প্রশ্নঃ ড. অসিতকুমার বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের মধ্যযুগকে কয়টি ভাগে ভাগ করেছেন?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলা সাহিত্যের মধ্যযুগ সময়কে বলা হয়?
ক. ১২০১-১৮০০
খ. ১৩৫০-১৮০০
গ. ১২০১-১৯০০
ঘ. ১০০১-১৬০০
উত্তরঃ ক
প্রশ্নঃ কতজন কবি চর্যাপদ রচনা করেছেন?
ক. ২২ জন
খ. ২৪ জন
গ. ২০ জন
ঘ. ১৬ জন
উত্তরঃ খ
প্রশ্নঃ ড. মুহম্মদ শহীদুল্লাহর মতানুযায়ী মধ্যযুগের ভাগ দুটি কি কি?
ক. সুলতানী আমল ও মোঘল আমল
খ. পাঠান আমল ও সুলতানী আমল
গ. পাঠান আমল ও মোঘল আমল
ঘ. তুর্কি আমল ও মোঘল আমল
উত্তরঃ খ
প্রশ্নঃ চর্যাপদে কতটি প্রবাদবাক্য পাওয়া যায়?
ক. ৪টি
খ. ৫টি
গ. ৬টি
ঘ. ৭টি
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘সন্ধ্যাভাষা’ কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত?
ক. পদাবলি
খ. চর্যাপদ
গ. প্রেমগীতি
ঘ. পদাবলি
উত্তরঃ খ
প্রশ্নঃ চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে?
ক. খ্রীষ্টধর্ম
খ. প্যাগনিজম
গ. জৈনধর্ম
ঘ. বৌদ্ধধর্ম
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘Origin and Development of Bengali Language’ গ্রন্থটির লেখক কে?
ক. ড. দীনেশ চন্দ্র সেন
খ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. ড. সুকুমার সেন
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘চর্যাপদ ’কোন ধর্মাবলম্বীদের সাহিত্য?
ক. সনাতন হিন্দু
খ. সহজিয়া বৌদ্ধ
গ. জৈন
ঘ. হরিজন
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলা সাহিত্যের ইতিহাসে যুগবিভাগ কয়টি?
ক. ৪টি
খ. ৩টি
গ. ৫টি
ঘ. ৬টি
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন-
ক. চর্যাপদ
খ. বৈষ্ণব পদাবলী
গ. ঐতরেয় আরণ্যক
ঘ. দোহা কোষ
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন কোনটি?
ক. চার্যাপদ
খ. ডাকার্ণব
গ. দোহাকোষ
ঘ. ব্রাহ্মণ সংহিতা
উত্তরঃ ক
প্রশ্নঃ ড. মুহাম্মদ শহীদুল্লাহ্র মতে প্রাচীনতম চর্যাকার কে?
ক. ভূসুকুপা
খ. সরহপা
গ. শবরপা
ঘ. কাহ্নপা
উত্তরঃ গ
প্রশ্নঃ শবর পা কে ছিলেন?
ক. আদি সিদ্ধাচার্য
খ. চর্যাকর
গ. শবরীর পতি
ঘ. হস্তীবিশারদ
উত্তরঃ খ
প্রশ্নঃ মধ্যযুগকে কয়টি উপবিভাগে ভাগ করা যায়?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম জীবনীকাব্য কাকে অবলম্বন করে লেখা হয়?
ক. চন্দ্রাবতীকে
খ. লুইপাকে
গ. শ্রীচৈতন্যদেবকে
ঘ. শ্রীকৃষ্ণকে
উত্তরঃ গ
প্রশ্নঃ জীবনীকাব্য রচনার জন্য বিখ্যাতঃ
ক. ফকির গরীবুল্লাহ
খ. নরহরি চক্রবর্তী
গ. বিপ্রদাস পিপিলাই
ঘ. বৃন্দাবন দাস
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন পন্ডিত চর্যাপদের পদগুলো টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন ?
ক. কাহ্ন পা
খ. লুই পা
গ. ডাকার্ণব
ঘ. মুনিদত্ত
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন ‘চর্যাপদ’ এর আবিষ্কারক–
ক. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
খ. ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ. হরপ্রসাদ শাস্ত্রী
ঘ. ডক্টর সুকুমার সেন
উত্তরঃ গ
প্রশ্নঃ রবীন্দ্র যুগ কোন সময়কে বলা হয়?
ক. ১৯১০ – ১৯৫০
খ. ১৯০১ – ১৯২১
গ. ১৯০১ – ১৯৪০
ঘ. ১৯০১ – ১৯৩০
উত্তরঃ গ
প্রশ্নঃ চর্যাপদের মূল প্রতিপাদ্য বিষয়-
ক. কাহিনীকাব্য
খ. গীতিকাব্য
গ. বৌদ্ধধর্মের দোঁহা
ঘ. পূজা-অর্চনার রীতি
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলা লিপির উৎপত্তি কোন লিপি থাকে?
ক. খরোষ্ঠী লিপি
খ. ব্রাহ্মী লিপি
গ. অশোক লিপি
ঘ. প্রকৃত লিপি
উত্তরঃ খ
প্রশ্নঃ ড. মুহম্মদ শহীদুল্লাহ্র মতে চর্যাপদের রচনাকালঃ
ক. ৬০০ – ৮০০ খ্রিস্টাব্দ
খ. ৬০০ – ১০০০ খ্রিস্টাব্দ
গ. ৮০০ – ১২০০ খ্রিস্টাব্দ
ঘ. ৬০০ – ১২০০ খ্রিস্টাব্দ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ চর্যাপদের ভাষাকে পণ্ডিতগণ কোন ধরনের ভাষা বলেছে?
ক. আর্য ভাষা
খ. প্রকৃত ভাষা
গ. পালি ভাষা
ঘ. সন্ধ্যা ভাষা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ চর্যাগীতি আবিষ্কার করেন-
ক. দীনেশচন্দ্র সেন
খ. মহাকবি বাল্মিকী
গ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
ঘ. হরপ্রসাদ শাস্ত্রী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ চর্যাপদ কোথা থেকে আবিস্কৃত হয়েছে?
ক. তিব্বত
খ. বাংলাদেশ
গ. নেপাল
ঘ. চীন
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলা সাহিত্যের ইতিহাস কত বছরের পুরনো বলে মনে করা হয়?
ক. এক হাজার
খ. দু হাজার
গ. তিন হাজার
ঘ. চার হাজার
উত্তরঃ ক
প্রশ্নঃ চর্যাপদের রচনার উদ্দেশ্য–
ক. সাহিত্য চর্চা
খ. ধর্মচর্চা
গ. সঙ্গীত চর্চা
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ চর্যাপদের বেশির ভাগ পদ কত চরণে রচিত?
ক. আট
খ. চৌদ্দ
গ. বারো
ঘ. দশ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ চর্যাপদের উল্লেখযোগ্য সংস্কৃত টিকাকার কে?
ক. হরপ্রসাদ শাস্ত্রী
খ. মুনিদত্ত
গ. সুনীতিকুমার
ঘ. ড. শহীদুল্লাহ
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)