বাংলা সাহিত্য-১১

প্রশ্নঃ ‘খাঁচার ভিতর অচিন পাখি’-পঙক্তিটির উৎস কি?
ক. হাসন রাজার গান
খ. রবীন্দ্র সঙ্গীত
গ. ভজন
ঘ. লালন গীতি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ “মোদের গরব, মোদের আশা আমরি বাংলা ভাষা।” রচয়িতা —-
ক. রামনিধি গুপ্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. অতুল প্রসাদ সেন
ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘আজি শচীমাতা কেন চমকিলে, ঘুমাতে ঘুমাতে উঠিয়া বসিলে।’ পংক্তিটি কার?
ক. বঙ্কিমচন্দ্র
খ. বিহারীলাল
গ. কামিনী রায়
ঘ. শিবনাথ শাস্ত্রী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ঠকচাচী মোড়ার ওপর বসিয়া জিজ্ঞাসা করিতেছেন- তুমি হয় রোজ এখানে ওখানে ফিরে বেড়াও তাতে মোর আর লেকড়াবালার কি ফায়দা?’- উক্তিটি কোন গ্রন্থের?
ক. নৌকাডুবি
খ. তেল-নুন-লাকড়ী
গ. হুতোম প্যাঁচার নকশা
ঘ. আলালের ঘরের দুলাল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘রমযানের ঐ রোযার শেষে এল খুশির ঈদ’ গানটির রচয়িতা কে?
ক. গোলাম মোস্তফা
খ. কাজী নজরুল ইসলাম
গ. ফররুখ আহমেদ
ঘ. কায়কোবাদ
উত্তরঃ খ

প্রশ্নঃ এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক।-পংক্তিটি কোন কবির রচনা?
ক. কাজী নজরুল ইসলাম
খ. কবি জসীম উদদীন
গ. আবদুল কাদির
ঘ. সুফিয়া কামাল
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সই কেমনে ধরিব হিয়া আমার বুঁধূয়া আন বাড়ি যায় আমরি আঙিনা দিয়া” কার রচনা
ক. চণ্ডীদাস
খ. বিদ্যাপতি
গ. জ্ঞানদাস
ঘ. গোবিন্দ দাস
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘নিঃশেষে নিশাচর নিশাচর, গ্রামে মহাবিশ্বে, ত্রাসে কাঁপে তরণীর পাপী যত নিঃশেষে।’- কবিতাংশটুকু কোন কবির লেখা।
ক. বন্দে আলী মিয়া
খ. কাজী নজরুল ইসলাম
গ. ফররুখ আহমেদ
ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ খ

প্রশ্নঃ “বাড়ির কাছে আরশীনগর, সেথায় এক পড়শী বসত করে ………” এই পঙতিটি কার লেখা?
ক. পাগলা কানাই
খ. সিরাজ সাঁই
গ. লালন শাহ
ঘ. মদন বাউল
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘পরের মাসদেড়ে ভিটেমাটি ছেড়ে বাহির হইনু পথে- করিল ডিক্রি, সবই বিক্রির মিথ্যা দেনার খতে।’ পঙ্ক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন কবিতার অংশ?
ক. চিত্রা
খ. পুরান ভৃত্য
গ. দুই বিঘা জমি
ঘ. দিন শেষে
উত্তরঃ গ

প্রশ্নঃ “আপন ঘরে বোঝাই সোনা পরে করে লেনা দেনা”- চরণ দু’টির রচয়িতা কে?
ক. প্রমথ চৌধুরী
খ. নির্মলেন্দু গুণ
গ. হাছন রাজা
ঘ. লালন শাহ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘মৃত্যুকে যে যথার্থরূপে দেখিয়াছে, সে দ্বিজত্ব লাভ করিয়াছে- মিথ্যা হইতে সত্য নব-জন্ম লাভ করিয়াছে।’ -উক্তিটি কার?
ক. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
খ. হরপ্রসাদ শাস্ত্রী
গ. মোহিতলাল মজুমদার
ঘ. পাঁচ কড়ি বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের উদ্ধৃতাংশ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে নেয়া হয়েছে? ‘কাণ্ডারীএ তরীর পাকা মাঝি মাল্লা দাঁড়ী মুখে সারিগান-লা শরীক আল্লাহ’।
ক. কাণ্ডারী হুঁশিয়ার
খ. খেয়াপারেরতরণী
গ. সিদ্ধু : প্রথম তরঙ্গ
ঘ. সিন্ধু : দ্বিতীয় তরঙ্গ
উত্তরঃ খ

প্রশ্নঃ বাউল মতের প্রতি শিক্ষিত মহলকে উৎসুক করে তোলেন কে?
ক. লালন ফকির
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. মাধব বিবি
ঘ. ফরিদা পারভীন
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘আবার আসিব ফেরে ধান সিঁড়ি নদীর তীরে’ কোন কবির কবিতা থেকে নেওয়া?
ক. মাইকেল মদুসূদন দত্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. জীবনান্দ দাস
ঘ. সুনীল গঙ্গোপাধ্যায়
ঙ. গিরিশ চন্দ্র সেন
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘আমাদের স্বপ্ন হোক ফসলের সুষম বন্টন’ -কোন কবি বলেছেন?
ক. সুকান্ত ভট্টাচার্য
খ. সমর সেন
গ. জসীমউদ্দীন
ঘ. আল মাহমুদ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য; তার চেয়ে বেশী সত্য আমরা বাঙালি’- উক্তিটি করেন-
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. মাওলানা আকরাম খাঁ
উত্তরঃ গ

প্রশ্নঃ “সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন হউক দূর অকল্যাণ সকল অশোভন।” চরণ দুটি কার লেখা?
ক. কাজী নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. গোলাম মোস্তফা
ঘ. শেখ ফজলুল করিম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ?- কার লেখা?
ক. কৃষ্ণচন্দ্র মজুমদার
খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
গ. কামিনী রায়
ঘ. যতীন্দ্র মোহন বাগচী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ-রমণী কোন ভেদাভেদ নেই’। কবিতাংশটির রচয়িতা কে?
ক. বেগম সুফিয়া কামাল
খ. শেখ ফজলুল করিম
গ. বিহারীলাল চক্রবর্তী
ঘ. কবি কাজী নজরুল ইসলাম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘তবুও থামে না যৌবন বেগ, জীবনের উল্লাসে’-এই চরণটির রচয়িতা নিম্নের কোন কবি?
ক. সুফিয়া কামাল
খ. কাজী নজরুল ইসলাম
গ. সুকান্ত ভট্টাচার্য
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ “এতকাল নদীকূলে যাহা লয়েছিনু ভুলে সকলি দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করুণা করে”-উদ্ধৃতি চরণ কয়টি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে?
ক. মানসী
খ. সোনার তরী
গ. বলাকা
ঘ. চিত্রা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘আজ হতে শতবর্ষ পরে, কে তুমি পড়িছ বসি, আমার…. কবিতাখানি কৌতুহলভরে। শূন্যস্থানে প্রচলিত শব্দটি চিহ্নি‎ত করুন?
ক. রচনাখানি
খ. কবিতাখানি
গ. গ্রন্থখানি
ঘ. কাব্যখানি
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা কে?
ক. আব্দুল গাফফার চৌধুরী
খ. আলতাফ মাহমুদ
গ. আবদুল লতিফ
ঘ. আব্দুল আলীম
উত্তরঃ ক

প্রশ্নঃ আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে?-‘ভিখারী রাঘব’ কে?
ক. রাবণ
খ. মেঘনাধ
গ. রাম
ঘ. বিভীষণ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সুরঞ্জনা, ওইখানে যেয়ো নাকো তুমি’- কোন কবি একথা বলেছিলেন?
ক. সুকান্ত ভট্টাচার্য
খ. বুদ্ধদেব বসু
গ. জীবনানন্দ দাশ
ঘ. কামিনী রায়
উত্তরঃ গ

প্রশ্নঃ “ধনধান্য পুষ্পে ভরা” দেশাত্মবোধক গানটির রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. দ্বিজেন্দ্রলাল রায়
ঘ. গোবিন্দ দাস
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘এ ধরার মাখে তুলিয়া নিনাদ চাহিনা করিত বাদ প্রতিবাদ।’ কোন কবির উক্তি?
ক. সত্যেন্দ্রনাথ দত্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. শামসুর রহমান
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘আছে মা তোমার মুখে স্বর্গের কিরণ’ পংক্তিটি রবীন্দ্রনাথ কাকে উদ্দেশ্য করে রচনা করেছিলেন?
ক. ইন্দিরা দেবী
খ. কাদম্বরী দেবী
গ. স্বর্ণকুমারী দেবী
ঘ. প্রমীলা দেবী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বহুদিন ধরে সাবান ছিল না বলে আবদুর রহমানের পাগড়ি ময়লা। কিন্তু আমা মনে হয় চতুর্দিকের বরফের চেয়ে শুভ্রতর আব্দুর রহমানের পাগড়ি আর শুভ্রতর আবদুর রহমানের হৃদয়।’ কোন গ্রন্থের উপসংহার?
ক. মুসাফির
খ. জলে ডাঙ্গায়
গ. দেশে বিদেশে
ঘ. শবনম
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।’ এ পংক্তি দু’টি কোন কবিতা হতে উদ্ধৃত করা হয়েছে?
ক. রামনিধি গুপ্ত
খ. আলাওল
গ. আব্দুল হাকিম
ঘ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!