বাংলা সাহিত্য-১৬

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, আবু ইসহাক:

প্রশ্নঃ বাংলা উপন্যাস সাহিত্যে অবদানের জন্য আবু ইসহাক কবে বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন?
ক. ১৮৬০ সালে
খ. ১৮৮০ সালে
গ. ১৯৬০ সালে
ঘ. ১৯৭০ সালে
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘জোঁক’ গল্পের রচয়িতা-
ক. শাহেদ আলী
খ. শওকত ওসমান
গ. আল মাহমুদ
ঘ. আবু ইসহাক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘সূর্য দীঘল বাড়ি’ কোন প্রকারের গ্রন্থ
ক. রম্য নাটক
খ. সামাজিক উপন্যাস
গ. লোক সাহিত্য
ঘ. জীবন কাহিনী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সূর্য দীঘল বাড়ি’ উপন্যাসটি লিখেছেন-
ক. আনিস চৌধুরী
খ. আবু ইসহাক
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. মীর মশাররফ হোসেন
উত্তরঃ খ

প্রশ্নঃ আবু ইসহাক রচিত ‘সূর্যদীঘল বাড়ি’ একটি-
ক. উপন্যাস
খ. কাব্য
গ. গল্পগ্রন্থ
ঘ. স্মৃতিচারণমূলক
উত্তরঃ ক

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, আবুল মনসুর আহমদ:

প্রশ্নঃ ‘গালিভারের সফরনামা’ গল্পগ্রন্থের রচয়িতা কে?
ক. আবুল মনসুর আহমদ
খ. সৈয়দ মুজতবা আলী
গ. প্রমথ চৌধুরী
ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচয়িতা কে-
ক. মোঃ আব্দুল হাই
খ. ডঃ শহীদুল্লাহ
গ. আবুল মনসুর আহমদ
ঘ. আতাউর রহমান
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ফুড কনফারেন্স’ কি ধরনের রচনা?
ক. উপন্যাস
খ. কাব্য
গ. ভ্রমণকাহিনী
ঘ. এগুলোর কোনটিই নয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘সত্য মিথ্যা’ ভাবানুবাদ উপন্যাসের লেখক কে?
ক. আলাউদ্দিন আল আজাদ
খ. আবু রুশদ
গ. আবুল মনসুর আহমদ
ঘ. আবুল ফজল
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন গ্রন্থটি আবুল মনসুর আহমদ রচিত?
ক. আয়না
খ. আসমানী পর্দা
গ. আবে হায়াত
ঘ. সবগুলো
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘আবে-হায়াত’ গ্রন্থের রচয়িতা-
ক. মুহম্মদ শহীদুল্লাহ
খ. আবদুল করিম সাহিত্য বিশারদ
গ. আবুল মনসুর আহমদ
ঘ. আবুল ফজল
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘আবে হায়াৎ’ আবুল মনসুর আহমেদের কি জাতীয় গ্রন্থ?
ক. কাব্য
খ. প্রবন্ধ
গ. জীবনী সাহিত্য
ঘ. উপন্যাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ফুড কনফারেন্স’ গ্রন্থের রচয়িতা-
ক. আবুল কালাম শামসুদ্দীন
খ. আবুল মনসুর আহমদ
গ. আবুল ফজল
ঘ. মাহবুবুল আলম
উত্তরঃ খ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, আল মাহমুদ:

প্রশ্নঃ আল মাহমুদের কাব্যগ্রন্থ্য কোনটি?
ক. বিধ্বস্ত নীলিমা
খ. সোনালী কাবিন
গ. রাজা যায় রাজা আসে
ঘ. শীতে বসন্ত
উত্তরঃ খ

প্রশ্নঃ আল মাহমুদের কাব্যগ্রন্থ্য কোনটি?
ক. ক্ষণিকা
খ. নাম রেখেছি কোমল গান্ধার
গ. পাখির কাছে ফুলের কাছে
ঘ. উপদ্রুত উপকূল
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কাবিলের বোন’-গ্রন্থের রচয়িতা কে?
ক. আল মাহমুদ
খ. আবদুল্লাহ আবু সায়ীদ
গ. মামুনুর রশীদ
ঘ. সৈয়দ আলী আহসান
উত্তরঃ ক

প্রশ্নঃ আল মাহমুদের ‘পানকৌড়ির রক্ত’ কোন ধরনের রচনা?
ক. নাটক
খ. উপন্যাস
গ. ছোটগল্প
ঘ. প্রবন্ধ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘মিথ্যাবাদী রাখাল’ কাব্যটির রচয়িতা কোন কবি?
ক. সৈয়দ শামসুল হক
খ. মোহাম্মদ মনিরুজ্জামান
গ. আব্দুল মান্নান সৈয়দ
ঘ. আল মাহমুদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি কবি আল মাহমুদের গ্রন্থ নয়?
ক. সোনালী কাবিন
খ. লোক লোকান্তর
গ. কালের কলস
ঘ. শেষ ভাঙ্গন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘সোনালী কাবিন’ কাব্যের রচয়িতা কে?
ক. হাসান হাফিজুর রহমান
খ. আল মাহমুদ
গ. হুমায়ুন আজাদ
ঘ. শক্তি চট্টোপাধ্যায়
উত্তরঃ খ

প্রশ্নঃ আল মাহমুদ-এর কাব্য নয়-
ক. বখতিয়ারের ঘোড়া
খ. সোনালী কাবিন
গ. হেমলকের পেয়ালা
ঘ. কালে কলস
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কালের কলস’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. শামসুর রাহমান
খ. রফিক আজাদ
গ. আল মাহমুদ
ঘ. শহীদ কাদরী
উত্তরঃ গ

প্রশ্নঃ আল মাহমুদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক. লোক লোকান্তর
খ. কালের কলস
গ. সোনালী কাবিন
ঘ. মায়ারী পর্দা দুলে উঠে
উত্তরঃ ক

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, আলাউদ্দীন আল আজাদ:

প্রশ্নঃ ‘নরকের লাল গোলাপ’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. কল্যাণ মিত্র
খ. কবীর চৌধুরী
গ. সেলিম আল দীন
ঘ. আলাউদ্দিন আল আজাদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ক্ষুধা ও আশা’ উপন্যাসের রচয়িতা হলেন-
ক. আবদুল গাফফার চৌধুরী
খ. শওকত ওসমান
গ. আলাউদ্দিন আল আজাদ
ঘ. আব্দুল মান্নান সৈয়দ
উত্তরঃ গ

প্রশ্নঃ ড. আলাউদ্দীন আল আজাদ রচিত কোন উপন্যাসটি উপজাতীয় জীবন কাহিনী নিয়ে রচিত?
ক. ক্ষুধা ও আশা
খ. কর্ণফুলি
গ. তেইশ নম্বর তৈলচিত্র
ঘ. শীতের শেষ রাত বসন্তের প্রথম দিন
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘তেইশ নম্বর তৈলচিত্র’ উপন্যাসের রচয়িতা-
ক. মানিক বন্দ্যোপাধ্যায়
খ. সুকান্ত ভট্টাচার্য
গ. হুমায়ন আহম্মেদ
ঘ. আলাউদ্দিন আল আজাদ
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!