প্রশ্নঃ ‘তেইশ নম্বর তৈলচিত্র’ কোন ধরনের রচনা?
ক. কাব্য
খ. উপন্যাস
গ. ছোটগল্প
ঘ. নাটক
উত্তরঃ খ
প্রশ্নঃ শহীদ মিনার সম্পর্কে লেখা কবিতা ‘স্মৃতিস্তম্ভ’ কার লেখা?
ক. আলাউদ্দিন আল আজাদ
খ. আসাদ চৌধুরী
গ. মাহ্বুবুল আলম
ঘ. অসমি সাহা
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলা সিনেমা ‘বসুন্ধরা’ নির্মিত হয়েছিল আলাউদ্দিন আল আজাদের কোন উপন্যাস অবলম্বনে?
ক. বসন্তের প্রথম দিন
খ. কর্ণফুলি
গ. ক্ষুধা ও আশা
ঘ. তেইশ নম্বর তৈলচিত্র
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘ধান-কন্যা’র লেখক কে?
ক. জহির রায়হান
খ. আলাউদ্দিন আল-আজাদ
গ. শহীদুল্লাহ কায়সার
ঘ. মুহম্মদ মনসুর উদ্দিন
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘স্মৃতির মিনার ভেঙ্গেছে তোমার? ভয় কি বন্ধু, আমরা এখনো’- কবিতাংশটি কার রচনা?
ক. আলাউদ্দিন আল আজাদ
খ. শহীদ কাদরী
গ. সৈয়দ শামসুল হক
ঘ. আবু রুশদ
উত্তরঃ ক
বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, আহমেদ ছফা:
প্রশ্নঃ নিচের কোনটি সঠিক তা চিহ্নিত করুন।
ক. নন্দিত নরকে- মুহম্মদ জাফর ইকবাল
খ. আরেক ফাল্গুন- সেলিনা হোসেন
গ. যদ্যপি আমার গুরু- আহমদ ছফা
ঘ. কবি- মানিক বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ গ
প্রশ্নঃ আহমদ ছফা কোন গ্রন্থটি লিখেছেন?
ক. আত্মজা ও একটি করবী গাছ
খ. দক্ষিণায়নের দিন
গ. যদ্যপি আমার শুরু
ঘ. রেখাচিত্র
উত্তরঃ গ
প্রশ্নঃ নিচের কোনটি সঠিক?
ক. সংশপ্তক- জহির রায়হান
খ. সত্যের মত বদমাস- সেলিনা হোসেন
গ. গাভী বৃত্তান্ত- আহমদ ছফা
ঘ. হাঙ্গর নদী গ্রেনেড- সুফিয়া কামাল
উত্তরঃ গ
বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, আহসান হাবীব:
প্রশ্নঃ নিচের কোনটি আহসান হাবীব রচিত উপন্যাস?
ক. রাত্রি শেষ
খ. ছায়া হরিণ
গ. জাফরাণী রং পায়রা
ঘ. আশায় বসতি
উত্তরঃ গ
প্রশ্নঃ কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?
ক. সর্বহারা
খ. ছায়া হরিণ
গ. ছায়ানট
ঘ. ভাঙার গান
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘রাত্রি শেষ’ কাব্যগ্রন্থটি কার লেখা?
ক. আহসান হাবীব
খ. সৈয়দ আলী আহসান
গ. আল মাহমুদ
ঘ. ফররুখ আহমদ
উত্তরঃ ক
প্রশ্নঃ আহসান হাবীবের সর্বশেষ গ্রন্থ-
ক. বিদীর্ণ দর্পণে মুখ
খ. ঝরা পালকের নীড়
গ. সবুজ পাতার স্বপ্নভিড়
ঘ. কালের কলস
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘ছায়া হরিণ’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
ক. আহসান হাবীব
খ. ফররূখ আহমদ
গ. শামসুর রহমান
ঘ. সুকান্ত ভট্টাচার্য
উত্তরঃ ক
প্রশ্নঃ “রাত্রিশেষ” কী ধরনের রচনা?
ক. নাটক
খ. উপন্যাস
গ. ছোটগল্প
ঘ. কাব্য
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কবি আহসান হাবিবের কবিতার বৈশিষ্ট্য কি?
ক. প্রকৃতি প্রেম
খ. গভীর জীবনবোধ ও আত্মমগ্নতা
গ. আত্মমগ্নতা ও প্রকৃতি প্রেম
ঘ. বস্তুনিষ্ঠতা ও বাস্তব জীবনবোধ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘প্রেমের কবিতা’ গ্রন্থের লেখক-
ক. আহসান হাবীব
খ. ফজলে হুদা
গ. মহাদেব সাহা
ঘ. নির্মলেন্দু গুণ
উত্তরঃ ক
প্রশ্নঃ আহসান হাবীবের কোন কবিতাগুলো পাঠককে সহজেই আকৃষ্ট করে?
ক. ব্যঙ্গত্মক কবিতা
খ. কৌতুক মিশ্রিত কবিতা
গ. সামাজিক কবিতা
ঘ. স্নিগ্ধসুরের কবিতা
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘সারা দুপুর’ কাব্যটির রচয়িতা কে?
ক. ফররুখ আহমদ
খ. আহসান হাবীব
গ. গোলাম মোস্তফা
ঘ. সিকান্দার আবু জাফর
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘মেঘ বলে চৈত্রে যাবো’ কাব্যগ্রন্থটির লেখক হলেন-
ক. আহসান হাবীব
খ. শামসুর রহমান
গ. মহাদেব সাহা
ঘ. খালেদা এদিব চৌধুরী
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘দু’হাতে দুই আদিম পাথর’-কাব্যটির রচয়িতা কে?
ক. সৈয়দ শামসুল হক
খ. নির্মলেন্দু গুণ
গ. আহসান হাবীব
ঘ. শামসুর রাহমান
উত্তরঃ গ
বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:
প্রশ্নঃ শকুন্তলা কে অনুবাদ করেন?
ক. প্যারীচাঁদ
খ. বিদ্যাসাগর
গ. রামমোহন রায়
ঘ. অক্ষয় কুমার দত্ত
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘বিধবা বিবাহ আইন’ কত সালে পাশ হয়?
ক. ১৮৫৫ সালে
খ. ১৮৫৬ সালে
গ. ১৮৫৭ সালে
ঘ. ১৮৫৮ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তক-
ক. রাজা রামমোহন রায়
খ. দেবেন্দ্রনাথ ঠাকুর
গ. মিসেস সরোজিন নাইডু
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলা ভাষায় সর্বপ্রথম যতিচিহ্নের প্রচলন করেন কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. প্যারীচাঁদ মিত্র
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলা ভাষায় প্রথম গল্পধর্মী বই কোনটি?
ক. রামায়ণ
খ. শকুন্তলা
গ. বেতাল পঞ্চবিংশতি
ঘ. বেদান্ত গ্রন্থ
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)