বাংলা সাহিত্য-৩৬

প্রশ্নঃ কোন গ্রন্থটি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত?
ক. তন্বী
খ. হনুমানের স্বপ্ন
গ. জলসা ঘর
ঘ. প্রাগৈতিহাসিক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘পুতুল নাচের ইতিকথা’ কার রচনা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. মানিক বন্দ্যোপাধ্যায়
গ. বিভৃতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ঘ. সুনীল গঙ্গোপাধ্যায়
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘শশী, কুসুম’ কোন উপন্যাসের চরিত্র?
ক. পুতুল নাচের ইতিকথা
খ. পদ্মানদীর মাঝি
গ. দিবারাত্রির কাব্য
ঘ. জননী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ছোট বকুল পুরের যাত্রী’ গ্রন্থটির রচয়িতা—-
ক. তারাশঙ্কর বন্দোপাধ্যায়
খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
গ. মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ. নারায়ন গঙ্গোপাধ্যায়
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘পদ্মানদীর মাঝি’ মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি–
ক. উপন্যাস
খ. নাটক
গ. গল্প
ঘ. ভ্রমণকাহিনী
উত্তরঃ ক

প্রশ্নঃ মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাস কোনটি?
ক. জননী
খ. ময়ূরকণ্ঠ
গ. রাতের সমুদ্র
ঘ. অরণ্যের সুর
উত্তরঃ ক

প্রশ্নঃ মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মানদীর মাঝি’ নামক উপন্যাসের উপজীব্য-
ক. মাঝি-মাল্লার সংগ্রামশীল জীবন
খ. জেলে জীবনের বিচিত্র সুখ-দুঃখ
গ. চাষী জীবনের করুণ চিত্র
ঘ. চরবাসীদের দুঃখী জীবন
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘পদ্মা নদীরমাঝি’ উপন্যাসের উপজীব্য হলো-
ক. চরবাসীদের দুঃখী জীবন
খ. জেলে জীবনের বিচিত্র সুখ-দুঃখ
গ. চাষী জীবনের করুণ চিত্র
ঘ. মাঝি-মাল্লার সংগ্রামশীল জীবন
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘পদ্মা নদীর মাঝি’ কি ধরনের রচনা?
ক. উপন্যাস
খ. ভ্রমণকাহিনী
গ. রম্য রচনা
ঘ. নাটক
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘অবাধ্য বাঁশের কঞ্চির মত কপিলা’-উক্তিটি কোন উপন্যাস থেকে নেয়া হয়েছে?
ক. আরণ্যক
খ. দিবারাত্রির কাব্য
গ. পদ্মানদীর মাঝি
ঘ. পুতুল নাচের ইতিকথা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘আত্মহত্যার অধিকার’ কার লেখা?
ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
খ. মানিক বন্দ্যোপাধ্যায়
গ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘কুবের ও ধনঞ্জয়’ কোন উপন্যাসের চরিত্র?
ক. পদ্মানদীর মাঝি
খ. পোকামাকড়ের ঘরবসতি
গ. হাঙর নদী গ্রেনেড
ঘ. হাঁসুলি বাঁকের উপকথা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘অতসী মামী’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. সৈয়দ ওয়ালীউল্লাহ
খ. জহির রায়হান
গ. শহীদুল্লাহ কায়সার
ঘ. মানিক বন্দোপাধ্যায়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসটির প্রকাশকাল-
ক. ১৯৩৬ সালে
খ. ১৯১৩ সালে
গ. ১৯২৬ সালে
ঘ. ১৯৪৬ সালে
উত্তরঃ ক

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, মীর মোশাররফ হোসেন:

প্রশ্নঃ মীর মশাররফ হোসেনের ‘বিষাদসিন্ধু’ গ্রন্থটি সম্পর্কে কোন উক্তিটি উপযোগী?
ক. এটি বাংলা সাহিত্যের প্রতিনিধিত্বশীল মহাকাব্য
খ. এটি প্রামাণ্য ইতিহাস সম্বলিত মহাকাব্য
গ. এটি ঐতিহাসিক ঘটনার আবেগ-নির্ভর মর্মস্পর্শীবর্ণনা
ঘ. এটি মুসলমানের লেখা প্রথম কবিতা সংকলন
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি?
ক. মোতাহের হোসেন
খ. ইসমাইল হোসেন সিরাজী
গ. মীর মশাররফ হোসেন
ঘ. ফররুখ আহমদ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে।’-কার উক্তি?
ক. মীর মশাররফ হোসেনের
খ. ইসমাইল হোসেন সিরাজীর
গ. রবীন্দ্রনাথ ঠাকুরের
ঘ. কাজী নজরুল ইসলামের
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বিষাদ সিন্ধু’ কার রচনা?
ক. কায়কোবাদ
খ. মীর মশাররফ হোসেন
গ. মোজাম্মেল হক
ঘ. ইসমাইল হোসেন সিরাজী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘জমিদার দর্পন’ কার লেখা?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. মীর মশাররফ হোসেন
গ. জসীম উদ্দীন
ঘ. মুনীর চৌধুরী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘রত্নবতী’ উপন্যাসের লেখক কে?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. মীর মশাররফ হোসেন
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ খ

প্রশ্নঃ মুসলিম সাহিত্যিক রচিত প্রথম নাটক কোনটি?
ক. জমিদার দর্পণ
খ. গোজীবন
গ. স্পেন বিজয়
ঘ. বসন্ত কুমারী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোন পুস্তকিটি মীর মশাররফ হোসেন রচিত?
ক. নীলদর্পণ
খ. জমিদার দর্পণ
গ. স্বপন পশারী
ঘ. দুর্গেশনন্দিনী
উত্তরঃ খ

প্রশ্নঃ মীর মশাররফ হোসেনের নাটক কোনটি
ক. নটির পূজা
খ. বেহুলা গীতাভিনয়
গ. নবীন তপস্বিনী
ঘ. কৃষ্ণকুমারী
উত্তরঃ খ

প্রশ্নঃ মীর মোশাররফ হোসেনের অমর গ্রন্থের নাম কি?
ক. বিষাদ সিন্ধু
খ. বসন্ত কুমারী
গ. জমিদার দর্পণ
ঘ. বিবি কুলসুম
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা সাহিত্যে মীর মোশাররফ হোসেন কি নামে পরিচিত?
ক. বীরবল
খ. গাজী মিয়া
গ. মীর সাহেব
ঘ. প্রসন্ন কুমার
উত্তরঃ খ

প্রশ্নঃ মীর মোশাররফ হোসেন কোন ধরনের গ্রন্থ রচনায় কৃতিত্ব দেখিয়েছেন?
ক. প্রবন্ধ গ্রন্থ
খ. ভ্রমন কাহিনী
গ. কাব্যগ্রন্থ
ঘ. সাহিত্যরস সমৃদ্ধ গ্রন্থ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মোশাররফ হোসেনের কোন নাটকে দীনবন্ধুর ‘নীলদর্পণ’ নাটকের প্রভাব লক্ষণীয়?
ক. মেবার পতন
খ. জমিদার দর্পণ
গ. নূরজাহান
ঘ. বসন্ত কুমারী
উত্তরঃ খ

প্রশ্নঃ আধুনিক বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ-
ক. মীর মশাররফ হোসেন
খ. ইসমাইল হোসেন সিরাজী
গ. গোলাম মোস্তফা
ঘ. মোজাম্মেল হক
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি মীর মশাররফ হোসেনের জন্মমৃত্যু সাল?
ক. ১৮৪৭-১৯১১
খ. ১৮৫২-১৯১২
গ. ১৮৫৭-১৯১১
ঘ. ১৯৪৭-১৯১২
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!