বাংলা সাহিত্য-৫১

প্রশ্নঃ ‘লালসালু’ উপন্যাসের উপজীব্য হলো-
ক. চাষী জীবনের করুণ চিত্র
খ. নারীর বন্দীদশার করুণ চিত্র
গ. ধর্মীয় ভণ্ডামির নিখুঁত চিত্র
ঘ. ধর্মীয় মূল্যবোধ বিস্তারের চিত্র
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহর রচনা নয়?
ক. লালসালু
খ. অনেক সূর্যের আশা
গ. কাঁদো নদী কাঁদো
ঘ. চাঁদের অমাবস্যা
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘লালসালু’ উপন্যাসটি কে রচনা করেছেন?
ক. আবুল মনসুর আহমদ
খ. আবুল ফজল
গ. শহীদুল্লাহ কায়সার
ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ লালসালু উপন্যাসটির লেখক কে?
ক. মুনির চৌধুরী
খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. শওকত আলী
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোন গ্রন্থটি সৈয়দ ওয়ালীউল্লাহর রচনা?
ক. নয়নচারা
খ. আয়না
গ. চাচা কাহিনী
ঘ. অতসী মামী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘চাঁদের আমবস্যা’, ‘কাঁদো নদী কাঁদো’ কার রচনা?
ক. দিলার হাশেম
খ. সরদার জয়েনউদ্দিন
গ. সৈয়দ ওয়ালীউল্লাহ
ঘ. আনোয়ার পাশা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কাঁদো নদী কাঁদো’ নিম্নের কোনটি?
ক. উপন্যাস
খ. গল্পগ্রন্থ
গ. নাটক
ঘ. কোনটিই না
উত্তরঃ ক

প্রশ্নঃ সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস কোনটি?
ক. নয়নচারা
খ. উজানে মৃত্যু
গ. কাঁদো নদী কাঁদো
ঘ. সুড়ঙ্গ
উত্তরঃ গ

প্রশ্নঃ ফরাসী ও ইংরেজী ভাষায় অনুদিত সৈয়দ ওয়ালী উল্লাহ রচিত উপন্যাসের নাম-
ক. নয়নচোরা
খ. চাঁদের অমাবস্যা
গ. লাল-সালু
ঘ. দূই তীর
উত্তরঃ গ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, সৈয়দ মুজতবা আলী:

প্রশ্নঃ ‘দেশে বিদেশে’ বইটির লেখক কে?
ক. মুনীর চৌধুরী
খ. সৈয়দ মুজতবা আলী
গ. সৈয়দ শামসুল হক
ঘ. কবি আবদুল কাদের
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘পঞ্চতন্ত্র’, ‘ময়ূরকণ্ঠী’ গ্রন্থদ্বয়ের লেখক কে?
ক. সৈয়দ আলী আহসান
খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
গ. সৈয়দ মুজতবা আলী
ঘ. সৈয়দ আশরাফ আলী
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি উপন্যাস?
ক. শবনম
খ. নাম রেখেছি কোমল গান্ধার
গ. নীল লোহিত
ঘ. এইসব দিন রাত্রি
উত্তরঃ ক, ঘ

প্রশ্নঃ কোনটি সৈয়দ মুজতবা আলীর রচিত গ্রন্থ?
ক. চাচা কাহিনী
খ. বরফগলা নদী
গ. খেলারাম খেলে যা
ঘ. কবি
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘চাচা কাহিনী’র লেখক কে?
ক. সৈয়দ শামসুল হক
খ. শওকত ওসমান
গ. সৈয়দ মুজতবা আলী
ঘ. আবুল মনসুর আহমদে
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘পাদটীকা’ গল্পটি কে লিখেছেন?
ক. শওকত ওসমান
খ. হুমায়ুন আহমেদ
গ. সৈয়দ মুজতবা আলী
ঘ. আনোয়ার পাশা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘পঞ্চতন্ত্র’ গ্রন্থটি কার রচনা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. মুহম্মদ আব্দুল হাই
গ. সৈয়দ মুজতবা আলী
ঘ. রাজশেখর বসু
উত্তরঃ গ

প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের পর সাহিত্য সবচেয়ে বেশী আরবি ফারসি শব্দ ব্যবহার করেন-
ক. আবু সায়ীদ আইউব
খ. সৈয়দ মুজতবা আলী
গ. জসীম উদ্দীন
ঘ. আহসান হাবীব
উত্তরঃ খ

প্রশ্নঃ সৈয়দ মুজতবা আলীর কোন গ্রন্থটি একাধারে ভ্রমণকাহিনী ও শিশু কিশোর উপন্যাস?
ক. শবনম
খ. জলে ডাঙায়
গ. পঞ্চতন্ত্র
ঘ. ময়ূরকণ্ঠী
উত্তরঃ ক

প্রশ্নঃ সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’ বইটিতে কোন শহরের কাহিনী প্রাধান্য পেয়েছে?
ক. দিল্লী
খ. লাহোর
গ. তেহরান
ঘ. কাবুল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘শবনম’ উপন্যাস কার রচনা?
ক. মানিক বন্দ্যোপাধ্যায়
খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ঘ. সৈয়দ মুজতবা আলী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রম্য রচনা লেখক হিসেবে সুপরিচিত-
ক. প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ
খ. গাজী শামসুর রহমান
গ. সৈয়দ মুজতবা আলী
ঘ. মুহম্মদ আব্দুল হাই
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন গ্রন্থটি সৈয়দ মুজতবা আলীর রচনা নয়-
ক. টুনি মেম
খ. তুলনাহীনা
গ. অবিশ্বাস্য
ঘ. পথে-প্রবাসে
উত্তরঃ ঘ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, সৈয়দ শামসুল হক:

প্রশ্নঃ ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’-গ্রন্থের মূল উপজীব্য বিষয় হল-
ক. সামাজিক দায়বদ্ধতা
খ. অসহায়দের জীবন
গ. রাজনৈতিক দায়বদ্ধতা
ঘ. মুক্তিযুদ্ধ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘নিষিদ্ধ লোবান’ গ্রন্থের লেখক-
ক. শামসুর রাহমান
খ. সৈয়দ শামসুল হক
গ. আলাউদ্দিন আল আজাদ
ঘ. হুমায়ুন আজাদ
উত্তরঃ খ

প্রশ্নঃ মুক্তিযুদ্ধ অবলম্বনে সবচেয়ে সার্থক ও মঞ্চসফল নাটকের রচয়িতা কে
ক. সৈয়দ শামসুল হক
খ. মমতাজউদ্দিন আহমদ
গ. সাইদ আহমদ
ঘ. আবুদল্লাহ আল মামুন
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের প্রেক্ষাপট-
ক. মুক্তিযুদ্ধের প্রস্তুতি
খ. মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট
গ. মুক্তিযুদ্ধের শেষ
ঘ. দেশ গড়া
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের বর্তমান সাহিত্যাঙ্গনে সব্যসাচী লেখক কাকে বলা হয়?
ক. হুমায়ূন আহমেদ
খ. আলাউদ্দিন আল-আজাদ
গ. আল মাহমুদ
ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!