বাংলা সাহিত্যের ছন্দ

০১। প্রশ্ন : বাংলা ছন্দ প্রধানত কত প্রকার ও কি কি ? উঃ তিন প্রকার। যথাঃ স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত।

০২। প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম সনেট কে রচনা করেন? উঃ মাইকেল মধুসুদন দত্ত।

০৩। প্রশ্ন : মাইকেল মধুসুদন দত্তের সর্বপ্রথম সনেট কোনটি ? উঃ বঙ্গভাষা।

০৪। প্রশ্ন : সনেটের প্রবর্তক কে ? উঃ ইটালীর কবি পেত্রার্ক।

০৫। প্রশ্ন : ধ্বনি প্রধান ছন্দ বলা হয়? উঃ মাত্রাবৃত্ত ছন্দকে।

০৬। প্রশ্ন : ছন্দের যাদুকর কাকে বলা হয়? উঃ সত্যেন্দ্রনাথ দত্ত।

০৭। প্রশ্ন : স্বরাক্ষরিক ছন্দের প্রর্বতক কে করেন? উঃ সত্যেন্দ্রনাথ দত্ত।

০৮। প্রশ্ন : ছান্দসিক কবি কাকে বলা হয়? উঃ কবি আব্দুল কাদিরকে।

০৯। প্রশ্ন : পয়ার ছন্দে থাকে? উঃ অন্তমিল।

১০। প্রশ্ন : লৌকিক ছন্দ কাকে বলে ? উঃ স্বরবৃত্ত ছন্দকে।

১১। প্রশ্ন : গৈরিশ ছন্দের প্রবর্তন কে করেন? উঃ গিরিশচন্দ্র।

১২। প্রশ্ন : গদ্য ছন্দের প্রবর্তন কে করেন? উঃ সত্যেন্দ্রনাথ দত্ত।

১৩। প্রশ্ন : তানপ্রধান ছন্দ কাকে বলে? উঃ অক্ষরবৃত্ত ছন্দকে।

১৪। প্রশ্ন : মুক্তক ছন্দের প্রবর্তন কে করেন? উঃ কাজী নজরুল ইসলাম।

১৫। প্রশ্ন : সমিল মুক্তক ছন্দের প্রবর্তন কে করেন? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।


আরো পড়ুন:


এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!