বাংলা সাহিত্য-০২

প্রশ্নঃ ড. অসিতকুমার বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের মধ্যযুগকে কয়টি ভাগে ভাগ করেছেন?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা সাহিত্যের মধ্যযুগ সময়কে বলা হয়?
ক. ১২০১-১৮০০
খ. ১৩৫০-১৮০০
গ. ১২০১-১৯০০
ঘ. ১০০১-১৬০০
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কতজন কবি চর্যাপদ রচনা করেছেন?
ক. ২২ জন
খ. ২৪ জন
গ. ২০ জন
ঘ. ১৬ জন
উত্তরঃ খ

প্রশ্নঃ ড. মুহম্মদ শহীদুল্লাহর মতানুযায়ী মধ্যযুগের ভাগ দুটি কি কি?
ক. সুলতানী আমল ও মোঘল আমল
খ. পাঠান আমল ও সুলতানী আমল
গ. পাঠান আমল ও মোঘল আমল
ঘ. তুর্কি আমল ও মোঘল আমল
উত্তরঃ খ

প্রশ্নঃ চর্যাপদে কতটি প্রবাদবাক্য পাওয়া যায়?
ক. ৪টি
খ. ৫টি
গ. ৬টি
ঘ. ৭টি
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সন্ধ্যাভাষা’ কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত?
ক. পদাবলি
খ. চর্যাপদ
গ. প্রেমগীতি
ঘ. পদাবলি
উত্তরঃ খ

প্রশ্নঃ চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে?
ক. খ্রীষ্টধর্ম
খ. প্যাগনিজম
গ. জৈনধর্ম
ঘ. বৌদ্ধধর্ম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘Origin and Development of Bengali Language’ গ্রন্থটির লেখক কে?
ক. ড. দীনেশ চন্দ্র সেন
খ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. ড. সুকুমার সেন
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘চর্যাপদ ’কোন ধর্মাবলম্বীদের সাহিত্য?
ক. সনাতন হিন্দু
খ. সহজিয়া বৌদ্ধ
গ. জৈন
ঘ. হরিজন
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা সাহিত্যের ইতিহাসে যুগবিভাগ কয়টি?
ক. ৪টি
খ. ৩টি
গ. ৫টি
ঘ. ৬টি
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন-
ক. চর্যাপদ
খ. বৈষ্ণব পদাবলী
গ. ঐতরেয় আরণ্যক
ঘ. দোহা কোষ
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন কোনটি?
ক. চার্যাপদ
খ. ডাকার্ণব
গ. দোহাকোষ
ঘ. ব্রাহ্মণ সংহিতা
উত্তরঃ ক

প্রশ্নঃ ড. মুহাম্মদ শহীদুল্লাহ্‌র মতে প্রাচীনতম চর্যাকার কে?
ক. ভূসুকুপা
খ. সরহপা
গ. শবরপা
ঘ. কাহ্নপা
উত্তরঃ গ

প্রশ্নঃ শবর পা কে ছিলেন?
ক. আদি সিদ্ধাচার্য
খ. চর্যাকর
গ. শবরীর পতি
ঘ. হস্তীবিশারদ
উত্তরঃ খ

প্রশ্নঃ মধ্যযুগকে কয়টি উপবিভাগে ভাগ করা যায়?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম জীবনীকাব্য কাকে অবলম্বন করে লেখা হয়?
ক. চন্দ্রাবতীকে
খ. লুইপাকে
গ. শ্রীচৈতন্যদেবকে
ঘ. শ্রীকৃষ্ণকে
উত্তরঃ গ

প্রশ্নঃ জীবনীকাব্য রচনার জন্য বিখ্যাতঃ
ক. ফকির গরীবুল্লাহ
খ. নরহরি চক্রবর্তী
গ. বিপ্রদাস পিপিলাই
ঘ. বৃন্দাবন দাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন পন্ডিত চর্যাপদের পদগুলো টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন ?
ক. কাহ্ন পা
খ. লুই পা
গ. ডাকার্ণব
ঘ. মুনিদত্ত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন ‘চর্যাপদ’ এর আবিষ্কারক–
ক. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
খ. ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ. হরপ্রসাদ শাস্ত্রী
ঘ. ডক্টর সুকুমার সেন
উত্তরঃ গ

প্রশ্নঃ রবীন্দ্র যুগ কোন সময়কে বলা হয়?
ক. ১৯১০ – ১৯৫০
খ. ১৯০১ – ১৯২১
গ. ১৯০১ – ১৯৪০
ঘ. ১৯০১ – ১৯৩০
উত্তরঃ গ

প্রশ্নঃ চর্যাপদের মূল প্রতিপাদ্য বিষয়-
ক. কাহিনীকাব্য
খ. গীতিকাব্য
গ. বৌদ্ধধর্মের দোঁহা
ঘ. পূজা-অর্চনার রীতি
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা লিপির উৎপত্তি কোন লিপি থাকে?
ক. খরোষ্ঠী লিপি
খ. ব্রাহ্মী লিপি
গ. অশোক লিপি
ঘ. প্রকৃত লিপি
উত্তরঃ খ

প্রশ্নঃ ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌র মতে চর্যাপদের রচনাকালঃ
ক. ৬০০ – ৮০০ খ্রিস্টাব্দ
খ. ৬০০ – ১০০০ খ্রিস্টাব্দ
গ. ৮০০ – ১২০০ খ্রিস্টাব্দ
ঘ. ৬০০ – ১২০০ খ্রিস্টাব্দ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ চর্যাপদের ভাষাকে পণ্ডিতগণ কোন ধরনের ভাষা বলেছে?
ক. আর্য ভাষা
খ. প্রকৃত ভাষা
গ. পালি ভাষা
ঘ. সন্ধ্যা ভাষা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ চর্যাগীতি আবিষ্কার করেন-
ক. দীনেশচন্দ্র সেন
খ. মহাকবি বাল্মিকী
গ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
ঘ. হরপ্রসাদ শাস্ত্রী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ চর্যাপদ কোথা থেকে আবিস্কৃত হয়েছে?
ক. তিব্বত
খ. বাংলাদেশ
গ. নেপাল
ঘ. চীন
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা সাহিত্যের ইতিহাস কত বছরের পুরনো বলে মনে করা হয়?
ক. এক হাজার
খ. দু হাজার
গ. তিন হাজার
ঘ. চার হাজার
উত্তরঃ ক

প্রশ্নঃ চর্যাপদের রচনার উদ্দেশ্য–
ক. সাহিত্য চর্চা
খ. ধর্মচর্চা
গ. সঙ্গীত চর্চা
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ চর্যাপদের বেশির ভাগ পদ কত চরণে রচিত?
ক. আট
খ. চৌদ্দ
গ. বারো
ঘ. দশ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ চর্যাপদের উল্লেখযোগ্য সংস্কৃত টিকাকার কে?
ক. হরপ্রসাদ শাস্ত্রী
খ. মুনিদত্ত
গ. সুনীতিকুমার
ঘ. ড. শহীদুল্লাহ
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!