প্রশ্নঃ মানুষের সুখ-দুঃখ এবং প্রকৃতির রঙ-রূপ চিত্রণ কার উপন্যাসের বিশেষত্ব?
ক. মানিক বন্দ্যেপাধ্যায়
খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
গ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ঘ. বুদ্ধদেব বসু
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস?
ক. রিক্তের বেদন
খ. সর্বহারা
গ. আলেয়া
ঘ. কুহেলিকা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘হুতোম প্যাঁচার নকশা’র রচয়িতার নাম কি?
ক. কালী প্রসন্ন সিংহ
খ. কালীপ্রসন্ন ঘোষ
গ. কালীপ্রসন্ন রায়
ঘ. কালীপ্রসন্ন মিত্র
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘আরণ্যক, অপরাজিত, ইছামতি’ কার রচনা?
ক. জীবননান্দ দাশ
খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ. অমিয় চক্রবর্তী
ঘ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘হুতোম প্যাঁচার নকশা’ কোন জাতীয় রচনা?
ক. উপন্যাস
খ. নাটক
গ. প্রবন্ধ
ঘ. রম্যরচনা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ “আগুন পাখি”উপন্যাসটির রচয়িতা কে?
ক. রাহাত খান
খ. হাসান আজিজুল হক
গ. সেলিনা হোসেন
ঘ. ইমদাদুল হক মিলন
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘ন্যায়দণ্ড’ উপন্যাসটি কার লেখা–
ক. সৈয়দ ওয়ালীউল্লাহ
খ. জরাস্বন্ধ
গ. রশীদ করীম
ঘ. স্বর্ণকুমারী দেবী
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘নদীও নারী’ কার রচনা
ক. কাজী আব্দুল ওদুদ
খ. আবুল ফজল
গ. শামসুদ্দিন
ঘ. হুমায়ুন কবির
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের রচয়িতা কে?
ক. হাসান হাফিজুর রহমান
খ. জহির রায়হান
গ. শহীদুল্লাহ
ঘ. আনোয়ার পাশা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘প্রদোষে প্রাকৃতজন’ গ্রন্থটি কার?
ক. সেলিম আলদীন
খ. সৈয়দ শামসুল হক
গ. শওকত ওসমান
ঘ. শওকত আলী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোনটি উপন্যাস?
ক. নতুন চাঁদ
খ. কন্যা কুমারী
গ. গড্ডলিকা
ঘ. নেমেসিস
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘সংশপ্তক’ একটি বিখ্যাত-
ক. কাব্য
খ. নাটক
গ. উপন্যাস
ঘ. ছোটগল্প
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘আবদুল্লাহ’ উপন্যাসটির লেখক কে?
ক. গোলাম মোস্তফা
খ. শওকত ওসমান
গ. কাজী ইমদাদুল হক
ঘ. মীর মশাররফ হোসেন
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘ওয়ারিশ’ উপন্যাসটির লেখক হচ্চেন-
ক. শওকত ওসমান
খ. শওকত আলী
গ. রফিক আজাদ
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘পাক সার জমিন সাদ বাদ’ বইটির লেখক-
ক. শামসুর রহমান
খ. হুমায়ুন আহমেদ
গ. হুমায়ুন আজাদ
ঘ. মোঃ জাফর ইকবাল
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘নদী ও নারী’ এর রচয়িতা কে?
ক. আবুল ফজল
খ. হুমায়ন কবির
গ. কাজী আলাউদ্দীন
ঘ. হুমায়ন আহমেদ
উত্তরঃ খ
বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, বাংলা একাডেমি:
প্রশ্নঃ Which of the following institution was created due to language movement? অথবা ভাষা আন্দলোনের ফলে কোন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল?
ক. University of Dhaka (ঢাকা বিশবিদ্যাল)
খ. Bangla Academy (বাংলা একাডেমী)
গ. Asiatic Society (এশিয়াটিক সোসাইটি)
ঘ. Nazrul Institute (নজরুল ইনস্টিটিউটি)
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলা ভাষা বিষয়ক বৃহৎ গবেষণা প্রতিষ্ঠান–
ক. এশিয়াটিক সোসাইটি
খ. বাংলা একাডেমি
গ. ভাষা ইন্সটিটিউট
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘বাংলা একাডেমী’ কোন সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৫৪
খ. ১৯৫৫
গ. ১৯৫৬
ঘ. ১৯৫৭
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘বাংলা একাডেমী’ কোন বছর প্রতিষ্ঠিত হয়?
ক. ১৩৫২ বঙ্গাব্দ
খ. ১৩৫৫ বঙ্গাব্দ
গ. ১৯৫২ খ্রিষ্টাব্দ
ঘ. ১৯৫৫ খ্রিষ্টাব্দ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয় কখন?
ক. ১৬ ডিসেম্বর, ১৯৭০
খ. ৩ ডিসেম্বর, ১৯৫৫
গ. ২১ ফেব্র“য়ারি, ১৯৭১
ঘ. ১৬ ডিসেম্বর, ১৯৭২
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলা একাডেমীর মূল ভবনের নাম কি ছিল?
ক. বর্ধমান হাউজ
খ. বাংলা ভবন
গ. অহসান মঞ্জিল
ঘ. চামেলি হাউজ
উত্তরঃ ক
বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, বাংলা কাব্য গ্রন্থ:
প্রশ্নঃ ‘হপ্ত পয়কর’ কার রচনা?
ক. সৈয়দ আলাওল
খ. জৈনুদ্দিন
গ. দীনবন্ধু মিত্র
ঘ. অমিয় দেব
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘বলাকা’ কাব্যগ্রন্থের প্রতিনিধিত্বকারী রচনা হল–
ক. মানসসুন্দরী
খ. শাহজাহান
গ. বলাকা
ঘ. পৃথিবী
উত্তরঃ গ
প্রশ্নঃ “মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর এক হাতে রণতূর্য”- কোন কবিতার চরণ?
ক. বিদ্রোহী
খ. শাতিল আরব
গ. প্রলয়োল্লাস
ঘ. খেয়াপারের তরণী
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা-
ক. নাটক
খ. ছোটগল্প
গ. প্রবন্ধ
ঘ. গীতি কবিতা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘বাংলার মুখ’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
ক. মহাপৃথিবী
খ. মাল্যদান
গ. ঝরা পালক
ঘ. রূপসী বাংলা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ উনিশ শতকের গীতিকাব্য ধারার অন্যতম কবি-
ক. নবীনচন্দ্র সেন
খ. বিহারী লাল
গ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ঘ. কামিনী রায়
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)