বাংলা সাহিত্যের সাময়িকপত্র ও সম্পাদক

বাংলা সাহিত্যের সাময়িকপত্র ও সম্পাদক :

০১। বেঙ্গল গেজেট(১৭৮০)= জেমস আগস্টার হিকি

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

০২। দিক দর্শন(১৮১৮)= জন ক্লার্ক মার্শম্যান

০৩। সমাচার দর্পণ(১৮১৮)= জন ক্লার্ক মার্শম্যান

০৪। বঙ্গদূত(১৮২৯)= নীলমণি হালদার

০৫। সংবাদ প্রভাকর(১৮৩১)= ঈশ্বরচন্দ্র গুপ্ত,

০৬। তত্ত্ববোধিনী(১৮৪৩)= অক্ষয় কুমার দত্ত,

০৭। রংপুর বার্তাবহ(১৮৪৭)= গুরুচরণ রায়,

০৮। ঢাকা প্রকাশ(১৮৬১)= কৃষ্ণচন্দ্র মজুমদার

০৯। গ্রামবার্তা প্রকাশিকা(১৮৬৩)= কাঙ্গল হরিনাথ

১০। বঙ্গদর্শন(১৮৭২)= বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

১১। সুধাকর(১৮৮৯)= শেখ আবদুর রহিম

১২। মিহির(১৮৯২)= শেখ আবদুর রহিম,

১৩। হাফেজ(১৮৯৭)= শেখ আবদুর রহিম

১৪। কোহিনুর(১৮৯৮)= মো: রওশন আলী

১৫। সবুজ পত্র(১৯১৪)= প্রমথ চৌধুরী,

১৬। মাসিক সওগাত(১৯১৮)= মোহাম্মদ নাসিরউদ্দিন

১৭। মোসলেম ভারত(১৯২০)= মোজাম্মেল হক

১৮। আঙ্গুর, কিশোর পত্র= ডঃ মুহম্মদ শহীদুল্লাহ,

১৯। কল্লোল(১৯২৩)= দিনেশ চন্দ্র দাশ,

২০। মাসিক মোহাম্মদি(১৯২৭)= মোহাম্মদ আকরম খাঁ

২১। শিখা(১৯২৭)= আবুল হোসেন

২২। সাপ্তাহিক সওগাত(১৯২৮)= মোহাম্মদ নাসিরউদ্দিন

২৩। ধুমকেতু(১৯২২),লাঙ্গল(১৯২৫),নবযুগ(১৯৪১)= কাজী নজরুল ইসলাম

২৪। সাপ্তাহিক বেগম(১৯৪৭)= সুফিয়া কামাল

২৫। সমকাল(১৯৫৭)= সিকানদার আবু জাফর | সাময়িকপত্র ও সম্পাদক


আরো পড়ুন:


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!