বাংলা সাহিত্য-৪৫

প্রশ্নঃ বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থের নাম কি?
ক. হিতোপদেশ
খ. কথোপকথন
গ. ইতিহাসমালা
ঘ. রাজা প্রতাপাদিত্য চরিত্র
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কেরি সাহেবের মুন্সি বলা হয়-
ক. রামরামবসুকে
খ. চণ্ডীচরণ মুন্শি
গ. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
ঘ. গোলকনাথ শর্মা
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, শওকত ওসমান:

প্রশ্নঃ ‘জন্ম যদি তব বঙ্গে’, ‘জুনু আপা ও অন্যান্য গল্প’ প্রভৃতি ছোট গল্পগ্রন্থের রচয়িতা হলেন-
ক. সৈযদ ওয়ালীউল্লাহ
খ. শওকত ওসমান
গ. সরদার জয়েন উদ্দীন
ঘ. সেলিনা হোসেন
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ক্রীতদাসের হাসি’ কার রচনা?
ক. হাসান আজিজুল হক
খ. আলাউদ্দিন আল আজাদ
গ. সৈয়দ ওয়ালীউল্লাহ
ঘ. শওকত ওসমান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসের রচয়িতা-
ক. আবু জাফর শামসুদ্দীন
খ. আবুল ফজল
গ. শওকত ওসমান
ঘ. সত্যেন সেন
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি শওকত ওসমান রচিত?
ক. চৌচির
খ. সত্য-মিথ্যা
গ. পদ্মা-মেঘনা-যমুনা
ঘ. ক্রীতদাসের হাসি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ শওকত ওসমানের রচনা কোনটি?
ক. পিঙ্গল আকাশ
খ. আমলার মামলা
গ. জন অরণ্য
ঘ. উত্তরাধিকার
উত্তরঃ খ

প্রশ্নঃ শওকত ওসমানের প্রকৃত নাম কি?
ক. শেখ আবদুল হালিম
খ. শেখ আবদুল আজিজ
গ. শেখ হালিমুজ্জামান
ঘ. শেখ আজিজুর রহমান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ শওকত ওসমানের ‘দুই সৈনিক’ উপন্যাসের মূল উপজীব্য বিষয় কি?
ক. ’৫২-র ভাষা আন্দোলন
খ. ইংরেজ শাসনামল
গ. ’৭১-এর মুক্তিযুদ্ধ
ঘ. সামাজিক জীবন দর্পণ
উত্তরঃ গ

প্রশ্নঃ শওকত ওসমান রচিত নাটক কোনটি?
ক. কোরবাণী
খ. দুয়ে দুয়ে চার
গ. আমলার মামলা
ঘ. উত্তর ফাল্গুনী
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘জাহান্নাম হতে বিদায়’ উপন্যাসটির লেখক কে?
ক. আবু রুশদ
খ. শওকত ওসমান
গ. আহসান হাবিব
ঘ. আবুল ফজল
উত্তরঃ খ

প্রশ্নঃ শওকত ওসমানের নিরীক্ষাধর্মী উপন্যাস কোনটি?
ক. জননী
খ. রাজা উপখ্যান
গ. ক্রীতদাসের হাসি
ঘ. পতঙ্গ পিঞ্জর
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কাঁকর মনি’ নাটকটি কে লিখেছেন?
ক. সিকান্দার আবু জাফর
খ. ড. নীলিমা ইব্রাহিম
গ. আনিস চৌধুরী
ঘ. শওকত ওসমান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ক্রীতদাসের হাসি’ শওকত ওসমান রচিত একটি-
ক. নাটক
খ. উপন্যাস
গ. প্রবন্ধ
ঘ. ছোটগল্প
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি শওকত ওসমানের রচনা নয়?
ক. চৌরসন্ধি
খ. ক্রীতদাসের হাসি
গ. ভেজাল
ঘ. বনি আদম
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘নেকড়ে অরণ্য’ উপন্যাসে ররচয়িতা কে?
ক. শওকত আলী
খ. শওকত ওসমান
গ. রশীদ করিম
ঘ. রাজিয়া রহমান
উত্তরঃ খ

প্রশ্নঃ শওকত ওসমানের রচনা কোনটি?
ক. উত্তম পুরুষ
খ. জননী
গ. শেষ রজনীর চাঁদ
ঘ. চৌচির
উত্তরঃ খ

প্রশ্নঃ শওকত ওসমান কোন উপন্যাসের অন্য আদমজী পুরস্কার লাভ করেন?
ক. বদী আদম
খ. জননী
গ. চৌরসন্ধি
ঘ. ক্রীতদাসের হাসি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘আমলার মামলা’ নাটকটি লিখেছেন?
ক. শওকত ওসমান
খ. হুমায়ন আহমেদ
গ. মুনীর চৌধুরী
ঘ. সেলিম আল দীন
উত্তরঃ ক

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়:

প্রশ্নঃ শরৎচন্দ্রের ‘নারীর মূল্য’ কোন ধরনের রচনা?
ক. উপন্যাস
খ. প্রবন্ধ
গ. নাটক
ঘ. ছোটগল্প
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘শ্রীকান্ত’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি-
ক. ছোটগল্প
খ. নাটক
গ. উপন্যাস
ঘ. ভ্রমণকাহিনী
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বৈকুণ্ঠের উইল’ কার রচনা?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ গ

প্রশ্নঃ শরৎচন্দ্রের ‘দেবদাস’ উপন্যাসটির প্রকাশকাল কত?
ক. ১৯১৮
খ. ১৯১৬
গ. ১৯১৭
ঘ. ১৯২৮
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘গৃহদাহ’ উপন্যাসের রচয়িতা কে?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. বুদ্ধদেব বসু
ঘ. শহীদুল্লা কায়সার
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘পথের দাবী’ উপন্যাসের রচয়িতা কে?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. মানিক বন্দ্যোপাধ্যায়
গ. সত্যেন সেন
ঘ. সুকান্ত ভট্টাবার্য
উত্তরঃ ক

প্রশ্নঃ ইন্দ্রনাথ কোন উপন্যাসের চরিত্র?
ক. গৃহদাহ
খ. পল্লী সমাজ
গ. পথের দাবী
ঘ. শ্রীকান্ত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি সঠিক?
ক. গোরা (নাট্যগ্রন্থ)
খ. বিদ্রোহী (কাব্যগ্রন্থ)
গ. পথের দাবী (উপন্যাস)
ঘ. একাত্তরের দিনগুলো (উপন্যাস)
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘পথের দাবী’ কোন ধরনের রচনা?
ক. রাজনৈতিক
খ. আত্মজীবনী
গ. স্যাটায়ার
ঘ. সামাজিক
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি শরৎচন্দ্রের আত্নজীবনীমূলক উপন্যাস?
ক. চরিত্রহীন
খ. দত্তা
গ. শ্রীকান্ত
ঘ. পথের দাবী
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!