প্রশ্নঃ জীবননান্দ দাসের একটি বিখ্যাত কবিতার নাম-
ক. রূপসী বাংলা
খ. বনলতা সেন
গ. ছাড়পত্র
ঘ. সারাদুপুর
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়?
ক. ধূসর পাণ্ডুলিপি
খ. ঝরা পালক
গ. মহা পৃথিবী
ঘ. বেলা শেষের গান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘বনলতা সেন’ কার রচনা
ক. জলধর সেন
খ. সমর সেন
গ. অতুল প্রসাদ সেন
ঘ. জীবনানন্দ দাশ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘ধূসর পাণ্ডুলিপি’ কার রচনা?
ক. জীবনানন্দ দাশ
খ. বিষ্ণু দে
গ. বুদ্ধদেব বসু
ঘ. প্রেমেন্দ্র মিত্র
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি জীবনানন্দ দাশের কাব্য নয়?
ক. ধূসর পাণ্ডুলিপি
খ. ঝরা পালক
গ. বেলা শেষের গান
ঘ. মহা পৃথিবী
উত্তরঃ গ
বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, ড. মুহম্মদ শহীদুল্লাহ:
প্রশ্নঃ ‘বাংলা ভাষার ইতিবৃত্ত’ বইটি রচনা করেন-
ক. রাজা রামমোহন রায়
খ. মুরারীমোহন সেন
গ. সুকুমার সেন
ঘ. নরেন বিশ্বাস
উত্তরঃ গ
প্রশ্নঃ ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী?
ক. Buddhist Mystic Songs
খ. চর্যাগীতিকা
গ. চর্যাগীতিকোষ
ঘ. হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কার রচনা?
ক. মুহম্মদ শহীদুল্লাহ
খ. মুহামম্দ আব্দুল হাই
গ. মুনীর চৌধুরী
ঘ. মোফাজ্জল হোসেন চৌধুরী
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহ্র লেখা?
ক. বঙ্গভাষা ও সাহিত্য
খ. বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
গ. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
ঘ. বাংলা সাহিত্যের কথা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘বাংলা ভাষা ইতিবৃত্ত’ — কে রচনা করেন?
ক. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
খ. সুকুমার সেন
গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. মুহম্মদ এনামুল হক
উত্তরঃ গ
প্রশ্নঃ ডঃ মোহাম্মদ শহীদুল্লাহ প্রধানত কোন ধরনের ব্যক্তিত্ব ছিলেন?
ক. কবি
খ. ঐতিহাসিক
গ. সমাজ সংস্কারক
ঘ. ভাষাতত্ত্ববিদ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ড. মুহাম্মদ শহীদুল্লাহর জীবনকাল কোনটি
ক. ১৮৮৫-১৯৬৯
খ. ১৮৭৫-১৯৬৯
গ. ১৮৮৪-১৯৬৯
ঘ. ১৮৮৫-১৯৭০
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘বাংলা ভাষার অভিধান’ সম্পাদনার জন্য ড. মুহম্মদ শহীদুল্লাহ বাংলা একাডেমীতে কোন সালে যোগদান করেন?
ক. ১৯৪৯ সালে
খ. ১৯৬০ সালে
গ. ১৯৫০ সালে
ঘ. ১৯৫৮ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ ড. মুহম্মদ শহীদুল্লাহর শিশুতোষ গ্রন্থ কোনটি?
ক. শেষ নবীর সন্ধানে
খ. রকমারি
গ. বাংলা আদব কি তারিখ
ঘ. প্রাচীন ধর্মগ্রন্থে শেষ নবী
উত্তরঃ ক
প্রশ্নঃ ড.মুহম্মদ শহীদুল্লাহর মৃত্যুদিবস কোনটি?
ক. ১৯৬৪ সালের ১ মে
খ. ১৯৬৬ সালের ১ জুলাই
গ. ১৯৬৯ সালের ১৩ জুলাই
ঘ. ১৯৭০ সালের ১৩ জুলাই
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘আঞ্চলিক ভাষার অভিধান’ ও ‘বাংলা ভাষার ইতিবৃত্ত’ গ্রন্থদ্বয়ের রচয়িতা কে?
ক. সুকুমার সেন
খ. অসিতকুমার
গ. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. সুনীতিকুমার
উত্তরঃ গ
বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, দীনবন্ধু মিত্র:
প্রশ্নঃ নীলদর্পণ প্রথম মঞ্চস্থ হয়-
ক. ঢাকা
খ. কলকাতা
গ. চট্টগ্রাম
ঘ. বরিশাল
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল?
ক. মেঘনাদ বধ কাব্য
খ. দুর্গেশ নন্দিনী
গ. নীলদর্পণ
ঘ. অগ্নিবীণা
উত্তরঃ গ
প্রশ্নঃ দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি?
ক. বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
খ. বিয়ে পাগলা বুড়ো
গ. কিঞ্চিত জলযোগ
ঘ. কল্কি অবতার
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘Uncle Tom’s Cabin’- এর আদলে বাংলা কোন নাটকটি প্রকাশিত হয়?
ক. ভ্রান্তিবিলাস
খ. রত্নাবলী
গ. শর্মিষ্ঠা
ঘ. নীলদর্পণ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘সধবার একাদশী’ প্রহসনটির রচয়িতা কে?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. গিরীশচন্দ্র সেন
গ. দীনবন্ধু মিত্র
ঘ. তারাচরণ শিকদার
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘লীলাবতী’ গ্রন্থটি সংক্রান্ত নিম্নোক্ত কোন তথ্যটি সঠিক
ক. নাটক, দীনবন্ধু মিত্র
খ. কাব্য গ্রন্থ, গিরিশচন্দ্র ঘোষ
গ. উপন্যাস, কালীপ্রসন্ন সিংহ
ঘ. রূপকথার সম্ভার
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘জামাই বারিক” নাটকটি কার রচনা?
ক. আবদুল্লাহ আল মামুন
খ. আলাউদ্দীন আলা আজাদ
গ. দীনবন্ধু মিত্র
ঘ. সেলিম আল দীন
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘নীলদর্পণ’ নাটকের প্রথম ইংরেজি অনুবাদক কে?
ক. লঙ সাহেব
খ. ডিরোজিও
গ. মধুসূদন
ঘ. দীনবন্ধু নিজেই
উত্তরঃ গ
প্রশ্নঃ দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন-
ক. পাদ্রি রঙ
খ. হরিশচন্দ্র
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. গৌরদাস বসাক
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘সধবার একাদশী’ কোন ধরনের রচনা?
ক. প্রহসন
খ. ট্রাজেডী
গ. কমেডি
ঘ. নক্শা
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘নীলদর্পণ’ নাটকটি কত সালে প্রকাশিত হয়?
ক. ১৮৫৭ সালে
খ. ১৮৫৮ সালে
গ. ১৮৪৯ সালে
ঘ. ১৮৬০ সালে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোনটি দীনবন্ধু মিত্রের রচনা?
ক. কমলে কামিনী
খ. চক্ষুদান
গ. বিধবা বিবাহ
ঘ. ভদ্রার্জুন
উত্তরঃ ক
প্রশ্নঃ দীনবন্ধু মিত্র চাকুরী করতেন–
ক. শিক্ষা বিভাগে
খ. আইন বিভাগে
গ. ডাক বিভাগে
ঘ. সংবাদপত্রে
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)