বাংলা সাহিত্য-৩৮

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, মুনীর চৌধুরী:

প্রশ্নঃ মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি?
ক. পলাশী ব্যারাক
খ. ফিট কলাম
গ. রূপার কৌটা
ঘ. রক্তাক্ত প্রান্তর
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ মুনীর চৌধুরীর ‘মুখরা রমণী বশীকরণ’ একটি–
ক. উপন্যাস
খ. ছোটগল্প
গ. প্রবন্ধ
ঘ. অনুবাদ নাটক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘রক্তাক্ত প্রান্তর’ নাটক কোন্ পটভূমিতে লিখিত?
ক. পানি পথের যুদ্ধ
খ. পাক-ভারত যুদ্ধ
গ. খন্দকের যুদ্ধ
ঘ. ইরান-ইরাকের যুদ্ধ
উত্তরঃ ক

প্রশ্নঃ ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারীর পটভূমিতে রচিত ‘কবর’ নাটকের রচয়িতা কে?
ক. জসীম উদ্দিন
খ. নজরুল ইসলাম
গ. মুনীর চৌধুরী
ঘ. দ্বিজেন্দ্রলাল রায়
উত্তরঃ গ

প্রশ্নঃ মুনীর চৌধুরী রচিত ‘কবর’ একটি-
ক. কবিতা
খ. নাটক
গ. প্রবন্ধ
ঘ. ছোটগল্প
উত্তরঃ খ

প্রশ্নঃ কবর নাটকটি সর্বপ্রথম অভিনীত হয়?
ক. বাংলা টেলিভিশনে
খ. কেন্দ্রীয় শহীদ মিনারে
গ. ঢাকা কেন্দ্রীয় কারাগারে
ঘ. রমনা বটমূলে
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কবর’ নাটক কার রচনা?
ক. শহীদুল্লাহ কায়সার
খ. জহির রায়হান
গ. মুনীর চৌধুরী
ঘ. সত্যেন সেন
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোন নাটকটি মঞ্চায়ন করা হয় একটি কারাগারে
ক. কারাগার
খ. কবর
গ. নীলদর্পণ
ঘ. সিরাজউদ্দৌলা
উত্তরঃ খ

প্রশ্নঃ মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকের পটভূমি হলো-
ক. পানিপথের তৃতীয় যুদ্ধ
খ. ১৯৭১-এর মুক্তিযুদ্ধ
গ. ১৯৫২ এর ভাষা আন্দোলন
ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ মুনীর চৌধুরী ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকাকালীন কোন বিখ্যাত নাটকটি লিখেছিলেন?
ক. শঙ্খনীল কারাগার
খ. কবর
গ. নরুলদীনের সারা জীবন
ঘ. সেনাপতি
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘কবর’ নাটক কার রচনা?
ক. হুমায়ুন আহমেদ
খ. মুনীর চৌধুরী
গ. মামুনুর রশিদ
ঘ. আল মামুন
উত্তরঃ খ

প্রশ্নঃ মুনীর চৌধুরী রচিত নাটকের নাম নাম-
ক. সুবচন নির্বাসনে
খ. রক্তাক্ত প্রান্তর
গ. এখন দুঃসময়
ঘ. সমতট
উত্তরঃ খ

প্রশ্নঃ ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পটভূমিতে রচিত ‘কবর’ নাটকের নাট্যকার কে?
ক. কবির চৌধুরী
খ. মুনীর চৌধুরী
গ. সৈয়দ শামসুল হক
ঘ. মুনতাসীর মামুন
উত্তরঃ খ

প্রশ্নঃ মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি–
ক. কবর
খ. চিঠি
গ. রক্তাক্ত প্রান্তর
ঘ. মুখরা রমণী বশীকরণ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকটির রচয়িতা কে?
ক. জহির রায়হান
খ. শিশর ভাদুরী
গ. শওকত ওসমান
ঘ. মুনীর চৌধুরী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকের মূল প্রতিপাদ্য বিষয় কি?
ক. ১৯৪৭ সালের দেশ বিভাগ
খ. ১৯৫২ সালের ভাষা আন্দোলন
গ. ১৯৬৯ সালের গণ আন্দোলন
ঘ. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি নাটক
ক. কবি
খ. কবর
গ. মানসী
ঘ. তিথিডোর
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি ঐতিহাসিক নাটক?
ক. শর্মিষ্ঠা
খ. রাজসিংহ
গ. পলাশীর যুদ্ধ
ঘ. রক্তাক্ত প্রান্তর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘কবর’ নাটকটির রচয়িতা কে?
ক. আবদুল্লাহ আল মামুন
খ. মুনীর চৌধুরী
গ. নুরুল মোমেন
ঘ. জসীম উদ্দীন
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন সাহিত্যিক ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবী?
ক. জহির রায়হান
খ. নিজাম উদ্দিন
গ. অধ্যাপক গিয়াস উদ্দীন
ঘ. মুনীর চৌধুরী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলায় টাইপ রাইটার নির্মাণ করেন-
ক. মুহম্মদ আব্দুল হাই
খ. হুমায়ুন আজাদ
গ. মোস্তফা জব্বার
ঘ. মুনীর চৌধুরী
উত্তরঃ ঘ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, রবীন্দ্রনাথ ঠাকুর:

প্রশ্নঃ ‘পদাবলী’ লিখেছেন-
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. মাইকেল মধুসূদন দত্ত
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. কায়কোবাদ
উত্তরঃ ক

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ‘শেষের কবিতা’ হচ্ছে-
ক. একটি বিয়োগান্তক কবিতা
খ. একটি মিলাত্বক উপন্যাস
গ. একটি রোমান্টিক উপন্যাস
ঘ. একটি রম্য রচনা
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন আধুনিক কবি ব্রজবুলি ভাষায় কাব্য রচনা করেন?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. অতুল প্রসাদ সেন
ঘ. জীবনানন্দ দাশ
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
ক. সোনার তরী
খ. রক্তকরবী
গ. রাজবন্দীর জবানবন্দী
ঘ. চোখের বালি
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর’- কোন কবিতার চরণ?
ক. হিং টিং ছট
খ. প্রিয়তমাষু
গ. নির্ঝরের স্বপ্নভঙ্গ
ঘ. আজি সৃষ্টি সুখের উল্লাসে
উত্তরঃ গ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি
ক. গীতাঞ্জলি
খ. বলাকা
গ. বনফুল
ঘ. পূরবী
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?
ক. অগ্নিবীণা
খ. সোনার তরী
গ. চিত্রা
ঘ. বলাকা
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!