ্নঃ মঙ্গলকাব্যের কবি নন কে?
ক. কানাহরি দত্ত
খ. মানিক দত্ত
গ. ভারতচন্দ্র
ঘ. দাশু রায়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ দ্য ব্লাড টেলিগ্রাম (The Blood Telegram)গ্রন্থটির লেখক–
ক. রিচার্ড সেশন
খ. মার্কাস ফ্রান্ডা
গ. গ্যারি জে ব্যাস
ঘ. পল ওয়ালেচ
উত্তরঃ গ
বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, বাংলা গদ্যের উৎপত্তি:
প্রশ্নঃ বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়?
ক. নবম শতকে
খ. ত্রয়োদশ শতকে
গ. ষোড়শ শতকে
ঘ. উনিশ শতকে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম গদ্যগ্রন্থ কোনটি?
ক. সমাচার দর্পণ
খ. কৃপার শাস্ত্রের অর্থভেদ
গ. সেক শুভোদয়া
ঘ. আলালের ঘরের দুলাল
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয় কবে থেকে?
ক. সতের শতক
খ. আঠার শতক
গ. ঊনিশ শতক
ঘ. বিশ শতক
উত্তরঃ খ
প্রশ্নঃ বাঙালির লেখা প্রথশ মুদ্রিত গ্রন্থ ‘ব্রাহ্মণ-রোমান-ক্যাথলিক সংবাদ’-এর রচয়িতা কে?
ক. মৃত্যঞ্জয় বিদ্যালষ্কার
খ. হেনরী লুই ভিভিয়ান ডিরোজিও
গ. দোম আন্তোনিয়ো
ঘ. হেনরী পিটস ফরস্টার
উত্তরঃ গ
বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, বাংলা নাটক:
প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম সাংকেতিক নাটক–
ক. ডাকঘর
খ. নেমেসিস
গ. শারদোৎসব
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলা সাহিত্যে সর্বপ্রথম সাংকেতিক নাটক রচনা করেন–
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. নূরুল মোমেন
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘দি ডিসগাইজ’ নাটকের বাংলা অনুবাদক কে?
ক. উইলিয়াম কেরি
খ. হেরাসিম লেবেদফ
গ. মার্শ ম্যান
ঘ. জেমস লঙ
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলা নাটক মঞ্চায়নে রচনায় ও অনুবাদে কোন বিদেশীর নাম প্রথম আসে?
ক. হেরাসিম লেবেডফ
খ. ডি রোজারিও
গ. উইলিয়াম কেরি
ঘ. স্যার মেকলে
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডী নাটকের নাম-
ক. কুলীনকুল সর্বস্ব
খ. কৃষ্ণকুমারী
গ. নীল দর্পণ
ঘ. জমিদার দর্পণ
উত্তরঃ খ
প্রশ্নঃ ট্রাজেডি, কমেডি এবং ফার্সের মূল পার্থক্য-
ক. জীবানুভূতির গভীরতায়
খ. কাহিনীর সরলতা ও জটিলতা
গ. দৃষ্টিভঙ্গির সূক্ষ্মতায়
ঘ. ভাষার প্রকারভেদে
উত্তরঃ ক
প্রশ্নঃ কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে?
ক. ১৮১৭ সালে
খ. ১৮৩২ সালে
গ. ১৮৫২ সালে
ঘ. ১৭৫৩ সালে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন বাঙালি নাট্যকার বাংলা নাটকের পথিকৃৎ
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. দীনবন্ধু মিত্র
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. গিরিশচন্দ্র ঘোষ
উত্তরঃ ক
প্রশ্নঃ প্রথম সার্থক বাংলা নাটক-
ক. শর্মিষ্ঠা
খ. কৃষ্ণকুমারী
গ. শাজাহান
ঘ. বসন্ত
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘এলেবেলে’ নাটকটি কার লেখা?
ক. জিয়া হায়দার
খ. সৈয়দ শামসুল হক
গ. রাবেয়া খাতুন
ঘ. হুমায়ূন আহমেদ
উত্তরঃ ক
প্রশ্নঃ প্রথম বিয়োগান্তক নাটক?
ক. ভদ্রার্জুন
খ. কীর্তিবিলাস নাটক
গ. ছদ্মবেশ
ঘ. হরিশচন্দ্র
উত্তরঃ খ
প্রশ্নঃ নাটক ও প্রহসনে পার্থক্য-
ক. ব্যঙ্গ বিদ্রুপ
খ. উপখ্যান
গ. সংলাপ
ঘ. চরিত্র
উত্তরঃ ক
প্রশ্নঃ নাটক কি?
ক. দৃশ্যকাব্য
খ. কাব্যনাট্য
গ. গীতিনাট্য
ঘ. নৃত্যনাট্য
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি?
ক. ভদ্রার্জুন
খ. নীলদর্পণ
গ. শর্মিষ্ঠা
ঘ. কবর
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক-
ক. বসন্তকুমারী
খ. জমিদার দর্পণ
গ. কৃষ্ণকুমারী
ঘ. শর্মিষ্ঠা
উত্তরঃ গ
প্রশ্নঃ প্রথম ঐতিহাসিক ট্রাজেডিমূলক নাটক কোনটি?
ক. নীলদর্পণ
খ. নূরজাহান
গ. মেবারপতন
ঘ. কৃষ্ণকুমারী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ প্রহসন বলতে কি বোঝায়?
ক. কমেডি নাটক
খ. হাস্যরসাত্মক উদ্দেশ্যহীন নাটক
গ. অস্বভাবিক নাটক
ঘ. সমাজের ত্রুটি নির্দেশক ব্যাঙ্গাত্মক নাটক
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কোন শ্রেণীর নাটক?
ক. সামাজিক
খ. মুক্তিযুদ্ধ ভিত্তিক
গ. ঐতিহাসিক
ঘ. রূপক
উত্তরঃ খ
প্রশ্নঃ প্রমথনাথ বিশী রচিত নাটক কোনটি?
ক. শ্রী মধুসূদন
খ. মৌচাকে ঢিল
গ. কাল সন্ধ্যা
ঘ. সংক্রান্তি
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘নূরজাহান’ নাটকটি রচনা করেছেন-
ক. অবনীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ. দ্বিজেন্দ্রলাল রায়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘হুতোম প্যাঁচার নকশা’ প্রহসনে কালীপ্রসন্ন সিংহ কাদের ব্যঙ্গ করেছেন?
ক. ইংরেজি মিশনারীজদের
খ. ব্রিটিশ শাসকদের
গ. কলকাতার বাবু সমাজের
ঘ. যারা বহুবিবাহ করতেন
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘নেমেসিস’ কোন জাতীয় রচনা?
ক. কাব্য
খ. নাটক
গ. উপন্যাস
ঘ. গীতি কবিতা
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)