প্রশ্নঃ কোন গ্রন্থটি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত?
ক. তন্বী
খ. হনুমানের স্বপ্ন
গ. জলসা ঘর
ঘ. প্রাগৈতিহাসিক
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘পুতুল নাচের ইতিকথা’ কার রচনা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. মানিক বন্দ্যোপাধ্যায়
গ. বিভৃতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ঘ. সুনীল গঙ্গোপাধ্যায়
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘শশী, কুসুম’ কোন উপন্যাসের চরিত্র?
ক. পুতুল নাচের ইতিকথা
খ. পদ্মানদীর মাঝি
গ. দিবারাত্রির কাব্য
ঘ. জননী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘ছোট বকুল পুরের যাত্রী’ গ্রন্থটির রচয়িতা—-
ক. তারাশঙ্কর বন্দোপাধ্যায়
খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
গ. মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ. নারায়ন গঙ্গোপাধ্যায়
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘পদ্মানদীর মাঝি’ মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি–
ক. উপন্যাস
খ. নাটক
গ. গল্প
ঘ. ভ্রমণকাহিনী
উত্তরঃ ক
প্রশ্নঃ মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাস কোনটি?
ক. জননী
খ. ময়ূরকণ্ঠ
গ. রাতের সমুদ্র
ঘ. অরণ্যের সুর
উত্তরঃ ক
প্রশ্নঃ মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মানদীর মাঝি’ নামক উপন্যাসের উপজীব্য-
ক. মাঝি-মাল্লার সংগ্রামশীল জীবন
খ. জেলে জীবনের বিচিত্র সুখ-দুঃখ
গ. চাষী জীবনের করুণ চিত্র
ঘ. চরবাসীদের দুঃখী জীবন
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘পদ্মা নদীরমাঝি’ উপন্যাসের উপজীব্য হলো-
ক. চরবাসীদের দুঃখী জীবন
খ. জেলে জীবনের বিচিত্র সুখ-দুঃখ
গ. চাষী জীবনের করুণ চিত্র
ঘ. মাঝি-মাল্লার সংগ্রামশীল জীবন
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘পদ্মা নদীর মাঝি’ কি ধরনের রচনা?
ক. উপন্যাস
খ. ভ্রমণকাহিনী
গ. রম্য রচনা
ঘ. নাটক
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘অবাধ্য বাঁশের কঞ্চির মত কপিলা’-উক্তিটি কোন উপন্যাস থেকে নেয়া হয়েছে?
ক. আরণ্যক
খ. দিবারাত্রির কাব্য
গ. পদ্মানদীর মাঝি
ঘ. পুতুল নাচের ইতিকথা
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘আত্মহত্যার অধিকার’ কার লেখা?
ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
খ. মানিক বন্দ্যোপাধ্যায়
গ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘কুবের ও ধনঞ্জয়’ কোন উপন্যাসের চরিত্র?
ক. পদ্মানদীর মাঝি
খ. পোকামাকড়ের ঘরবসতি
গ. হাঙর নদী গ্রেনেড
ঘ. হাঁসুলি বাঁকের উপকথা
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘অতসী মামী’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. সৈয়দ ওয়ালীউল্লাহ
খ. জহির রায়হান
গ. শহীদুল্লাহ কায়সার
ঘ. মানিক বন্দোপাধ্যায়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসটির প্রকাশকাল-
ক. ১৯৩৬ সালে
খ. ১৯১৩ সালে
গ. ১৯২৬ সালে
ঘ. ১৯৪৬ সালে
উত্তরঃ ক
বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, মীর মোশাররফ হোসেন:
প্রশ্নঃ মীর মশাররফ হোসেনের ‘বিষাদসিন্ধু’ গ্রন্থটি সম্পর্কে কোন উক্তিটি উপযোগী?
ক. এটি বাংলা সাহিত্যের প্রতিনিধিত্বশীল মহাকাব্য
খ. এটি প্রামাণ্য ইতিহাস সম্বলিত মহাকাব্য
গ. এটি ঐতিহাসিক ঘটনার আবেগ-নির্ভর মর্মস্পর্শীবর্ণনা
ঘ. এটি মুসলমানের লেখা প্রথম কবিতা সংকলন
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি?
ক. মোতাহের হোসেন
খ. ইসমাইল হোসেন সিরাজী
গ. মীর মশাররফ হোসেন
ঘ. ফররুখ আহমদ
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে।’-কার উক্তি?
ক. মীর মশাররফ হোসেনের
খ. ইসমাইল হোসেন সিরাজীর
গ. রবীন্দ্রনাথ ঠাকুরের
ঘ. কাজী নজরুল ইসলামের
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘বিষাদ সিন্ধু’ কার রচনা?
ক. কায়কোবাদ
খ. মীর মশাররফ হোসেন
গ. মোজাম্মেল হক
ঘ. ইসমাইল হোসেন সিরাজী
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘জমিদার দর্পন’ কার লেখা?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. মীর মশাররফ হোসেন
গ. জসীম উদ্দীন
ঘ. মুনীর চৌধুরী
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘রত্নবতী’ উপন্যাসের লেখক কে?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. মীর মশাররফ হোসেন
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ খ
প্রশ্নঃ মুসলিম সাহিত্যিক রচিত প্রথম নাটক কোনটি?
ক. জমিদার দর্পণ
খ. গোজীবন
গ. স্পেন বিজয়
ঘ. বসন্ত কুমারী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নিচের কোন পুস্তকিটি মীর মশাররফ হোসেন রচিত?
ক. নীলদর্পণ
খ. জমিদার দর্পণ
গ. স্বপন পশারী
ঘ. দুর্গেশনন্দিনী
উত্তরঃ খ
প্রশ্নঃ মীর মশাররফ হোসেনের নাটক কোনটি
ক. নটির পূজা
খ. বেহুলা গীতাভিনয়
গ. নবীন তপস্বিনী
ঘ. কৃষ্ণকুমারী
উত্তরঃ খ
প্রশ্নঃ মীর মোশাররফ হোসেনের অমর গ্রন্থের নাম কি?
ক. বিষাদ সিন্ধু
খ. বসন্ত কুমারী
গ. জমিদার দর্পণ
ঘ. বিবি কুলসুম
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলা সাহিত্যে মীর মোশাররফ হোসেন কি নামে পরিচিত?
ক. বীরবল
খ. গাজী মিয়া
গ. মীর সাহেব
ঘ. প্রসন্ন কুমার
উত্তরঃ খ
প্রশ্নঃ মীর মোশাররফ হোসেন কোন ধরনের গ্রন্থ রচনায় কৃতিত্ব দেখিয়েছেন?
ক. প্রবন্ধ গ্রন্থ
খ. ভ্রমন কাহিনী
গ. কাব্যগ্রন্থ
ঘ. সাহিত্যরস সমৃদ্ধ গ্রন্থ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ মোশাররফ হোসেনের কোন নাটকে দীনবন্ধুর ‘নীলদর্পণ’ নাটকের প্রভাব লক্ষণীয়?
ক. মেবার পতন
খ. জমিদার দর্পণ
গ. নূরজাহান
ঘ. বসন্ত কুমারী
উত্তরঃ খ
প্রশ্নঃ আধুনিক বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ-
ক. মীর মশাররফ হোসেন
খ. ইসমাইল হোসেন সিরাজী
গ. গোলাম মোস্তফা
ঘ. মোজাম্মেল হক
উত্তরঃ ক
প্রশ্নঃ নিচের কোনটি মীর মশাররফ হোসেনের জন্মমৃত্যু সাল?
ক. ১৮৪৭-১৯১১
খ. ১৮৫২-১৯১২
গ. ১৮৫৭-১৯১১
ঘ. ১৯৪৭-১৯১২
উত্তরঃ ঘ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)