প্রশ্নঃ কত তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন?
ক. ৭ জুন, ১৯৪১
খ. ৭ জুলাই, ১৯৪১
গ. ৭ আগস্ট, ১৯৪১
ঘ. ৭ সেপ্টেম্বর, ১৯৪১
উত্তরঃ গ
প্রশ্নঃ খেয়া রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা?
ক. কাব্য
খ. ছোটগল্প
গ. প্রহসন
ঘ. নাটক
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন গ্রন্থটি উপন্যাস?
ক. পদ্মাবতী
খ. মহাশ্মশান
গ. শেষের কবিতা
ঘ. রক্তাক্ত প্রান্তর
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
ক. শেষের কবিতা
খ. দোলনচাঁপা
গ. সোনারতরী
ঘ. মানসী
উত্তরঃ খ
প্রশ্নঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ বিশ্ব বিজ্ঞানী এর সাথে দর্শন, মানুষ ও বিজ্ঞান নিয়ে আলাপচারিতা করেছিলেন-
ক. নিউটন
খ. আইনস্টাইন
গ. শ্রডিঞ্জার
ঘ. ম্যাক্স প্লাংক
উত্তরঃ খ
প্রশ্নঃ রবীন্দ্রনাথের প্রথম ছোটগল্প কোনটি?
ক. কাবুলিওয়ালা
খ. পোস্টমাস্টার
গ. হৈমন্তী
ঘ. ভিখারিনী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নিচের কোনটি রবীন্দ্রনাথের নৃত্যনাট্য?
ক. চিত্রাঙ্গদা
খ. বিসর্জন
গ. চতুরঙ্গ
ঘ. রক্তকবরী
উত্তরঃ ক
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতায়কবির উপলব্ধি হচ্ছে-
ক. ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়
খ. বাধা-বিপত্তি প্রতিভাকে অঙ্কুরেই বিনষ্টকরে
গ. প্রকৃতি বিপুল ঐশ্বর্যের অধিকারী
ঘ. ভাঙার পরেই গড়ার কাজ শুরু হয়
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘ডাকঘর’ নাটকটির রচয়িতা কে?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. মমতাজ উদ্দিন আহমদ
গ. ওবায়েদ উল হক
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘খেয়া’ রবীন্দ্রনাথের একটি-
ক. নাটক
খ. কাব্যগ্রন্থ
গ. গল্পগ্রন্থ
ঘ. প্রবন্ধ
উত্তরঃ খ
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নয়-
ক. কড়ি ও কোমল
খ. রক্তকরবী
গ. মানসী
ঘ. পুনশ্চ
উত্তরঃ খ
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের কত বছর বয়সে ‘বনফুল’ প্রকাশিত হয়?
ক. চৌদ্দ বছর
খ. পনের বছর
গ. ষোল বছর
ঘ. সতের বছর
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?
ক. শেষপ্রশ্ন
খ. শেষকথা
গ. শেষদিন
ঘ. শেষলেখা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি উপন্যাস?
ক. শেষের কবিতা
খ. বলাকা
গ. ডাকঘর
ঘ. কালান্তর
উত্তরঃ ক
প্রশ্নঃ নিচের কোন উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
ক. গোরা
খ. শেষের কবিতা
গ. কৃষ্ণকান্তের উইল
ঘ. নৌকাডুবি
উত্তরঃ গ
প্রশ্নঃ রবীন্দ্রনাথের প্রথম কাব্য-
ক. জন্মদিন
খ. সন্ধ্যা সঙ্গীত
গ. প্রভাত সঙ্গীত
ঘ. আকাশ প্রদীপ
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি রবীন্দ্ররচনার অন্তর্গত নয়?
ক. “কালের যাত্রার ধ্বনি শুনতে কি পাও”?
খ. “অগ্নিগ্রাসী বিশ্বত্রাসী জাগুক আবার আত্মদান”।
গ. “প্রানের মানুষ আছে প্রাণে তাই হেরি তায় সকল খানে”?
ঘ. ” কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে”।
উত্তরঃ খ
প্রশ্নঃ রবীন্দ্রনাথের প্রথম কাব্য কোনটি?
ক. সোনার তরী
খ. মানসী
গ. বনফুল
ঘ. পরপুট
উত্তরঃ গ
প্রশ্নঃ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন
ক. ১৯৩৮ সালে
খ. ১৯৪১ সালে
গ. ১৯৪২ সালে
ঘ. ১৯৪০ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ করেন কে?
ক. W. B Yeats
খ. T. S. Eliot
গ. রবীন্দ্রনাথ ও W. B Yeats
ঘ. রবীন্দ্রনাথ
উত্তরঃ গ
প্রশ্নঃ মৃত্যুর পরে প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য কোনটি?
ক. জন্মদিনে
খ. শেষ লেখা
গ. পুনশ্চ
ঘ. বিসর্জন
উত্তরঃ খ
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন-
ক. ১৯০৫ সালে
খ. ১৯১৩ সালে
গ. ১৯২৩ সালে
ঘ. ১৯২৫ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ সাহিত্যে নোবেল পুরষ্কার পান প্রথম ভারতীয়
ক. স্যার ইকবাল
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. কৃষন চন্দর
ঘ. নীরোদ চৌধুরী
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়?
ক. শেষের কবিতা
খ. সোনার তরী
গ. বীরাঙ্গনা
ঘ. বলাকা
উত্তরঃ গ
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’ প্রকাশিত হয় কত সনে?
ক. ১৯১০
খ. ১৯১১
গ. ১৯১২
ঘ. ১৯১৩
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘মহেন্দ্র’ ও ‘বিনোদিনী’ নিচের কোন উপন্যাসের চরিত্র?
ক. মৃণালিণী
খ. চোখের বালি
গ. পল্লীসমাজ
ঘ. মানসী
উত্তরঃ খ
প্রশ্নঃ Rabindranath Tagore got Noble Prize for this: অথবা, রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন?
ক. Gitanjali
খ. Sonar Tari
গ. Shesher Kabita
ঘ. Chitrangada
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘বাংলার মাটি বাংলার জল’ সনেটটি কার রচনা
ক. অতুলপ্রসাদ সেন
খ. দ্বিজেন্দ্রলাল রায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ গ
প্রশ্নঃ উপন্যাস রচনার প্রথমদিকে রবীন্দ্রনাথ কার উপন্যাস দ্বারা প্রভাবিত হয়েছিলেন?
ক. মীর মশাররফ হোসেন
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. মধুসূদন দত্ত
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘পদাবলী’ লিখেছেন-
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. মাইকেল মধুসূদন দত্ত
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. কায়কোবাদ
উত্তরঃ ক
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)